সিনওয়ার ঝড়ে ধ্বংস হবে ইহুদিবাদী ইসরাইল

ডিএনবি নিউজ ডেস্ক :

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ও সাবেক প্রধান খালেদ মাশআল বলেছেন, হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বে ইসরাইল-বিরোধী যে সংগ্রাম শুরু হয়েছে তা দখলদার ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

খালেদ মাশআল তুরস্কের ইস্তাম্বুল শহরে সিনওয়ারের সম্মানে আয়োজিত এক শোক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। গত বৃহস্পতিবার গাজা উপত্যকার দক্ষিণে ইহুদিবাদী সেনাদের সাথে লড়াই করতে করতে শহীদ হন ফিলিস্তিনের বীর যোদ্ধা ইয়াহিয়া সিনওয়ার।

খালেদ মাশআল বলেন, “সিনওয়ার ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে একটি ঝড় তুলেছিলেন এবং ভূমিকম্পের মতো বিরাট ঝাঁকুনি দিয়েছেন যা ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।”

মাশআল আরো বলেন, শত্রুরা সিনওয়ারকে প্রতিকূল ভাগ্যের মুখোমুখি করতে চেয়েছিল, কিন্তু মহান আল্লাহ তার জন্য একটি সম্মানজনক ভাগ্য নির্ধারণ করেছেন। তিনি ছিলেন সাহসী অস্তিত্ব এবং সম্মানজনকভাবে তিনি শাহাদাতবরণ করেছেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলি নৃশংসতার মোকাবেলা অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার আদায় নিশ্চিত করে- এমন যেকোন পদ্ধতিকে স্বাগত জানাবে।#

পার্সটুডে




প্রতিরোধকামী যোদ্ধাদের হামলায় ২৪ ঘন্টায় ৫৩ দখলদার সেনা আহত

ডিএনবি নিউজ ডেস্কঃ

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এসব সংগঠনের হামলায় ইহুদিবাদী ইসরাইলের অন্তত ৫৩ জন সেনা আহত হয়েছে যার মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এসব হামলা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে।

এদিকে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় আক্কা, শ্লোমি এবং হাইফা শহরে ১৭ জন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীও আহত হয়েছে। এছাড়া, সাতটি সেনা সমাবেশ লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা গতকালও ইসরাইলি সামরিক বাহিনীর একটি মারকাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালায়। এতে ট্যাংকটি ধ্বংস হয় এবং নিশ্চিতভাবে ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কয়েকটি জায়গা দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধারা তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিরোধের মুখে ইসরাইলি সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে।#

পার্সটুডে




সিনওয়ারের শাহাদাতে প্রতিরোধ ফ্রন্ট থামবে না; হামাস বেঁচে আছে, থাকবে: ইরানের সর্বোচ্চ নেতা

ডিএনবি নিউজ ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর বার্তা:

বিসমিল্লাহির রহমানির রহিম

প্রিয় মুসলিম জাতিগুলো!

এই অঞ্চলের প্রিয় সাহসী যুবকেরা!

বীর মুজাহিদ কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার তাঁর শহীদ বন্ধুদের কাছে চলে গেছেন। তিনি ছিলেন প্রতিরোধ ও সংগ্রামের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

ইয়াহিয়া সিনওয়ার জালিম ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সুপরিকল্পনা ও সাহসিকতার সাথে শত্রুকে চপেটাঘাত করেছেন এবং শত্রুর ওপর ৭ অক্টোবরের (আল-আকসা তুফান অভিযান) অপূরণীয় আঘাতের মাধ্যমে এই অঞ্চলে ইতিহাস সৃষ্টি করেছেন। এরপর তিনি সম্মান ও মর্যাদার সাথে শহীদদের মিছিলে যোগ দিতে ঊর্ধ্বগমন করলেন।

দখলদার ও জালিম শত্রুর বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন ইয়াহিয়া সিনওয়ার। তাঁর মতো ব্যক্তির জন্য শাহাদাত ভিন্ন অন্য কোনো প্রতিদান উপযুক্ত নয়।

ইয়াহিয়া সিনওয়ারকে হারানো প্রতিরোধ ফ্রন্টের জন্য অবশ্যই বেদনাদায়ক, তবে শেখ আহমাদ ইয়াসিন, ফাতি শাকাকি, রানতিসি এবং ইসমাইল হানিয়ার মতো বিশিষ্ট ব্যক্তিদের শাহাদাতের কারণে প্রতিরোধ ফ্রন্টের অগ্রযাত্রা থেমে যায় নি; আল্লাহর ইচ্ছায়, সিনওয়ারের শাহাদাতেও তা এক মুহুর্তের জন্য থামবে না। হামাস বেঁচে আছে, বেঁচে থাকবে। আল্লাহর সাহায্য ও নির্দেশনায় আমরা বরাবরের মতো ফিলিস্তিনের মুজাহিদ ও একনিষ্ঠ সংগ্রামীদের পাশে থাকব।

আমি আমাদের ভাই ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতে তাঁর পরিবার, তাঁর সহযোদ্ধাবৃন্দ ও জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি অনুরক্তদের প্রতি অভিনন্দন এবং তাঁর অনুপস্থিতির জন্য শোক জানাচ্ছি।

আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক।

সাইয়্যেদ আলী খামেনেয়ী

ফার্সি ২৮ মেহের ১৪০৩ (১৯ অক্টোবর ২০২৪)




নেতানিয়াহুর বাসভবনের কাছে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন

ডিএনবি নিউজ ডেস্ক:

লেবানন থেকে উৎক্ষেপণ করা হিজবুল্লাহর একটি ড্রোন ইসরায়েলের কেন্দ্রীয় শহর সিজারিয়াতে আঘাত হেনেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন এই শহরেই রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।-খবর আল জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, লেবানন থেকে ইসরায়েলের কেন্দ্রীয় শহর লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে একটি ড্রোন সিজারিয়ার একটি ভবনে আঘাত হেনেছে।

এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইডিএফ। বিশদ কোনো বিবরণও তারা প্রকাশ করেনি।

আইডিএফ বলছে, তারা ঘটনাটি তদন্ত করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো তেল আবিবের দক্ষিণে অবস্থিত সিজারিয়ায় যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করার খবর জানিয়েছে।




মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক ঘাঁটি ‘রেঞ্জের মধ্যেই’: আইআরজিসি

ডিএনবি নিউজ ডেস্ক:

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি ইরানের বিরুদ্ধে যেকোন বোকামিপূর্ণ কাজ করার বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে বলেছেন, “মার্কিন জাহাজ, সামরিক ঘাঁটি এবং স্বার্থ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে রয়েছে।”

জেনারেল জাব্বারি বলেন, “মার্কিনিদের জানা উচিত যে, তারা যদি একদিন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে তাদের ঘাঁটি, স্বার্থ এবং জাহাজ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে থাকবে।”

তিনি বলেন, “আমাদের সাহসী এবং সক্ষম বাহিনী রয়েছে যারা অবশ্যই মার্কিনীদের যেকোন সীমা লঙ্ঘনের জবাব দেবে।” জেনারেল জব্বারি বলেন, ওয়াশিংটনের এমন “বোকামিপূর্ণ কাজ” করার সম্ভাবনা নেই।

তিনি আরো বলেন, “যদিও মার্কিনিরা ইসরাইলকে সমর্থন করে, তবে এটি অসম্ভব যে, তারা মূর্খতা করবে এবং ইরানের সাথে সংঘাতে লিপ্ত হবে।

ইরানের এ জেনারেল জোর দিয়ে বলেন, “আমেরিকা আমাদের, প্রতিরোধের অক্ষ এবং মুসলিম বিশ্বের মোকাবেলা করার জন্য মোটেও প্রস্তুত নয়।

পার্সটুডে




ইরান যুদ্ধ চায় না তবে পূর্ণ প্রস্তুতি রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত রয়েছে: আরাকচি

ডিএনবি নিউজ ডেক্স:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ওমানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে পরোক্ষ আলোচনা চলছিল তা ‘সুনির্দিষ্ট আঞ্চলিক পরিস্থিতির কারণে’ স্থগিত রয়েছে।

ওমান সফররত আরাকচি সোমবার মাস্কাটে বলেন, “আঞ্চলিক সমস্যাবলী সমাধানে ওমান সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান ও আলোচনার ক্ষেত্র প্রস্তুত করার ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করার চেষ্টা করেছে ওমান।”

মাস্কাটের প্রচেষ্টাতেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের সমাধান না হওয়া পর্যন্ত এই আলোচনা চালিয়ে নেয়ার কোনো সুযোগ নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তার চলমান ওমান সফরে তিনি যুক্তরাষ্ট্রের জন্য কোনো বার্তা নিয়ে আসেননি। তবে তিনি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন এবং এই অবস্থানটি যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর কাছে স্পষ্ট থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

আরাকচি বলেন, “আমরা আমাদের অবস্থান দিবালোকের মতো স্পষ্ট করেছি। আমরা বহুবার বলেছি যে, আমরা যুদ্ধ বা সংঘাত চাই না যদিও সেজন্য পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা মনে করি কূটনীতিকে সুযোগ দেয়া উচিত।”

গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী সরকারের ভয়াবহ অপরাধযজ্ঞ এবং হামাস নেতা হানিয়া ও হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে গত ১ অক্টোবর ইরান ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলায় ইসরাইলি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যদিও সে খবরাখবর প্রকাশ করেনি তেল আবিব। #

পার্সটুডে




ভারতে মহানবী (সাঃ) এর কটূক্তিকারীদের গ্রেপ্তারের দাবি দুর্গাপুরের শিক্ষার্থীদের

ডিএনবি নিউজ ডেস্ক :

ভারতে মহানবী (সাঃ) এর কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়কে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সুসং সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরাও। মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কলেজ চত্বরে এসে শেষ। সেখানে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন, শিক্ষার্থী জুবায়ের আব্বাসী হীরা,মোঃ সানি, রাসেল মিয়া, জহিরুল ইসলাম, মোঃ আলিফসহ অনেকেই।

এই সময় বক্তব্যে তারা বলেন,বর্তমান সরকারের কাছে দাবী জানায় দ্রুত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে এই জঘন্য কর্মের শক্ত প্রতিবাদ করা। সেই সাথে কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়কে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক। তা নাহলে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেয় তাঁরা।

 




ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়: এরদোগান

ডিএনবি নিউজ ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায়।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে রজব তাইয়্যেব এরদোয়ান ইরানকে এমন একটি দেশ হিসেবেই উল্লেখ করেছেন।

পার্সটুডে আরও জানায়, পশ্চিম এশিয়া অঞ্চলের সংকটের কথা তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজা উপত্যকায় ইসরাইলি অপরাধের প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন: অবৈধ  দখলদার ইহুদিবাদী ইসরাইল এই উপত্যকাটিকে কবরস্থানে পরিণত করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন: যেসব দেশ ইসরাইলকে সমর্থন ও সহযোগিতা করছে তারাও অবৈধ ইহুদিবাদীদের অপরাধের অংশিদার। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন: কয়েক দশক আগে হিটলারকে যেভাবে বিশ্ব ঐক্যের ভিত্তিতে বন্ধ করা হয়েছিল, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নেতানিয়াহুকেও থামানো।

এরদোগান লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে আরও বলেন: “ইসরায়েলকে অবশ্যই তার অপরাধের জন্য শাস্তি দিতে হবে এবং সকল ধ্বংসাত্মক অভিযানের ক্ষতিপূরণ দিতে হবে।#

পার্সটুডে




শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইল মুছে যাবে: হামাস

ডিএনবি নিউজ ডেস্ক :

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সংগঠনটির সাবেক পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকে আরো বেশি শক্তিশালী ও  ইহুদিবাদী ইসরাইলকে আরো বেশি ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে।

হামাসের নয়া পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন। ইসমাইল হানিয়ার শাহাদাতের পর এসব নেতা সিনওয়ারকে বার্তা পাঠিয়ে শোক ও সমবেদনা জানিয়েছিলেন।

ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে গত ৩১ জুলাই তেহরানে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন।

সিনওয়ার তার বার্তায় আরো বলেন, এই তাজা রক্ত ​​ও শহীদদের বরকতময় কাফেলা নাৎসি ইহুদিবাদী ইসরাইলের মোকাবিলায় আমাদের দৃঢ়তা ও শক্তি বৃদ্ধি করবে এবং পরিণতিতে এই দখলদার শক্তি ফিলিস্তিনি ভূমি থেকে বিতাড়িত হবে ও মুছে যাবে।

হামাসের পলিটব্যুরো প্রধান বলেন, সেই বিজয়ের মাধ্যমে আমরা জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। তিনি বলেন, ইসমাইল হানিয়ার শাহাদাত প্রমাণ করেছে যে, আমাদের নেতা ও যোদ্ধাদের রক্ত সাধারণ ফিলিস্তিনি জনগণের রক্তের চেয়ে মোটেও দামী নয়। #

পার্সটুডে




তেহরান-দামেস্ক সহযোগিতার ফলে গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয় ঘটবে

ডিএনবি নিউজ ডেস্ক :

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, সিরিয়ার সাথে সহযোগিতা বজায় রাখা অপরিহার্য এবং এই অংশীদারিত্ব গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে পরাজয় ঘটাবে।

নাসিরজাদেহ গতকাল (রোববার) সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোন আলাপের সময় এ মন্তব্য করেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী গাজায় দখলদার ইসরাইলের আক্রমণে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন। গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে যাতে অন্তত ৪০ হাজার ৭৩৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগ নারী ও শিশু।

জেনারেল নাসিরজাদেহ বলেন, “দুর্ভাগ্যবশত আমরা ইসরাইলি অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না।” ফলে, ইরান ও সিরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং এই সহযোগিতা অবশ্যই ইসরাইলের পরাজয় ডেকে আনবে।”#

পার্সটুডে