দুর্গাপুরে বন্যাদুর্গতের পাশে এসবি রক্তদান ফাউন্ডেশন

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে সেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশনের উদ্যেগে বন্যাদুর্গতের মাঝে ত্রান হিসেবে শুকনো খাবার বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্যাদুর্গত ৫০০টি পরিবারের মাঝে এ ত্রান বিতরন করা হয়। এছাড়াও এ সংগঠনটি বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক ভাবে সহায়তা করছে।

ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন, এসবি রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার, সদস্য শফিউল আলম স্বপন, পলাশ সাহা, মাসুম বিল্লাহ অভি, রিজন তালুকদার, সুশান্ত প্রসাদ প্রমুখ।

এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ বন্যাদুর্গত ৫০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছি। আমাদের কার্যক্রম চলমান রাখার জন্য সকলের সহযোগিতা চাই।




দুর্গাপুরে বন্যাদুর্গতের মাঝে জালাল হত্যার প্রতিবাদ পরিষদের নগদ অর্থ বিতরণ

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে জালাল হত্যার প্রতিবাদ পরিষদের উদ্দ্যেগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুরে গাঁওকান্দিয়া ও বিরিশিরি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারকে এ অর্থ বিতরণ করা হয়।

জালাল হত্যার প্রতিবাদ পরিষদের প্রধান উপদেষ্টা শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল অসুস্থ হয়ে ঢাকায় অবস্থান করায় তার প্রতিনিধিগন এ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, গাঁওকান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, সাবেক পৌর কাউন্সিলর কমলেশ চক্রবর্ত্তী মনু, আসিফ খান (অজয়), বুলবুল মিয়া, শহিদ মিয়া, হাসমত আলী, ফারুক মিয়া, টিটু প্রমুখ।

তিন বারের সাবেক এমপি মরহুম জালাল উদ্দিন তালুকদারের পুত্র শাহ কুতুব উদ্দিন তালুকদার বলেন, বন্যা দুর্গত এলাকায় ৭০টি পরিবারকে ১হাজার টাকা করে নগদ বিতরণ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সুস্থ হলে, এলাকায় গিয়ে এ কার্যক্রম চলমান রাখবো ইনশাআল্লাহ।




পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক:

মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৪ জুন) বেলা ১২টায় সেতু উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন।

এর আগে, হেলিকপ্টারে করে সেখানে আয়োজিত সুধী সমাবেশস্থলে পৌঁছান তিনি। সমাবেশে তিনি বক্তব্য দেন। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন বাহিনীর প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

উদ্বোধনের আগে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মাওয়ায় স্থাপিত টোল প্লাজায় টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন।

গত ২৪ মে পদ্মা সেতু উদ্বোধনের তারিখ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই দৃঢ় মনোবলের কারণে শেষ পর্যন্ত প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী মূল সেতুর পাইলিং ও নদীশাসনের কাজ উদ্বোধন করেন। এরপর একে একে সব ধাপ পেরিয়ে পদ্মার বুকে গড়ে ওঠে স্বপ্নের সেতু।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু। সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দ্বিতল এ সেতুর এক অংশ পদ্মা নদীর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত এবং অপর অংশ নদীর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যুক্ত।

একইসঙ্গে ট্রেন ও গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে এ সেতুতে। চার লেন বিশিষ্ট ৭২ ফুট প্রস্থের এ সেতুর নিচতলায় রয়েছে রেল লাইন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।




দুর্গাপুরে শিকড় মানবকল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে ঢাকাস্থ ‘‘শিকড় মানবকল্যান ফাউন্ডেশন’’ এর আয়োজনে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিকড় মানবকল্যান ফাউন্ডেশনের পরিচালক মুফতি জামাল উদ্দিন, মাওলানা এমদাদুল হক, হাফেজ মাওলানা মঞ্জুরুল হক, হাফেজ মোস্তফা কামাল, হাফেজ সাইদুল ইসলাম, ইউপি সদস্য ইসমাইল শেখ প্রমুখ। দুর্গাপুর উপজেলার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা গাঁওকান্দিয়া ইউনিয়নের কালিকাবর, গৌড়াখালি কান্দা, জাগিরপাড়া ও জাঙ্গালিয়াকান্দায় নদী পাড়ের ক্ষতিগ্রস্থ প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।




দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৬৮

ডিএনবি নিউজ ডেস্ক:

 

দেশে গত ১৭ মে থেকে আজ বৃহস্পতিবার (২৩ জুন) পর্যন্ত বন্যায় মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৪২।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচজন, নেত্রকোনায় পাঁচজন, জামালপুর পাঁচজন, শেরপুরে তিনজন, লালমনিরহাটে একজন, কুড়িগ্রামে তিনজন, সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।

এতে আরো বলা হয়, বজ্রপাত, সাপের কামড়, বন্যার পানিতে ডুবে এবং বন্যাজনিত অন্যান্য কারণে এ ৭০ জনের মৃত্যু হয়েছে।




দুর্গাপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়ার ব্যবস্থাপনায় উপজেলার ঝানজাইল উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ বিতরণ ও বিশুদ্ধকরণ পানি সাপ্লাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ সামগ্রী বিতরন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া কমান্ডার ঘাটাইল মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং টাস্ক ফোর্স গ্রæপ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান,৭৭ পদাতিক মেজর মোঃ রিফাত আহমদ ভুইয়া, এডিএমএস মেডিকেল ব্র্যান্স কর্নেল শহিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শামীম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, ইউপি চেয়ারম্যান শিব্বির আহাম্মদ তালুকদার বাচ্ছু প্রমুখ।

মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বলেন, দেশের প্রায় সকল জেলা বন্যায় কম বেশি ক্ষতিগ্রস্ত হলেও কিছু কিছু এলাকা নিদারুণভাবে আক্রান্ত হয়েছে। নেত্রকোনার খালিয়াজুরী, বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দার পাশাপাশি দূর্গাপুর উপজেলায় প্রায় ১,৫৫,৬৭০ জন মানুষ বন্যায় দুর্দশাগ্রস্ত এবং সেখানকার প্রায় ৩,৬২০টি পরিবার সাময়িকভাবে গৃহহীন হয়ে পড়েছে। সকলেই বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগীতা করবেন, যেন আমরা আমাদের মহান দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।




মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করি যে পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি। : প্রধানমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুর কাজের মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এটি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে। এ সময় তিনি বলেন, মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করি যে পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি।

তিনি বলেছেন, বিশেষজ্ঞদের পরামর্শে অত্যাধুনিক নকশায় ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এই দোতলা সেতুর মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।

গ্রামীণ ব্যাংকের সামান্য ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য নোবেল বিজয়ী ড. ইউনূস পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ব্যাংকের সামান্য এমডি পদের জন্য পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেন ড. ইউনূস।

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যক্তি স্বার্থ্যের জন্য মানুষ দেশের, দেশের মানুষের জন্য এত বড় ক্ষতি করতে পারে আমার জানা ছিল না।’

পদ্মা সেতু নিয়ে প্রকল্পের কাজে দুর্নীতি হয়েছে, এমন অভিযোগের প্রক্ষিতে কয়েক বছর সময় নষ্ট হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি।

পদ্মা সেতুর কাজে কোনো আপোষ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের কাজের মানে আমরা কোনো আপোষ করিনি।’ ভূমিকম্প, ধারণ ক্ষমতাসহ সকল দিক বিবেচনায় নিয়ে এ সেতু নির্মাণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেকেই সন্দেহ করেছিলেন, যখন এই সেতু আমি করব। মানুষ আমার পাশে দাঁড়িয়েছি। তাদের শক্তিতে আমরা এই সেতু করতে পেরেছি।’

শেখ হাসিনা বলেন, সিলেটে যে বন্যা হয়েছে তা অকল্পনীয়, স্মরণকালের মধ্যে ভয়াবহ। প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর ক্ষমতা মানুষ বা সরকারের কারোই নেই। তবে ক্ষয়ক্ষতি লাঘবে সরকারের দায়িত্ব রয়েছে। আর বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শেখ হাসিনা বলেন, দুর্গত মানুষদের সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিভিন্ন বাহিনীর শতাধিক বোট, হেলিকপ্টার ও অন্যান্য যান উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

সরকারপ্রধান বলেন, বানভাসীদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। তাদের দুর্ভোগ লাঘবে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত খাবারের। সিলেট অঞ্চলে কাজ করছে ৩০০ মেডিকেল টিম। সিলেটে ১২৮৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।




দুর্গাপুরে মাটি খুরতেই বের হচ্চে কেরোসিন তেল-উৎসুক জনতার ভীড়

ডিএনবি নিউজ ডেস্ক :

জ্বালানীর অন্যতম অনুসঙ্গ হচ্ছে তেল। বাজারে তেলের দাম থাকলেও দুর্গাপুরে তা পাওয়া যাচ্ছে বিনা মুল্যে। পৌরশহরের কাচারী মোড় এলাকায় মোজাম্মেল হকের বাসায় বিদ্যুৎ এর খুটি গাড়তে গিয়ে বেরুতে থাকে কালো জ্বালানী তেল। বৃহস্পতিবার দুপুরে এ তেলের সন্ধ্যান মেলে।

এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুর্গাপুর পৌরশহরের কাচারী রোড এলাকায় ইাতোমধ্যে গড়ে উঠছে বহুতল বিশিষ্ট ইমারত। এ সকল বিল্ডিং গুলোতে বিদ্যুৎ এর খুঁটি পোতা সহ পাইলিং এর জন্য গাড়তে হচ্ছে লোহার পাইপ। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার মোজাম্মেল হক এর বিল্ডিংয়ের জন্য বিদ্যুৎ এর খুটি গাড়তে যায় মিস্ত্রী শফিকুল ইসলাম। তার বাসার সামনে প্রায় ৫ ফুট নিচে যাওয়া মাত্রই ঘন-কালো ডিজেল এর মতো তেল বেরুতে থাকে। পরে কেউ কেউ তা প্লাষ্টিক মগ দিয়ে উঠিয়ে আগুন জ্বালাতে গিয়ে বুঝতে পারে এটা কোন না কোন জ্বালানী দ্রব্য। এ খবর ছড়িয়ে পড়তেই আশ-পাশের উৎসুক জনতা প্লাষ্টিক বালতি, মগ ও কলসি নিয়ে সংগ্রহ করতে থাকে ওই তেল।

এনিয়ে স্থানীয় পান্থনীড় ফিলিং সেন্টারের কর্মচারী নুরুজ্জামান বলেন, এটা ডিজেলের চেয়ে একটু ঘন এক ধরনের জ্বালানী তেল। হয়তো ডিজেল কে রিফাইন করার আগে যা থাকে তেমন হবে হয়তো। আশ-পাশের কোন তেলের পাম্প ফেটে এটা আসতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা কোন পাম্পের তেল না। এটা মাটির গভীর থেকেই উঠে আসছে।

এ নিয়ে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক পাঠানো হয়েছে। যদি সত্যিই এখানে কোন তেলের সন্ধ্যান পাওয়া যায়, তবে এটা রাষ্ট্রীয় সম্পদ। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




সিলেটে আবারও বন্যা, সুরমা উপচে পানি ঢুকছে নগরেও

ডিএনবি নিউজ ডেস্ক:

টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেট জেলায় আবারও বন্যা দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।

জেলার সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।জেলার অন্তত ৫ শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।

এদিকে সুরমা নদীর তীর উপচে আবারও পানি ঢুকছে সিলেট নগরীতে। নগরীর সুরমা নদীর তীরবর্তী এলাকার বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্যা কবলিত হয়ে পড়ছে।

নগরীর শাহজালাল উপশহর, তেররতন, ছড়ারপাড়, কালিঘাট, তালতলা, জামতলা, শেখঘাটসহ ৮-১০টি এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এসব এলাকার মূল সড়ক, অলি-গলি, বাসা-বাড়ি, দোকানপাটে পানি ঢুকেছে। ফলে আর্থিক ক্ষতি ও চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সিলেট পানি উন্নয়ন (পাউবো) বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারাসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল।

সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার শূন্য দশমিক ৯৯ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে বিপৎসীমার শূন্য দশমিক ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার শূন্য দশমিক ৩ সেন্টিমিটার, সারি নদীর পানি সারিঘাটে বিপৎসীমার শূন্য দশমিক ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নগরীর কিছু এলাকা ছাড়াও জেলার ৫ শতাধিক গ্রাম ইতিমধ্যে বন্যাকবলিত হয়েছে। এসব এলাকার অনেক সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি ঢুকেছে। ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এক মাসেরও কম সময়ের মধ্যে ফের বন্যা দেখা দেওয়ায় মানুষ ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মানুষ কিছুদিন আগের বন্যার ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবারও বন্যার ক্ষতি ও দুর্ভোগের মুখে পড়েছেন।

অনেকের বাসা-বাড়িতে পানি ঢুকে আসবাবপত্র ভিজে নষ্ট হচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকায় আর্থিক ক্ষতি হচ্ছে আরও বেশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, বন্যার্তদের সহায়তায় উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় যেসব স্থানে আশ্রয়কেন্দ্র খোলা প্রয়োজন সেখানে আশ্রয়কেন্দ্র খুলতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত ত্রাণ বিতরণেরও ব্যবস্থা করা হচ্ছে




দুর্গাপুরে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে টানা দুই দিনে অতিবৃষ্টি ও সীমান্তবর্তী ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভবানীপুর বটতলা সীমান্তে বাংলাদেশ-ভারতের সীমান্তের পিলার ধ্বসে যাওয়ার মাত্র দুই ফুট বাকি আছে। যে কোন সময় ধ্বসে যেতে পারে। তা ছাড়া আতঙ্কে রয়েছে কুল্লাগড়া, গাঁওকান্দিয়া ও সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের প্রায় ৩০ গ্রামের মানুষ। এ নিয়ে, সোমবার (১৩ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনো ও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে রাতে আরো পানি বৃদ্ধি পেলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ সময় নদীতে থাকা বালু উত্তোলনকারী কিছু ড্রেজার ভেসে গেছে, উজান থেকে পানি নামতে থাকলে অন্যান্য এলাকার নিম্নাঞ্চলের বাড়িঘর, মাছের ঘের, ফসলের মাঠ সহ সবজি বাগান গুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানি বৃদ্ধির ফলে আতঙ্কে রয়েছে নিম্নাঞ্চলের প্রায় ৩০ গ্রামের মানুষ। নদীর পাড় ভাঙ্গা অব্যাহত থাকায়, কুল্লাগড়া, কামারখালী, ইসলামপুর, বিজয়পুর, ভবনীপুর, দাহাপাড়া, বন্ধউষান এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। অপরদিকে টানা বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষের বেড়েছে ভোগান্তি। রিকশা ও ঠেলাগাড়ী চালানো সহ খেটে খাওয়া মানুষদের কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে একেবারেই। বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চল গুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী মাইকেল প্রদীপ বাউল বলেন, সোমেশ্বরী নদীর ধরনটাই এই রকম। তবে নদীতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে যদি রাতে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এলাকা প্লাবিত হয়ে আগাম বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, সোমেশ্বরী নদীর পানির বিপদ সীমার স্কেল হচ্ছে ১২.৬৫। আজ সন্ধ্যা পর্যন্ত ১১.৩৩ অব্যাহত রয়েছে। রাতে বৃষ্টিপাত ও পাহাড়ী পানি বাড়তে থাকলে বিপদসীমা অতিক্রম করতে পারে। ইতোমধ্যে এলাকা পরিদর্শন করে সকল কে সাবধান করা হয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, পানি বৃদ্ধির খবর পেয়ে ইতোমধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। এলাকায় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ বা কোন প্রকার খাদ্য সমস্যা দেখা দিলে, তা মোকাবেলার জন্য প্রস্তত রয়েছে উপজেলা প্রশাসন।