নাটকীয় জয়ে ফাইনালে বার্সেলোনা

স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালের ফিরতি লেগে নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা। আর এই জয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যদের।

কোপা ডেল রের সেমিফাইনাল প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ফিরতি লেগে অতিরিক্ত সময়ে তাদের ৩-০ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।

অবশ্য অতিরিক্ত সময়ে ৯০+২ মিনিটের মাথায় সেভিয়ার ফার্নান্দো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিনথ হয়। এরপর ১০৩ মিনিটের মাথায় লুক ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে বাকি সময় ৯ জন নিয়ে খেলতে হয় সেভিয়াকে। ৯ জন নিয়ে খেলে বার্সেলোনার মতো দলের বিপক্ষে আর পেরে ওঠেনি তারা। তাতে ফাইনালেও যাওয়া হয়নি তাদের।

১৭ এপ্রিল কোপা ডেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাও অথবা লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা।

ঢাকা/আলো 




১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো সু চির রিমান্ড

সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখা হবে।

মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান সু চির আইনজীবীর বরাত দিয়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে সু চি ও দেশটির প্রেসিডেন্টসহ বেশকিছু নেতাকে গ্রেপ্তার করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। এরপর তার বিরুদ্ধে আনা হয় কয়েকটি অভিযোগ।  গত ৩ ফেব্রুয়ারি সু চির বিরুদ্ধে চার্জ গঠন করে মিয়ানমারের একটি আদালত। তার বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেিছল আদালত।

পুলিশের দায়ের করা মামলায় বলা হয়েছে, রাজধানী নেপিদুতে সু চির বাড়িতে তল্লাশি চালানোর সময় ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে। এগুলো বিনা অনুমতিতে ও অবৈধভাবে আমদানি করা হয়েছে।

ঢাকা/আলো 




হাতির পিঠে ৫২ প্রেমিক জুটির বিয়ে

ভালোবাসা দিবসে থাইল্যান্ডে ৫২ প্রেমিক জুটি হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন। রোববার রাজধানী ব্যাংককের পূর্বদিকে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে বিয়ের কাজটি সারেন তারা।

রয়টার্স জানিয়েছে, হাতির র‌্যালির সামনেই ছিল নৃত্যশিল্পী ও ব্যান্ড পার্টি। হাতিগুলোর পিঠে ছিলেন প্রেমিক জুটি। বিয়ের কাজটি সারতে পৃথক হাতিতে ছিলেন স্থানীয় এক কর্মকর্তা।

হাতির পিঠে চড়ে বিয়ে অবশ্য থাইল্যান্ডে নতুন কিছু নয়। প্রতি বছর চনবুরি প্রদেশের নং নুচ ট্রপিক্যাল গার্ডেনে এই আয়োজন হয়ে থাকে। অন্যান্য বছর প্রায় ১০০ জুটির বিয়ে হলেও এবার করোনার কারণে সংখ্যা ছিল কম।

ঢাকা/আলো




ইরানে করোনার চতুর্থ দফা ঢেউ শুরুর আশঙ্কা

করোনাভাইরাস রূপ বদলের কারণে ইরানে সংক্রমণের চতুর্থ দফা ঢেউ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। শনিবার তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

শুক্রবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণের বিস্তার রোধে ওই অঞ্চলের ৯টি শহরকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

একই দিন স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি ইরানের মেডিকেল কলেজগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে বলেছেন, ‘আমাদের জন্য কঠিন দিন শুরু হয়েছে এবং আপনাদেরকে অবশ্যই সবচেয়ে অনিয়ন্ত্রিত রূপান্তরিত ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, যেটি দুর্ভাগ্যবশত আমাদের দেশে সংক্রমণ ঘটাচ্ছে।’

তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে মারা যাওয়া তিন জনের দেহে ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন রূপটি পাওয়া গেছে। এদের মধ্যে এক জন ৭১ বছরের বৃদ্ধও রয়েছেন। অথচ তার কোনো ভ্রমণ ইতিহাস নেই। রূপান্তরিত ভাইরাসটি ছড়াতে শুরু করেছে এবং শিগগিরই এটি শহর, গ্রাম কিংবা পরিবারের মধ্যে সংক্রমণ ঘটাবে বলেও সতর্ক করেন নামাকি।

ঢাকা/আলো