বরিশালে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক শফিউর রহমান কামাল

ডিএনবি নিউজ ডেস্ক :

বরিশাল সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্বে সংবাদ প্রকাশ করায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক শফিউর রহমান কামাল। আজ সকাল ১১টায় হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গেলে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। আহত কামাল স্থানীয় প্রাচীন দৈনিক সত্য সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।  এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন কামাল। জানা যায় শফিউর রহমান কামাল অত্যন্ত সাহসীকতা ও সুনামের সাথে দীর্ঘদিন সাংবাদিকতা করে আসছেন। সদর হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্রের দৌরাত্ম্য প্রতিরোধে একাধিক সংবাদও প্রকাশ করেন তিনি। এরই অংশ হিসেবে কামালকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল দালাল চক্রের সদস্যরা।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১টার দিকে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মচারীসহ তাদের পালিত দালাল চক্র পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত এই হামলা চালায় কামালের ওপর। এতে গুরুত্বর জখম হয় সাংবাদিক কামাল। পাশাপাশি তার সাথে থাকা ১৯ হাজার ৫০০ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এদিকে সাংবাদিক শফিউর রহমান কামালের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।  অবিলম্বে তারা দোষীদের গ্রেপ্তারের দাবী জানান। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার  ওসি (তদন্ত)  লোকমান হোসেন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।




দুর্গাপুরে সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও সম্মাননা প্রদান

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোণার দুর্গাপুর থেকে প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকা ৯ বছরে পর্দাপণ করেছে। এ উপলক্ষে রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে নানা আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাবেক প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া’কে সুসঙ্গ বার্তা’র পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। পূর্ব আলোচনায় প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল’র সভাপতিত্বে ও পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র এএসপি মাহমুদা শারমিন নেলী, ডাঃ দিবালোক সিংহ, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক পৌর মেয়র মোঃ শ.ম জয়নুল আবেদীন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন। আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাব কোষাধ্যক্ষ ও ডিএনবি নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক এইচ.এম সাইদুল ইসলাম, পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক মোঃ সফিউল্লাহ, ধ্রুব সরকার, মাইকেল প্রদীব, পল্টন হাজং, মাসুম বিল্লাহ, আল নোমান শান্ত প্রমুখ।




যে কোনো বিমানবন্দর থেকে সৌদি আরব যেতে পারবে ওমরাহ যাত্রীরা

ডিএনবি নিউজ ডেস্ক:

ওমরাহ যাত্রীদের সৌদি আরবে আসা ও যাওয়ার জন্য কোন বিমানবন্দর নির্দিষ্ট করা হয়নি। তারা যেকোনো আন্তর্জাতিক বা স্থানীয় বিমানবন্দর থেকে সৌদি আরবে আসতে ও যেতে পারবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আল আরাবিয়া’র।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, ওমরাহ যাত্রীরা সৌদি আরবে ৯০দিন থাকতে পারবে। এ সময়ে তারা নির্দ্বিধায় মক্কা, মদিনা এবং সৌদির অন্যান্য শহরে যেতে পারবে।

ওমরাহর ভিসার জন্য অনলাইনে আবেদন করা যাবে। ওমরাহ জন্য ইটমারনা আবেদন নিবন্ধন অত্যাবশ্যকীয়। ওমরাহকারী করোনামুক্ত এটা নিশ্চিত করার জন্য ইটমারনা আবেদন নিবন্ধন করতে হবে। ইটমারনা অ্যাপে নিবন্ধনের জন্য সৌদি আরবের বর্তমান ভিসা বাধ্যতামূলক।




সরকারি কর্মচারীদের গ্রেফতারের আগে অনুমতির বিধান বাতিলের রায় প্রকাশ

ডিএনবি নিউজ ডেস্ক:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের আগে অনুমতি নেয়ার বিধান বাতিলের রায় প্রকাশ করা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের স্বাক্ষরের পর শনিবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

গত ২৫ আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেফতারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান সংক্রান্ত সরকারি চাকরি আইনের ৪১(১) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে তা বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি লাগবে না বলে হাইকোর্ট যে রায় দেন তা স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। একইসঙ্গে শুনানি আগামী ২৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়।

২০১৮ সালের নভেম্বরে সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয়। এরপর ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক গেজেটে বলা হয় ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হবে। সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধাসংক্রান্ত আইনের ৪১(১) ধারাটি সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের পরিপন্থি উল্লেখ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে একটি রিট করা হয়।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে সংশ্লিষ্টদের প্রতি হাইকোর্ট রুল জারি করেন। রুলে সরকারি চাকরি আইনের ৪১(১) ধারাটি কেন সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেন হাইকোর্ট বিভাগ।

হাইকোর্টে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া, রিপন বাড়ৈ ও সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

সরকারি চাকরি আইনে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত কর্মচারীর ক্ষেত্রে ব্যবস্থাদি-সংক্রান্ত আইনের ৪১(১) ধারার ভাষ্য: ‘কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ার আগে তাকে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।’

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, সংবিধান অনুসারে সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। সরকারি চাকরি আইনের ধারাটি বৈষম্যমূলক।

মনজিল মোরসেদ হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের বলেন, আদালত রায়ে সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪১(১) ধারা বেআইনি, সংবিধান পরিপন্থি, মৌলিক অধিকার পরিপন্থি বলে ঘোষণা করেছেন।

আদালত বলেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদে আছে, আইনের দৃষ্টিতে সবাই সমান, তা সুনির্দিষ্টভাবে বলা আছে। তারপরও ৪১(১) ধারা করে সেখানে সরকারি কর্মচারীদের আলাদাভাবে একটি সুরক্ষা দেয়া হয়েছে। তা কোনোভাবেই সংবিধানসম্মত নয়। এ আইন একটি মেলাফাইড (অসৎ) উদ্দেশ্যে করা হয়েছে। সরকারি কর্মচারীদের সুরক্ষা দিতে এ আইনের ৪১(১) ধারা সংযোজন করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এ রায়ের ফলে তাদের গ্রেফতারের আগে এখন আর অনুমতি নেয়ার প্রয়োজন নেই।




স্কুল পরিদর্শন হবে হোয়াটস্অ্যাপেই!

ডিএনবি নিউজ ডেস্ক:

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হোয়াটস্অ্যাপের মাধ্যমে অনলাইনে পরিদর্শনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের কর্মকর্তারা হোয়াটস্অ্যাপে শিক্ষকদের সঙ্গে যুক্ত হয়ে শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এসময় তারা স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেবেন। এসময় কতজন শিক্ষক উপস্থিত ও অনুপস্থিত আছেন, শ্রেণিকক্ষের অবস্থা, পাঠদান ও শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে সব বিভাগীয় উপপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।

 

চিঠিতে অধিদপ্তর বলছে, শিক্ষার সার্বিক মান ও বিদ্যালয়ে শিক্ষা উপযোগী পরিবেশ বজায় রাখার স্বার্থে মনিটরিং ও মূল্যায়ন বিভাগের সব কর্মকর্তাকে সারাদেশে বিদ্যালয় চলার সময়ে হোয়াটস্অ্যাপের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যুক্ত থেকে শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য মহাপরিচালক নির্দেশ দিয়েছেন। অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের কর্মকর্তারা অনলাইনে হোয়াটস্অ্যাপের মাধ্যমে বিদ্যালয় পরিদর্শন করবেন। এ কার্যক্রমে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং তথ্য দিতে হবে।

অধিদপ্তর আরও জানিয়েছে, অনলাইন পরিদর্শন কার্যক্রম হোয়াটস্অ্যাপের মাধ্যমে করা হবে। এর জন্য সারাদেশে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিজ নিজ স্মার্ট ফোনে হোয়াটস্অ্যাপ ডাউনলোড করবেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রধান শিক্ষক বরাবরে পাঠানো মোবাইল ডাটার মাধ্যমে স্কুল চলাকালীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে তথ্য দিতে হবে।

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের কর্মরত সব কর্মকর্তার ফোন নম্বর হোয়াটস্অ্যাপে সেভ করে রাখতে হবে। স্কুলের সময় হোয়াটস্অ্যাপে কোন কর্মকর্তা ফোন করলে ফোন রিসিভ করতে হবে। কোন কারণে ফোন রিসিভ করতে না পারলে কলব্যাক করতে হবে। সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের আবশ্যিকভাবে কর্মস্থলে পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখতে হবে।

জানা গেছে, হোয়াটস্অ্যাপে যুক্ত হয়ে কর্মকর্তারা স্কুলের নাম, ক্লাস্টার, ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার নাম, প্রধান শিক্ষকের নামসহ স্কুল সংক্রান্ত বিভিন্ন তথ্য নেবেন। আর বিদ্যালয়ে মোট পদ, কর্মরত পদ, উপস্থিত শিক্ষকের সংখ্যা, অনুপস্থিত শিক্ষকের সংখ্যা, সংযুক্ত শিক্ষকের সংখ্যা এবং অনুপস্থিতির কারণ জেনে নির্ধারিত ছকে অন্তর্ভুক্ত করবেন। আর স্কুল প্রাঙ্গনের পরিচ্ছন্ন আছে কি না, মনিটরিং বোর্ড আছে কিনা, শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছন্ন কিনা, শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন কিনা, শিক্ষকদের কক্ষ পরিচ্ছন্ন কিনা এবং রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন। আর কতজন শিক্ষা উপস্থিত ও কতজন অনুপস্থিত সে বিষয়ে তথ্য নেবেন।




একই পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ

ডিএনবি নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক হিন্দু পরিবারের চার জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের পূর্বে সিদ্ধিরগঞ্জ জেলেপাড়া এলাকায় হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এসময় ওই মসজিদের খতিব হাফেজ মাওলানা কামরুজ্জামান তাদেরকে কালেমা পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ) জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মো. শাহজাহান, মো. শহিদউল্লাহ, ডা. ইবরাহিম আ. আউয়াল, মো. মোখলেছুর রহমানসহ অসংখ্য মুসল্লী।

অ্যাফিডেভিট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকার সুবল চন্দ্র দাস (৩৬) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে রফিকুল আলম, তার স্ত্রী লক্ষী রানী দাসের (২৮) স্থলে মরিয়ম বেগম, তার ছোট মেয়ে অরাদ্ব দাসের (০৬) স্থলে আয়েশা জান্নাত আক্তার ও তার বড় ছেলে লিয়ন দাসের (১০) স্থলে মো. বায়েজিদ নাম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

রফিকুল আলম জানান, আমরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কেউ আমাকে ভয় দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে নি। আমরা বাকিটা জীবন ইসলাম ধর্মের সমস্ত বিধি-বিধান মেনে চলবো। হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদ কমিটি প্রধান উপদেষ্টা মো. শাহজাহান জানান, রফিকুল ইসলাম আজ থেকে আমাদের ভাই। এখন থেকে তাদের সকল ধরণের বিপদে আপদে আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো। সার্বিকভাবে আমরা তার পরিবারকে সহযোগিতা করবো।




আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৩ জন

ডিএনবি নিউজ ডেস্ক: 

আগস্ট মাসে সড়কপথে মোট তিন হাজার ৭৫৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬০৩ জন। এছাড়াও আহত হয়েছেন দুই হাজার ৯৯০ জন।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সেভ দ্য রোড। ২৬টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড’র স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫০ শতাংশ শিশু-কিশোর ও তরুণ। যাদের বয়স ৭ থেকে ২৫ বছর এবং অধিকাংশই শিক্ষার্থী। বাকিদের মধ্যে ২০ শতাংশ বৃদ্ধ, যাদের বয়স ষাটোর্ধ্ব। বাকি ৩০ শতাংশের বয়স ২৫ থেকে ৬০ বছর। আগস্টে ঘটা মোট সড়ক দুর্ঘটনার ৬০ শতাংশই ঘটেছে বাইকলেন না থাকা এবং সড়কপথের বেহাল দশার কারণে।

আরও জানানো হয়, বাইকলেন না থাকায় এবং দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে আগস্টে এক হাজার ৬২টি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৭৫০ জন এবং নিহত হয়েছেন ৯২ জন। অসাবধানতা ও ঘুম ঘুম চোখে-ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে গত মাসে ৮৩৯টি ট্রাক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫৬০ জন এবং নিহত হয়েছেন ৬৮ জন। এছাড়াও সড়কের বেহাল দশা ও বিশ্রাম না নিয়ে একটানা পরিবহন চালানোসহ বিভিন্ন কারণে বাস দুর্ঘটনা ঘটেছে ৮৯৬টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৯১৮ জন এবং নিহত হয়েছেন ২৫৫ জন।

পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার সঙ্গে চলাচলের কারণে লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিকশা-সাইকেল ও সিএনজি দুর্ঘটনা ঘটেছে ৯৬০টি। এতে আহত হয়েছেন ৭৬২ জন এবং ১৮৮ জন নিহত হয়েছেন।

এছাড়াও ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১৫৫টি। এসব দুর্ঘটনায় ৩৭৭ আহত, ১৫ জন নিহত ও ৩৪ জন নিখোঁজ রয়েছেন। আলোচ্য সময়ে রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১৬৬টি। এতে আহত হয়েছেন ১৭৪ জন এবং নিহত হয়েছেন ১৯ জন। এ সময়ে আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন।




নৌযানের ভাড়া কিলোমিটারে কমলো ১৫ পয়সা

নৌযানের যাত্রী ভাড়া হ্রাস করে পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রাত ১২টার পর থেকে এটি কার্যকর হবে।

নৌপরিবহণ মন্ত্রণালয় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

 

নৌযানের যাত্রীভাড়া হ্রাসের ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা হতে ১৫ পয়সা হ্রাস করে ২.৮৫ টাকা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২.৬০ টাকা থেকে ১৫ পয়সা হ্রাস করে ২.৪৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা হ্রাস করে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত মাসে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে ৩ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২.৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া রয়েছে সর্বনিম্ন ৩৩ টাকা।

২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করায় ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২.৩০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২ টাকা। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া  ছিল ২৫ টাকা।এর আগে  ২০১৩ ও ২০১২ সালে নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়।




দুর্গাপুরে খোলা বাজারে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিজন ৫ কেজি করে ৩০ টাকা দরে চাল ও ১৮ টাকা দরে আটা কিনতে পারবেন। বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকালে পৌর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।

তিনি বলেন, সরকার গরীব মানুষের কথা বিবেচনা করে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। আশা করি এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলি উপকৃত হবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ওএমএস এর ডিলার সুভাষ চন্দ্র সাহা, মো. আলী আজগর, বিপ্লব কৃষ্ণ রায়। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৬ দিন এসব চাল ও আটা প্রদান করা হবে।




দুর্গাপুরে স্কুল ছাত্র আপন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ডিএনবি নি্‌উজ ডেস্ক:

নেত্রকোণার দুর্গাপুরে স্কুলছাত্র আপন চন্দ্র দাস (১৪) এর হত্যাকারীদের দ্রæত শনাক্ত করে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নবারুণ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার ভাদুড়ী‘র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য ফরিদ মিয়া, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন রতন, শিক্ষক হারাধন সরকার, এনায়েত কবীর, আব্দুল কদ্দুস বেলালী, দেবতুষ চন্দ্র দে নান্টু, নিলুফা ইয়াসমিন, জাকিয়া আক্তার, নিহত আপনের বড় ভাই প্রভাত চন্দ্র দাস ও সহপাঠীরা।

বক্তারা বলেন, যারা আপন চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানাই এবং আমরা এই হত্যাকারীদের ফাঁসি চাই।

উল্লেখ্য : আপন গত শুক্রবার (২৬ আগস্ট) বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয়। সে নবারুণ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের ৫দিন পর পার্শ্ববর্তী পাবিয়াখালী গ্রামের ধান ক্ষেত থেকে আপন দাসের মরদেহ উদ্ধার করা হয়। সে চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রামের মৃত ভবেশ চন্দ্র দাসের ছেলে।