হজ্ব শেষে দেশে ফিরলেন ৩৯০৭০ হাজি

আওয়ার ইসলাম ডেস্ক:

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরলেন মোট ৩৯ হাজার ৭০ জন হাজি।

রোববার (৩১ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় মো. আবু তালেব মোল্লা (৫৬) নামে আরও এক বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। তার বাড়ি মেহেরপুর জেলায়। এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে সর্বমোট ২৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও সাতজন নারী।

উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।




১০ জুলাই ঈদুল আজহা পালন করবে যেসব দেশ

ডিএনবি নিউজ ডেস্ক: 

এশিয়ার কয়েকটি দেশ ও স্বায়ত্বশাসিত অঞ্চল আগামী ১০ জুলাই ঈদুল আজহা পালন করবে বলে সরকারিভাবে ঘোষণা দিয়েছে। এসব দেশ হলো—মালয়েশিয়া, হংকং, জাপান, ইন্দোনেশিয়া ও ব্রুনাই।

সরকারি চাঁদ দেখা কমিটি ও প্রাদেশিক গভর্নরদের সংস্থা রুলার্স কনফারেন্সের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম বেরনামা এক টুইটবার্তায় জানিয়েছে, ‘আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করবেন মালয়েশিয়ার মুসলিমরা।

স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ের মুসলিশ সংস্থা দ্য মুসলিম কাউন্সিল অব হংকংও ১০ তারিখ ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়ে এক বিবৃতি বলেছে, ‘আজ হংকংয়ের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি।’

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ১০ দিন পর কোরবানির ঈদ বা ঈদুল আজহা পালিত হয়।

এক বিবৃতিতে জাপানের চাঁদ দেখা কমিটি রুয়াত-ই-হিলাল জানিয়েছে, বুধবার দেশের ২৮টি এলাকা থেকে পর্যবেক্ষণ করেও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে জাপানের মুসলিমরা আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করবেন।

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির প্রতিনিধিরা ইন্দোনেশিয়ার ২৮টি পয়েন্ট থেকে আকাশ পর্যবেক্ষণ করেছেন এবং বুধবার এসব পয়েন্টের কোনোটি থেকে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ইন্দোনেশিয়ার মুসলিমরা ১০ জুলাই ঈদুল আজহা পালন করবেন। একই ঘোষণা দিয়েছে ব্রুনাইও।

এর আগে গত ২২ জুন সংযুক্ত আরব আমিরাত আগামী ৯ জুলাইকে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বলে ঘোষণা করেছিল।

তবে সরকারিভাবে এখনও চুড়ান্ত কোনো ঘোষণা দেয়নি আমিরাতের সরকার।




দুর্গাপুরে আস্ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরন

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোণার দুর্গাপুরে ভয়াল বন্যার কবলে পড়া দুর্গত মানুষদের সহায়তায় শায়েখ আহমদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বিতরণ করা হয় শনিবার ।

শায়েখ আহমদুল্লাহর বিশ্বস্ত সহচর ও আস্ সুন্নাহ ফাউন্ডেশন নেত্রকোণা জেলা প্রতিনিধি মাওঃ আরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় আলেম উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সহযোগিতায় স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে দুর্গাপুরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কালিকাবর, গাঁওকান্দিয়া, চৈতাটি, গৌরাখালী ও জাগিরপাড়া গ্রামের প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।

এছাড়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন ও চন্ডিগড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রায় ১৫ মেট্রিকটন ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।

সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, মসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, চিড়া ১ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ১০০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ১০০ গ্রাম, ৭৫ গ্রাম সাবান, ওরস্যালাইন ১০টা ও  পেঁয়াজ ১ কেজি করে প্রদান করা হচ্ছে।




দুর্গাপুরে শিকড় মানবকল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে ঢাকাস্থ ‘‘শিকড় মানবকল্যান ফাউন্ডেশন’’ এর আয়োজনে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিকড় মানবকল্যান ফাউন্ডেশনের পরিচালক মুফতি জামাল উদ্দিন, মাওলানা এমদাদুল হক, হাফেজ মাওলানা মঞ্জুরুল হক, হাফেজ মোস্তফা কামাল, হাফেজ সাইদুল ইসলাম, ইউপি সদস্য ইসমাইল শেখ প্রমুখ। দুর্গাপুর উপজেলার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা গাঁওকান্দিয়া ইউনিয়নের কালিকাবর, গৌড়াখালি কান্দা, জাগিরপাড়া ও জাঙ্গালিয়াকান্দায় নদী পাড়ের ক্ষতিগ্রস্থ প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।




সৌদি আরবে এক বাংলাদেশি বায়তুল্লাহর মুসাফিরের ইন্তেকাল

ডিএনবি নিউজ ডেস্ক:

হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. জাহাঙ্গীর কবির (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১১ জুন মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন তিনি। তার পাসপোর্ট নম্বরঃ A01012228 । গত ৫ জুন থেকে সর্বমোট ৭,৫৭৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। সৌদি পৌঁছানোর পর এই প্রথম কোন বাংলাদেশি ইন্তেকাল করলেন। সৌদি আরবে নিযুক্ত মৌসুমী হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সৌদিতে হজযাত্রী নিতে ১২ জুন পর্যন্ত ১৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১টি, সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইনাসের ৩টি ফ্লাইট হজযাত্রী নিয়ে গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪,০০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩,৫৮৫ জনসহ সর্বমোট ৫৭,৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশে থেকে এবার হজে যেতে ১২৮টি ফ্লাইট পরিচালিত হবে। বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি, ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজ যাত্রী নিয়ে যাবে। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।




দুর্গাপুরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডিএনবি নিউজ ডেস্কঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নেত্রকোণা জেলার দুর্গাপুরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন উলামায়ে কেরামের নেতৃত্বে ধর্মপ্রান মুসল্লিগন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটি এ সমাবেশের আয়োজন করে।
‘‘বিশ্ব নবীর অপমান-সইবে না রে মুসলমান’’ এ প্রতিপাদ্যে দুর্গাপুর মার্কাজ মাদ্রাসা চত্ত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সমাবেশে ভ্রান্ত সা’দপন্থী সুরুজ আলী সোরওয়ার্দী কর্তৃক দুর্গাপুরের ৯জন খ্যাতিমান আলেমের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
লক্ষীপুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল আজিজ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাকুমারা মাদ্রাসার মোহ্তামীম হাফেজ মোস্তফা, দুর্গাপুর কাচারী মাদ্রাসার মোহ্তামীম অলি উল্লাহ্, কাপাসাটিয়া মাদ্রাসার মোহ্তামীম হাফেজ রুহুল আমিন, ঝান্জাইল মাদ্রাসার মুফতি হাবিবুর রহমান, মাসকান্দা মাদ্রাসার মোহ্তামীম হাফেজ আব্দুল কাদির, বিলাশপুর মাদ্রাসার মোহ্তামীম মাওঃ নূর উদ্দিন, মাওঃ মাসউদুর রহমান, মাওঃ মুজিবুর রহমান সহ প্রমুখ আলেমগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নবী করিম (সা:) মুসলমানদের কলিজা। হুজুর (সা:) এর অপমান কোনো ভাবেই সহ্য করা হবে না। জীবনের বিনীময়ে হলেও হুজুর (সা:) এর মান মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তারা।



খুতবা পাঠরত অবস্থায় কালিমা পড়তে পড়তে ইমামের মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

মসজিদে খুতবা দিতে দিতে অকস্মাৎ মৃত্যুমুখে ঢলে পড়লেন ইমাম। গত ৭ জুন উত্তর আফ্রিকার দেশ মরক্কোর একটি মসজিদে ঘটেছে এ ঘটনা।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মসজিদের মিম্বরে (ইমামের খুতবা দেওয়ার স্থান) দাঁড়িয়ে খুতবা পড়ছেন ইমাম। কিছুক্ষণ খুতবা দেওয়ার পরই তিনি হঠাৎ থেমে যান এবং কয়েক সেকেন্ড পরই ধীর স্বরে কলেমা শাহাদাৎ পড়তে থাকেন।

এ সময় তার শরীর টলতে থাকায় সম্মুখসারিতে বসা কয়েকজন মুসল্লি তাৎক্ষণিকভাবে মিম্বরের কাছে গিয়ে ইমামকে ধরাধরি করে বসান। সেখানে বসার পরই মারা যান তিনি।

মরক্কোর সেই ইমামের নাম জানা যায়নি; সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে মুসলিমরা শ্রদ্ধা জানিয়েছেন তার উদ্দেশে।

যুক্তরাজ্যের নাগরিক শেখ সাজিদ ওমর নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করে বলেন, ‘যারা এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন— তিনি (ইমাম) কতখানি সৌভাগ্যবান ছিলেন! নিজের মৃত্যুর আগমন তিনি অনুভব করতে পেরেছিলেন এবং কলেমা শাহদাৎ পড়তে পড়তে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি।’

‘মহান আল্লাহ তার আত্মাকে চিরশান্তি দান করুন, আমিন।’




রোববার থেকে শুরু হজের প্রথম ফ্লাইট

ডিএনবি নিউজ ডেস্ক:

আগামীকাল রোববার (৫ জুন) থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনরসের বিজি-৩০০১ দিয়ে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য প্রথম ফ্লাইট পরিচালিত হবে। প্রথম যাত্রায় সকাল ৯টায় সৌদি আরব যাচ্ছেন ৪১৫ জন হজযাত্রী।

শনিবার (৪ জুন) সরকারি হজযাত্রীর প্রথম ফ্লাইটের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে রোববার সকালে বিমানের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে হজযাত্রীদের বিদায় দেওয়া হবে।

এর আগে শুক্রবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন।

৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। চলবে ৩ জুলাই পর্যন্ত। এ ছাড়া হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।



নেত্রকোনায় মোটরসা্ইকেলের চাপায় মোয়াজ্জিনের মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

এশার নামাজ পড়ে আর বাড়ি ফেরা হলো না জসিম উদ্দিন (৭০) নামের এক মুয়াজ্জিনের।

শনিবার (২৮মে) এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে তাকে একটি মোটরসাইকেল চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জসিম উদ্দিন উপজেলার মদনবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের ছেলে সারোয়ার জাহান বলেন, আমার বাবা এশার নামাজ আদায় করে বাসায় ফেরার পথে একটি মোটরসাইকেল চাপা দেয়। তাৎক্ষণিক বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানেই তিনি মারা যান।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে মদন থানায় কোনো অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।




গণ কমিশনের বিরুদ্ধে মামলা করুন: ববি হাজ্জাজ

ডিএনবি নিউজ ডেস্ক:

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘বিতর্কিত এবং বিপথগামী ব্যক্তিদের নেতৃত্বে গঠিত গণ কমিশন যে ভুলে ভরা এবং অসার প্রতিবেদন দুদকে জমা দিয়েছে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ওলামায়ে কেরাম এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে আইনি ব্যবস্থা নিতে হবে।’

আজ শনিবার রাজধানীর একটি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় এ কথা বলেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘আওয়ামী সরকার গত দেড় দশকে আমাদের শিখিয়েছে তাঁদের বিরুদ্ধে কেউ কথা বললে দেশের বিভিন্ন প্রান্তে মামলা করে কীভাবে প্রতিবাদী কন্ঠস্বরকে রুদ্ধ করা যায়। ওলামায়ে কেরামের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা জেলায় জেলায় গণ কমিশনের বিরুদ্ধে মামলা করুন।’

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘আপনাদের এবং আপনাদের যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথিত শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তারা প্রত্যেকে আলাদাভাবে গণ কমিশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি করে তাদের পর্যদুস্ত করেন। এই সব ভ্রান্ত আদর্শের ব্যক্তিরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না বরং মহান আল্লাহই কেয়ামত পর্যন্ত ইসলামকে হেফাজত করবেন।’

তিনি বলেন, ওলামায়ে দেওবন্দ এ দেশের অতি সম্মানিত ব্যক্তিত্ব। বাংলাদেশের পবিত্র ভূমিতে দ্বীন ইসলাম প্রচার এবং প্রসারে তাদের খেদমত এবং সব আধিপত্যবাদ, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে দেশের হকপন্থী ওলামায়ে কেরামের আন্দোলন-সংগ্রাম সর্বজনবিদিত।