সরকারি কর্মচারীদের গ্রেফতারে অনুমতি লাগবে না

ডিএনবি নিউজ ডেস্ক:

সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এ রায়ের ফলে এখন থেকে সরকারি কর্মচারীদের গ্রেফতারে আর অনুমতি লাগবে না বলে জানিয়েছেন আইনজীবী।

আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী সরোয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভূঁইয়া ও মাহবুবুল ইসলাম।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ ও সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

২০১৯ সালের ২১ রুল জারি করেন হাইকোর্ট। রুলে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪১(১) ধারা কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না এবং সংবিধানের ২৬(১) (২), ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট।




গাজীপুর সিটির বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের আগাম জামিন

ডিএনবি নিউজ ডেস্ক:

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে করা ৭ মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের একটি বেঞ্চ তাকে গত ৪ আগস্ট ৬ সপ্তাহের জামিন দেন। আজ (২২ আগস্ট) জাহাঙ্গীর আলমের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে নভেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এদিকে এই বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টে রিটের করেন জাহাঙ্গীর আলম।




যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের মুসলমানদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক

ডিএনবি নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে গত নয় মাসে পর পর চারজন মুসলমান হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের মুসলমানদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আলবুকার্ক শহরে একের পর এক ঘটে যাওয়া মুসলমান হত্যার এ ঘটনায় গত সোমবার প্রশাসন চতুর্থ নিহত ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। পূর্বের ঘটনার সাথে এর কোনো সংযোগ থাকার বিষয়টি প্রশাসন উড়িয়ে দেয়নি।

গত সপ্তাহে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রশাসন বলছে, নিহত ব্যক্তিদের জাতীয়তা ও ধর্ম পরিচয় একই।

তদন্তকারীদের মতে, শুক্রবারের হত্যাকাণ্ডের ঘটনার সাথে পুর্বে ঘটে যাওয়া দক্ষিণ এশিয়ার তিন মুসলিম হত্যাকাণ্ডের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে” বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। পুলিশ আলবুকার্ক শহরবাসীর কাছে একটি গাড়ি খুঁজে দেওয়ার জন্য আহবান জানিয়েছে, যার তদন্তকারীদের মতে শুক্রবারের হত্যাকাণ্ডের ঘটনা সাথে হত্যাকাণ্ডের ঘটনার সংযোগ রয়েছে বলে পুলিশ মনে করে।

আলবুকার্ক শহরের চারজন মুসলিমের ভয়াবহ হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ ও দুঃখিত, গত রবিবার এক টুইট বার্তায় বাইডেন বলেছেন।

তিনি আরও বলেছেন, যদিও আমরা তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করছি, আমার প্রার্থনা নিহতদের পরিবারের সাথে রয়েছে, এবং আমার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে। আমেরিকায় এ ধরণের ঘৃণ্য হামলার কোনো স্থান নেই।

নাঈম হুসেইনকে গত শুক্রবার রাতে হত্যা করা হয়, এবং অতর্কিত গুলিতে গত নয় মাসে আরও তিনজন মুসলিম নিহত হয়েছে। এই হত্যাকাণ্ড সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানদের মাঝে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, যারা বর্ণবাদ, বৈষম্য এবং সহিংসতার সম্মুখীন হয়ে চলেছে। নিউইয়র্কের মুসলিম সম্প্রদায়ের নেতা ডেবি অ্যালমন্টাসার টুইট করেছেন, সন্দেহভাজন ব্যক্তিটি খুব ভয়ঙ্কর। পরবর্তী টার্গেট কে?!

২৫ বছর বয়সী নাঈম হোসাইন পাকিস্তানি ছিলেন। মুহম্মদ আফজাল হোসাইন (২৭) এবং আফতাব হুসেইন (৪১) যারা পাকিস্তানি এবং একই মসজিদের সদস্য ছিলেন, তাদের হত্যাকাণ্ডের পর তার ঘটনাটি ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে নভেম্বর মাসে, এতে আফগানিস্তানের অধিবাসী ৬২ বছর বয়সী মোহাম্মদ আহমাদি নিহত হয়। নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ইসলামিক সেন্টারের জেনারেল সেক্রেটারি আনেলা আবাদ বলেছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় মুসলমানরা একেবারে হতবাক হয়ে গেছে এবং ইসলামি কমিউনিটি সেন্টারগুলো নিরাপত্তা বাড়িয়েছে।

তথ্য দান করে খুনিকে গ্রেফতারে সহযোগিতা করলে উক্ত ব্যক্তির জন্য জন্য CAIR দশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করছে।

চারটি হত্যাকাণ্ডের ঘটনায় একই গাড়ি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে-যা একটি গাঢ়ো ধূসর বা রূপালী, চার-দরজা বিশিষ্টভক্সওযয়াগেন, পুলিশের মতে। গাড়ি শনাক্ত করে সহযোগিতা করার জন্য প্রশাসন গাড়ির ছবি প্রকাশ করেছে এবং গ্রেফতারে সহযোগিতা করবে এমন তথ্য দানকারীর জন্য বিশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

নিউ মেক্সিকো রাজ্যের গভর্নর, মিশেল লুজান গ্রিশাম গত ৬ই আগস্ট এক বিবৃতিতে জানিয়েছেন যে, তদন্তের জন্য অতিরিক্ত আইন প্রয়োগকারী সংস্থা ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা নিহত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব এবং খুনিদের ধরার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করছি। আমরা তাদের খুঁজে বের করব।

পাশাপাশি তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, আমরা এই কঠিন সময়ে আলবুকার্ক এবং নিউ মেক্সিকো রাজ্যের মুসলিম সম্প্রদায়ের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সূত্র: আল জাজিরা




সুইস ব্যাংকের কাছে তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

ডিএনবি নিউজ ডেস্ক:

সুইস ব্যাংকে রাখা অবৈধ অর্থের বিষয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না চাওয়ার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ আগস্টের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে, গত বুধবার (১০ আগস্ট) ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেছেন, সুইস ব্যাংকে রাখা অবৈধ অর্থের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য চাওয়া হয়নি।

তিনি জানান, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবির ২০২২ সালের জুন মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছরে বাংলাদেশিরা প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা করেছেন। ২০২১ সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ। প্রতি ফ্রাঁ বাংলাদেশি ৯৫ দশমিক ৭০ টাকা হিসেবে মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৩ কোটি, যা এ পর্যন্ত সর্বোচ্চ।

পরে এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এলে ওই আদেশ দেওয়া হয়।




যেকোনো পরিস্থিতিতে সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে ইরান

ডিএনবি নিউজ ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, যেকোনো পরিস্থিতিতে সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামের পাশে থাকবে তেহরান। তিনি আজ (বুধবার) ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে ফোনালাপে এ কথা বলেন।

কলিবফ আরও বলেন, ইসলামি জিহাদ হচ্ছে ফিলিস্তিনের সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলোর একটি এবং এই সংগঠন দখলদার শক্তির মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এ সময় ইসলামি জিহাদের মহাসচিব ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সর্বশেষ লড়াইয়ে ইহুদিবাদী ইসরাইল বাধ্য হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং ইসলামি জিহাদের শর্তগুলো মেনে নিয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনের ভেতরে ও বাইরে প্রতিরোধ সংস্থাগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের কারণেই সাম্প্রতিক লড়াইয়ে বড় ধরণের সাফল্য এসেছে। জিয়াদ আন-নাখালা আরও বলেন, সর্বশেষ যুদ্ধে ইসলামি জিহাদ প্রমাণ করেছে তারা বড় ধরণের দীর্ঘ মেয়াদি যুদ্ধে ইসরাইলের মোকাবেলা করার সক্ষমতা রাখে এবং ইসরাইলকে শক্ত আঘাত করতে পারে।

গত শুক্রবার বিকেল থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে ১৫ শিশু ও দুই নারীসহ অন্তত ৪৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এরপর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাল্টা জবাব দেওয়ায় ইসরাইল যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। সোমবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।




শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ডিএনবি নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আজ বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ সংক্রান্ত নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পতাকা বিধি অনুসরণে পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝখানে লাল বৃত্ত থাকবে। বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। ভবনে উত্তোলনের জন্য পতাকার তিন ধরনের মাপ হচ্ছে দশ ফুট বাই ছয় ফুট, পাঁচ ফুট বাই তিন ফুট এবং আড়াই ফুট বাই দেড় ফুট।

আরও বলা হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের সময় প্রথমে পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর নামিয়ে অর্ধনমিত অবস্থায় বাঁধতে হবে। দিনশেষে পতাকা নামানোর সময় আবার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠাতে হবে, তারপর ধীরে ধীরে নামাতে হবে।




দুর্গাপুরে যুবলীগ নেতার জমি দখল, প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে জমি দখল, প্রাণনাশের হুমকি ও পথরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ড যুবলীগ সভাপতি রেজাউল আলম। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

যুবলীগ সভাপতি রেজাউল আলম বলেন, আমার ডিগ্রিপ্রাপ্ত ভূমি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ আমার সাথে শক্রুতা পোষণ করে নানা ভয়ভীতি দেখাচ্ছে দুর্গাপুর ইউনিয়নের মাসকান্দা গ্রামের মোঃ সাইদুর রহমান, আঃ মোতালেব, মোঃ আব্দুস সাত্তার, আল আমিন, মোহাম্মদ আলী, নুরুল আমিন। বিগত ২৪ এপ্রিল রাত অনুমান ২টার দিকে আমি দুর্গাপুর হইতে বাড়িতে যাওয়ার সময় পথরোধ করে আমাকে মারপিট শুরু করে। এ সময় আমার মোটরসাইকেল ও পকেটে থাকা ত্রিশ হাজার পাঁচশত টাকা ছিনিয়ে নেয়।

আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন আসতে থাকলে ওরা পালিয়ে যাওয়ার সময় আমাকে খুন করার হুমকি দিয়ে গেলে প্রানের ভয়ে আমি বাড়ী চলে যাই। পরবর্তিতে আমি আমার ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারগণকে উক্ত ঘটনা অবগত করলে চেয়ারম্যান মহোদয় প্রতিপক্ষদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে ওরা ছিনিয়ে নেয়া মোটরসাইকেল ও টাকা ফেরৎ দিবে বলে প্রতিশ্রæতি দেয়। ছিনতাইকৃত মোটরসাইকেল ও টাকা ফেরৎ দিতে নানা টালবাহানা শুরু করলে আমি নিরুপায় হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দুর্গাপুর বরাবর একটি মামলা দায়ের করি যাহা এখনো বিচারাধীন রয়েছে।

পরবর্তীতে আমার জমি দখল নিয়ে প্রতিপক্ষগণকে বিবাদী করে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, দুর্গাপুরে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আঃ ছোবাহান, কৃষক মো. আব্দুল হাশেম মিয়া, এলাকাবাসী আবুল হাশেম, মোঃ মুসলিম উদ্দিন প্রমুখ।




সন্ত্রাসীদের গুলিতে উখিয়ায় ২ রোহিঙ্গা নেতা নিহত

ডিএনবি নিউজ ডেস্ক:

কক্সবাজারের উখিয়া ক‌্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ক্যাম্প ১৫ এর সি/৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়া ক্যাম্প ১৫ ব্লক সি/১ এর আব্দুর রহিমের ছেলে আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সৈয়দ হোসেন (৩৫)। বুধবার (১০ আগস্ট) সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতকারীরা তাদেরকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে চিকিৎসক সেখানেই মৃত ঘোষণা করেন। আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয়। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।




দুর্গাপুরে ২ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

ডিএনবি নিউজ ডেস্ক ::

নেত্রকোনার দুর্গাপুরে রাতের আঁধারে স্টিলের দরজা কেটে ঘরের কাঠের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে নগদ ৪ লক্ষ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। সোমবার রাতে পৌর শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার প্রধান শিক্ষক রোকন হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। অপর দিকে সোমবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাগিচাপাড়া এলাকায় শিক্ষক মোঃ তরিকুল ইসলামের বাসায় দিনের বেলায় ঘরের জানালা দিয়ে চোর প্রবেশ করে মোবাইল, ইলেকট্রনিক চুলা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।

শিক্ষক রোকন হোসেন জানান, আমি সহ পরিবারের লোকজন প্রতি দিনের ন্যায় রাত অনুমান সাড়ে ১১ ঘটিকার দিকে রাতের খাবার শেষে নিজ রুমে ঘুমিয়ে পড়ি। পরে রাত অনুমান আড়াইটার সময় আমার স্ত্রী ঘরের ভিতর আলমারির ড্রোয়ার খোলার শব্দে ঘুম ভেঙ্গে যায়। পরে অন্ধকারে তাঁকিয়ে দেখে তিন জন অজ্ঞাতনামা চোর আলমারির ড্রোয়ার খুলতেছে দেখেই ডাক চিৎকার করতে শুরু করলে আমি ও পাশ্বের রুমে থাকা আমার ছেলে দৌড়ে এসে বসত ঘরের বৈদ্যুতিক লাইট জ্বালানোর পূর্বেই তিন চোর দৌড়ে বসত ঘর হতে দ্রুত পালিয়ে যায়। আমাদের ডাকচিৎকারে বাড়ির আশপাশের লোকজন আসিয়া জড়ো হয়, পরে দেখতে পাই বসত ঘরের উত্তর পাশের বারান্দার স্টিলের দরজা ও বসত ঘরের মাঝে কাঠের দুইটি দরজা ভাঙ্গা এবং বসত ঘরের আলমিরার ভিতর রক্ষিত ব্যবসার টাকা সহ স্বনর্লকার নেই এ ঘটনায় সোমবার বিকেলে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে থানা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 




নোয়াখালীতে কলেজ অধ্যক্ষের ওপর হামলা, গ্রেফতার ১

ডিএনবি নিউজ ডেস্ক:

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মো. মহি উদ্দিনের (৫৫) ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাইন উদ্দিন শাহীন (৪৮) চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার তপদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, শনিবার রাত ৯টার দিকে উপজেলার চাটখিল বাজারের সিএন্ডবি রাস্তা দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই ভুক্তভোগী অধ্যক্ষ বাদী হয়ে চাটখিল থানায় অভিযুক্ত মাইন উদ্দিন শাহীনের (৪৮) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতেই আসামিকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে চাটখিল বাজারের একটি দোকান থেকে সোমপাড়া কলেজের প্রয়োজনীয় বৈদ্যুতিক মাল ক্রয় করে ফেরার পথে সন্ত্রাসী শাহিন অধ্যক্ষ মহি উদ্দিনের পথ রোধ করে এলোপাতাড়ি কিল, ঘুষি দিয়ে জখম করে। এরপর শাহীনের হাতে থাকা লোহার রেঞ্জ দিয়া তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা হামলার শিকার অধ্যক্ষের শৌরচিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন, এ ঘটনায় হামলার শিকার অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।