মহানবি সা. কে কটূক্তি করায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

ডিএনবি নিউজ ডেস্ক: ঢাকার নবাবগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবিকে সা. নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্ট করার অভিযোগে পুলিশ কনস্টেবল প্রীতম মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতভর ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মোবাশশিরা হাবীব খান বলেন, বিষয়টি আলোচিত হওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে প্রীতমকে গ্রেপ্তারে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে আসামীকে আদালতে পাঠিয়েছে।

তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মণ্ডলকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অনেকটা উত্তপ্ত হয় সাধারণ মানুষ। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মণ্ডল ও আলোক সরকার কার্তিক নামে আরেকজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা দায়ের করা হয়েছে।

এদিকে ইসলাম ও মহানবি সা. কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শুক্রবার নবাবগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেয় সাধারণ মুসুল্লিরা। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের সাধারণ মানুষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের ফেসবুকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

-এম আর




বিনা পারিশ্রমিকে মসজিদ পরিষ্কার করেন চাঁপাচৌ ইসলামিক সাংস্কৃতিক পরিষদ স্বেচ্ছাসেবক গোষ্ঠী

ডিএনবি নিউজ ডেস্ক:

শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এলাকার আশপাশের বিভিন্ন মসজিদ ধুয়ে-মুছে পরিষ্কার করেন কুমিল্লার একদল শিক্ষার্থী। বিনা পারিশ্রমিকে এ পর্যন্ত ৩৪টি মসজিদ পরিষ্কার করেছেন তারা।

২০২১ সাল থেকে এ কাজ করছেন জেলার চৌদ্দগ্রাম থানার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের বিভিন্ন বয়সের এসব তরুণরা। সর্বশেষ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চাঁপাচৌ পশ্চিমপাড়া জামে মসজিদ পরিষ্কার করেছেন তারা।

স্থানীয় চাঁপাচৌ গ্রামের বাসিন্দা জাহেদ ভূঁইয়া সুজন সর্বপ্রথম এ কাজের উদ্যোগ নেন। পরে একটি সংগঠন খোলা হয়। সংগঠনের ব্যানারে বর্তমানে এ কাজ করেন স্বেচ্ছাসেবকরা।

জাহেদ ভূঁইয়া সুজন বলেন, আমরা সওয়াবের জন্যে এ কাজ করি। এজন্য কোনো পারিশ্রমিক নেই না। বরং নিজের পকেটের টাকা খরচ হয়। মসজিদ পরিষ্কার করার জন্যে আমাদের একটি সংগঠনও খোলা আছে। সংগঠনের নাম চাঁপাচৌ ইসলামিক সাংস্কৃতিক পরিষদ স্বেচ্ছাসেবক গোষ্ঠী।

হাফেজ মো. সাকিব হোসেন হৃদয় বলেন, শুক্রবার আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এ দিনই আমরা কাজটি করি। এখন পর্যন্ত আমরা ৩৪টি মসজিদ পরিষ্কার করেছি।

তিনি বলেন, মসজিদ পরিষ্কার করা অনেক সওয়াবের কাজ। হাদিসে এসেছে, হজরত সাঈদ খুদরি (রা.) হতে বর্ণিত রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা কিংবা কষ্ট হয় এমন বস্তু দূর করবে তার জন্য আল্লাহ তায়ালা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন।’

সাকিব বলেন, আমরা সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছি। দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের নেই। এখানে সবাই স্বেচ্ছায় কাজ করে এবং আখেরাতের উদ্দেশ্যে কাজ করেন।

স্বেচ্ছাসেবক দলের অন্য সদস্যরা হলেন- রবিউল আউয়াল শুভ, আলাউদ্দিন, বাপ্পি, নাঈম, হৃদয়, শাওন, কাওসার ও পিয়াস।




দুর্গাপুরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

ডিএনবি নিউজ ডেস্ক:

‘‘জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে-থাকবো মোরা এক আবেশে’’ এই প্রতিপাদ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহনে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সচিব মাজহারুল ইসলাম এর সঞ্চালনায়, ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হযরত আলী, হাবিবুর রহমান হৃদয়, প্রধান শিক্ষক চন্দন দাস, দুলাল চক্রবর্ত্তী, হাজ্বী জামাল উদ্দিন, স্বাস্থ্য সহকারি আব্দুল মালেক, হাফেজ শিহাব উদ্দিন, নারী নেত্রী সুচনা সাংমা, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল্ ফাহাদ প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে দেশের উন্নয়নের ধারাকে নষ্ট করতে এবং ইউনিয়নের সুনাম বিনষ্ট করতে কাউকেই সুযোগ দেয়া হবে না। এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান একে অপরের পরিপূরক। কিন্তু একটি মহল এই সম্প্রীতিকে নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। এলাকায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে ওই সকল জনগনকে প্রতিহত করতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।




যে কোনো বিমানবন্দর থেকে সৌদি আরব যেতে পারবে ওমরাহ যাত্রীরা

ডিএনবি নিউজ ডেস্ক:

ওমরাহ যাত্রীদের সৌদি আরবে আসা ও যাওয়ার জন্য কোন বিমানবন্দর নির্দিষ্ট করা হয়নি। তারা যেকোনো আন্তর্জাতিক বা স্থানীয় বিমানবন্দর থেকে সৌদি আরবে আসতে ও যেতে পারবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আল আরাবিয়া’র।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, ওমরাহ যাত্রীরা সৌদি আরবে ৯০দিন থাকতে পারবে। এ সময়ে তারা নির্দ্বিধায় মক্কা, মদিনা এবং সৌদির অন্যান্য শহরে যেতে পারবে।

ওমরাহর ভিসার জন্য অনলাইনে আবেদন করা যাবে। ওমরাহ জন্য ইটমারনা আবেদন নিবন্ধন অত্যাবশ্যকীয়। ওমরাহকারী করোনামুক্ত এটা নিশ্চিত করার জন্য ইটমারনা আবেদন নিবন্ধন করতে হবে। ইটমারনা অ্যাপে নিবন্ধনের জন্য সৌদি আরবের বর্তমান ভিসা বাধ্যতামূলক।




একই পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ

ডিএনবি নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক হিন্দু পরিবারের চার জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের পূর্বে সিদ্ধিরগঞ্জ জেলেপাড়া এলাকায় হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এসময় ওই মসজিদের খতিব হাফেজ মাওলানা কামরুজ্জামান তাদেরকে কালেমা পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ) জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মো. শাহজাহান, মো. শহিদউল্লাহ, ডা. ইবরাহিম আ. আউয়াল, মো. মোখলেছুর রহমানসহ অসংখ্য মুসল্লী।

অ্যাফিডেভিট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকার সুবল চন্দ্র দাস (৩৬) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে রফিকুল আলম, তার স্ত্রী লক্ষী রানী দাসের (২৮) স্থলে মরিয়ম বেগম, তার ছোট মেয়ে অরাদ্ব দাসের (০৬) স্থলে আয়েশা জান্নাত আক্তার ও তার বড় ছেলে লিয়ন দাসের (১০) স্থলে মো. বায়েজিদ নাম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

রফিকুল আলম জানান, আমরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কেউ আমাকে ভয় দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে নি। আমরা বাকিটা জীবন ইসলাম ধর্মের সমস্ত বিধি-বিধান মেনে চলবো। হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদ কমিটি প্রধান উপদেষ্টা মো. শাহজাহান জানান, রফিকুল ইসলাম আজ থেকে আমাদের ভাই। এখন থেকে তাদের সকল ধরণের বিপদে আপদে আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো। সার্বিকভাবে আমরা তার পরিবারকে সহযোগিতা করবো।




ময়মনসিংহে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া

ডিএনবি নিউজ ডেস্কঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রতিটি ইউনিয়নে বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

গত তিনদিন ধরে প্রতিদিন সকালে বিভিন্ন ইউনিয়নে গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেন আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

বর্ষাকাল শেষে ভাদ্র মাসেও অনাবৃষ্টি ও দাবদাহ। সর্বত্র টানা খরা। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। রোপা আমনের ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আমন আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল রোববার সকালে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করে গফরগাঁও উলামা সমিতি।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট কৃষিজমি শুকিয়ে গেছে। এতে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ।

নামাজ শেষে আমাটিয়া গ্রামের গরিব কৃষকরা বলেন, চাষবাস করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ার ক্ষেত শুকিয়ে গেছে।

মাওলানা মাহমুদুল হাসান সালমানী বলেন, ‘রাসুল সা. উনার সময়েও বৃষ্টির জন্য এই নামাজ আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম।




যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের মুসলমানদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক

ডিএনবি নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে গত নয় মাসে পর পর চারজন মুসলমান হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের মুসলমানদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আলবুকার্ক শহরে একের পর এক ঘটে যাওয়া মুসলমান হত্যার এ ঘটনায় গত সোমবার প্রশাসন চতুর্থ নিহত ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। পূর্বের ঘটনার সাথে এর কোনো সংযোগ থাকার বিষয়টি প্রশাসন উড়িয়ে দেয়নি।

গত সপ্তাহে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রশাসন বলছে, নিহত ব্যক্তিদের জাতীয়তা ও ধর্ম পরিচয় একই।

তদন্তকারীদের মতে, শুক্রবারের হত্যাকাণ্ডের ঘটনার সাথে পুর্বে ঘটে যাওয়া দক্ষিণ এশিয়ার তিন মুসলিম হত্যাকাণ্ডের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে” বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। পুলিশ আলবুকার্ক শহরবাসীর কাছে একটি গাড়ি খুঁজে দেওয়ার জন্য আহবান জানিয়েছে, যার তদন্তকারীদের মতে শুক্রবারের হত্যাকাণ্ডের ঘটনা সাথে হত্যাকাণ্ডের ঘটনার সংযোগ রয়েছে বলে পুলিশ মনে করে।

আলবুকার্ক শহরের চারজন মুসলিমের ভয়াবহ হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ ও দুঃখিত, গত রবিবার এক টুইট বার্তায় বাইডেন বলেছেন।

তিনি আরও বলেছেন, যদিও আমরা তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করছি, আমার প্রার্থনা নিহতদের পরিবারের সাথে রয়েছে, এবং আমার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে। আমেরিকায় এ ধরণের ঘৃণ্য হামলার কোনো স্থান নেই।

নাঈম হুসেইনকে গত শুক্রবার রাতে হত্যা করা হয়, এবং অতর্কিত গুলিতে গত নয় মাসে আরও তিনজন মুসলিম নিহত হয়েছে। এই হত্যাকাণ্ড সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানদের মাঝে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, যারা বর্ণবাদ, বৈষম্য এবং সহিংসতার সম্মুখীন হয়ে চলেছে। নিউইয়র্কের মুসলিম সম্প্রদায়ের নেতা ডেবি অ্যালমন্টাসার টুইট করেছেন, সন্দেহভাজন ব্যক্তিটি খুব ভয়ঙ্কর। পরবর্তী টার্গেট কে?!

২৫ বছর বয়সী নাঈম হোসাইন পাকিস্তানি ছিলেন। মুহম্মদ আফজাল হোসাইন (২৭) এবং আফতাব হুসেইন (৪১) যারা পাকিস্তানি এবং একই মসজিদের সদস্য ছিলেন, তাদের হত্যাকাণ্ডের পর তার ঘটনাটি ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে নভেম্বর মাসে, এতে আফগানিস্তানের অধিবাসী ৬২ বছর বয়সী মোহাম্মদ আহমাদি নিহত হয়। নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ইসলামিক সেন্টারের জেনারেল সেক্রেটারি আনেলা আবাদ বলেছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় মুসলমানরা একেবারে হতবাক হয়ে গেছে এবং ইসলামি কমিউনিটি সেন্টারগুলো নিরাপত্তা বাড়িয়েছে।

তথ্য দান করে খুনিকে গ্রেফতারে সহযোগিতা করলে উক্ত ব্যক্তির জন্য জন্য CAIR দশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করছে।

চারটি হত্যাকাণ্ডের ঘটনায় একই গাড়ি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে-যা একটি গাঢ়ো ধূসর বা রূপালী, চার-দরজা বিশিষ্টভক্সওযয়াগেন, পুলিশের মতে। গাড়ি শনাক্ত করে সহযোগিতা করার জন্য প্রশাসন গাড়ির ছবি প্রকাশ করেছে এবং গ্রেফতারে সহযোগিতা করবে এমন তথ্য দানকারীর জন্য বিশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

নিউ মেক্সিকো রাজ্যের গভর্নর, মিশেল লুজান গ্রিশাম গত ৬ই আগস্ট এক বিবৃতিতে জানিয়েছেন যে, তদন্তের জন্য অতিরিক্ত আইন প্রয়োগকারী সংস্থা ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা নিহত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব এবং খুনিদের ধরার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করছি। আমরা তাদের খুঁজে বের করব।

পাশাপাশি তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, আমরা এই কঠিন সময়ে আলবুকার্ক এবং নিউ মেক্সিকো রাজ্যের মুসলিম সম্প্রদায়ের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সূত্র: আল জাজিরা




যেকোনো পরিস্থিতিতে সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে ইরান

ডিএনবি নিউজ ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, যেকোনো পরিস্থিতিতে সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামের পাশে থাকবে তেহরান। তিনি আজ (বুধবার) ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে ফোনালাপে এ কথা বলেন।

কলিবফ আরও বলেন, ইসলামি জিহাদ হচ্ছে ফিলিস্তিনের সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলোর একটি এবং এই সংগঠন দখলদার শক্তির মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এ সময় ইসলামি জিহাদের মহাসচিব ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সর্বশেষ লড়াইয়ে ইহুদিবাদী ইসরাইল বাধ্য হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং ইসলামি জিহাদের শর্তগুলো মেনে নিয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনের ভেতরে ও বাইরে প্রতিরোধ সংস্থাগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের কারণেই সাম্প্রতিক লড়াইয়ে বড় ধরণের সাফল্য এসেছে। জিয়াদ আন-নাখালা আরও বলেন, সর্বশেষ যুদ্ধে ইসলামি জিহাদ প্রমাণ করেছে তারা বড় ধরণের দীর্ঘ মেয়াদি যুদ্ধে ইসরাইলের মোকাবেলা করার সক্ষমতা রাখে এবং ইসরাইলকে শক্ত আঘাত করতে পারে।

গত শুক্রবার বিকেল থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে ১৫ শিশু ও দুই নারীসহ অন্তত ৪৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এরপর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাল্টা জবাব দেওয়ায় ইসরাইল যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। সোমবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।




আজ পবিত্র আশুরা

ডিএনবি নিউজ ডেস্ক:

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। এ জন্য আশুরার মর্যাদা ও মাহাত্ম্য উত্তরোত্তর বাড়ছে।

হিজরি ৬১ সনের ১০ মহররম শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হুসাইন রা. এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসুল সা. যখন আশুরার রোজা রাখছিলেন এবং অন্যদের রোজা রাখতে বলেছিলেন তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসুল!

এ দিনকে তো ইহুদি-নাসারারা সম্মান করে? তখন নবীজি এ কথা শুনে বললেন, ইনশাআল্লাহ, আগামী বছর আমরা নবম তারিখেও রোজা রাখব। বর্ণনাকারী বললেন, এখনো আগামী বছর আসেনি, এমতাবস্থায় রাসুলুল্লাহ সা.-এর ইন্তেকাল হয়ে যায়। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৫৬)

এ জন্য ইবনে আব্বাস রা. বলতেন, তোমরা ৯ তারিখ এবং ১০ তারিখ রোজা রাখো এবং ইয়াহুদিদের বিরোধিতা করো। (জামে তিরমিজি, হাদিস : ৭৫৫) এছাড়াও আল্লাহর রহমত ও ক্ষমার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, দান-খয়রাত, জিকির-আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।




দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ হাজি

ডিএনবি নিউজ ডেস্ক:

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ জন হাজি। ১৫৯টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২০টি।

শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের পরিসংখ্যান অধিদফতরের তথ্য মতে, ২০২২ সালে সর্বমোট হাজির সংখ্যা ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন। যার মধ্য পুরুষ ৫৪ শতাংশ, মহিলা ৪৬ শতাংশ, বহিঃবিশ্ব হতে আগত ৮৭ শতাংশ এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ছিলো ১৩ শতাংশ।

এর আগে, পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ৮ জুলাই। এ বছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।

এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।