স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

ডিএনবি নিউজ ডেস্ক:

স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১৫ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার রাতে বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রার্দুভাব ও বিশ্ব অর্থনৈতির নানা জটিল সমীকরণের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা নিম্নমুখী। দেশীয় বুলিয়ন মার্কেটেও পাকা স্বর্ণের দাম নিম্নমুখী। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত মোতাবেক ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ৫০ হাজার ৯১৪ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।




আজ শহিদ বুদ্ধিজীবী দিবস

ডিএনবি নিউজ ডেস্ক:

আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।আর মাত্র মাত্র দুই দিন বাকি। এরপরই জাতির সামনে এক গৌরবোজ্জ্বল দিন। ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয়ের ৫০ বছর পূর্তি দিবস। বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণের আগে জাতি স্মরণ করবে সূর্যসন্তানদের। আজ বাংলাদেশের মানুষের বেদনাবিধুর দিন।

১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসর রাজাকার মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

আজকের দিনে এদেশের জনসাধারণের আরেকবার উপলব্ধি-‘দাম দিয়ে কিনেছি বাংলা/কারোর দানে পাওয়া নয়।/দাম দিছি প্রাণ লক্ষ কোটি/জানা আছে জগৎময়।’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের মানুষ আজ শ্রেষ্ঠসন্তানদের স্মরণ করবে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালে নির্বিচারে বাঙালি হত্যা, মাইলের পর মাইল ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া, ভৌত অবকাঠামো ধ্বংস করা, নারীদের সম্ভ্রমহানি-সবকিছুই করেছে তারা। কিন্তু বাঙালির রণকৌশলের কাছে তারা টিকতে পারছিল না। তাই বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাংলার শ্রেষ্ঠসন্তানদের নিধনে মাঠে নামে। রাতের অন্ধকারে বাসা অথবা কর্মস্থল থেকে শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে ধরে নিয়ে তারা হত্যা করে। এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা।

দেশের নানা জায়গায় হত্যাযজ্ঞ চললেও মূল হত্যাযজ্ঞ চলে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে। ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রাখা হয়। ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পরপরই বুদ্ধিজীবীদের নিকটাত্মীয়রা বধ্যভূমিতে অনেকের লাশ খুঁজে পান। তাদের নিথর দেহজুড়েই ছিল আঘাতের চিহ্ন, চোখ, হাত-পা বাঁধা। কারও কারও শরীরে একাধিক গুলিও ছিল। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে অনেককে হত্যা করা হয়েছিল। ক্ষতচিহ্নের কারণে অনেকের লাশ আবার তাদের প্রিয়জনরা শনাক্তও করতে পারেননি।

শহিদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন-অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. মোহাম্মদ মুর্তজা, অধ্যাপক রাশিদুল হাসান, ড. সন্তোষ ভট্টাচার্য, ডা. মোহাম্মদ শফি, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামুদ্দীন আহমদ, খোন্দকার আবু তালেব, আ ন ম গোলাম মোস্তফা, শহীদ সাবের, সৈয়দ নাজমুল হক, জহির রায়হান, আলতাফ মাহমুদ, ড. আবদুল খায়ের, ড. সিরাজুল হক খান, ড. ফয়জল মহী, ডা. আবদুল আলীম চৌধুরী, সেলিনা পারভিন, কবি মেহেরুন্নেসা, গিয়াস উদ্দীন আহমদ প্রমুখ।




দুর্গাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ডিএনবি নিউজ ডেস্কঃ

তৃতীয় ধাপে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়নের মধ্যে তিনটি তে আওয়ামী লীগ, চারটি তে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার রাত ২.১৫ এর দিকে নির্বাচনের সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহানা শিরিন।

বেসসরকারীভাবে বিজয়ী হলেন যারা, ১নং কুল্লাগড়া ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী (বিএনপি) আব্দুল আওয়াল (৬২৫৭), নিকটতম প্রতিদ্ব›দ্বী (আওয়ামীলীগ মনোনীত) সুব্রত সাংমা (৫৮১২), ২নং দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী (বিদ্রোহী আওয়ামীলীগ) মো. সাদেকুল ইসলাম (৬৮৪৭), নিকটতম প্রতিদ্ব›দ্বী (আওয়ামীলীগ মনোনীত) মো. শাহীনুর আলম সাজু (৬৫২৬), ৩নং চন্ডিগড় ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী (বিদ্রোহী আওয়ামীলীগ) এমদাদুল হক সরকার (৯৮৯২), নিকটতম প্রতিদ্ব›দ্বী (আওয়ামীলীগ মনোনীত) মো. আলতাবুর রহমান কাজল (৯৮৮০), ৪নং বিরিশিরি ইউনিয়নে (আওয়ামীলীগ মনোনীত) প্রার্থী মো. রফিকুল ইসলাম রুহু (৫৬৭৬), নিকটতম প্রতিদ্ব›দ্বী (স্বতন্ত্রপ্রার্থী বিএনপি) মো. মজিবুর রহমান ফকির (৪৩০৪), ৫নং বাকলজোড়া ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী (বিদ্রোহী আওয়ামীলীগ) মো. ইয়াকুব আলী তালুকদার (৫৯২১), নিকটতম প্রতিদ্ব›দ্বী (আওয়ামীলীগ মনোনীত) মো. শফিকুল ইসলাম (৫৭৬৬), ৬নং কাকৈরগড়া ইউনিয়নে (আওয়ামীলীগ মনোনীত) শিব্বির আহাম্মেদ বাচ্চু তালুকদার (১১,৮২০), নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্রপ্রার্থী (বিএনপি) গোলাম রাব্বী ভূঁইয়া (৭১২৫), ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নে (আওয়ামীলীগ মনোনীত) মো. আব্দুর রাজ্জাক সরকার (৭৭৯১), নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্রপ্রার্থী (বিএনপি) শাজাহান মিয়া (৫০৫৭) ভোট পেয়েছেন।




দুর্গাপুরে নির্বাচনী পরাজয়ের কষ্টে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল অনুকুলে না আসায় কষ্ট নিয়ে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মো. হাবিবুর রহমান (৩৮) নামের এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তাঁকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫নং বাকলজোড়া ইউনিয়ন থেকে হাবিবুর রহমান চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করেন। এতে পরাজিত হলেও আশানুরুপ ভোট না পাওয়ায় সোমবার সকাল থেকেই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে দ্রæত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি ওই ইউনিয়নের গাভাউতা গ্রামের আব্দুল মতিন এর ছেলে। তিনি চেয়ারম্যান পদে ওই ইউনিয়ন থেকে ৩৩০০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।

এ নিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহনুর এ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




দুর্গাপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালিত

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০২১। শনিবার নানা আয়োজনে এ কর্মসুচী পালিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ঔষধ খাওয়ানো শেষে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, ডা. সৌরভ জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম প্রমুখ।




দুর্গাপুরে মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোণা জেলার দুর্গাপুরে ‘‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে নানা আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান‘র সঞ্চালনায় অফিসার ইন-চার্জ শাহ্ নুর-এ আলম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, এডকোকেট মানেশ চন্দ্র সাহা, দুর্গাপুর প্রেসক্লাব‘র সাবেক সভাপতি মো. মোহন মিয়া, সাধারন সম্পাদক জামাল তালুকদার, পৌর কাউন্সিলর খলিলুর রহমান টিপু, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু প্রমুখ।




আল কারীম দারুল উলুম মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৮ নভেম্বর ২০২১ইং

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোণা জেলার দুর্গাপুরের দক্ষিণ জাগিরপাড়া আল কারীম দারুল উলুম মহিলা মাদ্রাসার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৮ নভেম্বর ২০২১ইং সোমবার বিকাল ৩টা হইতে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হইবে।

উক্ত মাহফিলে আলহাজ্ব মাওঃ হারিছ উদ্দিন ও সহ সভাপতি হাফেজ মোস্তফা সাহেবের যৌথ সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উত্তরা ঢাকার অ্যারাবিক মিডিয়াম মাদ্রাসা ‘দারুল আরকাম আল ইসলামিয়া-এর প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ ড. সা্নাউল্লাহ আযহারী, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ড নেত্রকোণা জেলা শাখার সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওঃ মামুনুর রশিদ রব্বানী।

এছাড়াও আলোচনা করবেন, আলহাজ্ব মাওঃ মুফতি আব্দুল লতিফ, আলহাজ্ব ডাঃ মাওঃ আলী আকবর, হাফেজ মাওঃ অলিউল্লাহ, মাওঃ ক্বারী মোস্তফা কামাল সাহেব।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, এস, এম রফিকুল ইসলাম, সভাপতি-দুর্গাপুর প্রেসক্লাব।

আল কারীম দারুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, এইচ. এম সাইদুল ইসলাম বলেন, নব প্রতিষ্ঠিত এই মাদ্রাসার উন্নয়ন ও ২য় বার্ষিক মাহফিল সফল ভাবে সম্পন্ন করার লক্ষে এলাকাবাসীসহ ধর্মপ্রাণ সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। উক্ত মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

সাধারণ সম্পাদক মাওঃ মতিউর রহমান ডিএনবি নিউজ-কে বলেন, আল কারীম দারুল উলুম মহিলা মাদ্রাসাটি অতি অল্প সময়ে প্রতিষ্ঠিত হয়ে ছাত্র-ছাত্রীদের লেথাপড়ার চাহিদা পূরণ করে আসছে। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও দক্ষ কমিটির পরিচালনায় হাটি হাটি করে নূরাণী ১ম জামাত হইতে জামাতে মেশকাত (স্নাতক) পর্যন্ত পাঠদান চলছে। আল।রাহর মেহেরবাণীতে সকলের সহযোগিতা পেলে আমরা শিঘ্রই দাওরায়ে হাদীস পর্যন্ত চালূ করতে পারবো ইনশা আল্লাহ।




রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৯

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৮৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের কাছ থেকে ৩৭১ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৫ হাজার ৫০৬ পিস ইয়াবা, ২৩ কেজি ৫৮৮ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।




পথ পাঠাগার’কে বই ও অর্থ সহায়তা দিলেন ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্যের ধারক ও বাহক ‘‘পথ পাঠাগার’’কে বই ও নগদ অর্থ প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান। ২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পথ পাঠাগার’কে এ সামগ্রী প্রদান করা হয়।

পথ পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার  প্রতিনিধি কে বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি মানুষ যখন ফেসবুক সহ নানান বিষয় নিয়ে সময় কাটাচ্ছে, তখনই সাহিত্যের সকলকে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের সেলুন, হোটেল ও রেস্তোরায় প্রতিষ্ঠা করেছি ‘‘পথ পাঠাগার’’।

এ পর্যন্ত ১৫টি পাঠাগার উদ্বোধনের মাধ্যমে ছড়িয়ে দেয়ার চেস্টা করছি পুঁথিগত বিদ্যা। উপজেলা প্রশাসনের এই মহান উদ্দ্যেগ পাঠাগারের পাঠকদের উপস্থিতি অনেকটা বেড়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক তোবারক হোসেন খোকন, পথ পাঠাগার এর সাধারণ সম্পাদক মাসুদ রানা, আদিবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপুর্ব রাংসা প্রমুখ।

ইউএনও রাজীব বলেন, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তার অনন্ত জিজ্ঞাসা, অসীম কৌতূহল বিষয়ে সকল প্রশ্নের সমাধান ধরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে বই। শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সকল জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। আর সেই বইয়ের আবাসন্থল হলো পাঠাগার। মানুষের হাজার বছরের ইতিহাস পুঞ্জিভূত হয়ে রয়েছে পাঠাগারের একেকটি তাকের ভেতর। পাঠাগার হলো সময়ের খেয়াঘাট, যার মাধ্যমে মানুষ বইয়ের প্রতিটি পাতায় পাতায় ভ্রমন করতে পারে। দুর্গাপুরে ‘‘পথ পাঠাগার’’ নামক সংগঠন দীর্ঘদিন ধরে সাহিত্য নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে। সে লক্ষ্যে সংগঠনটির অদম্য উদ্দ্যেগ বাড়িয়ে দিতে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষহতে জাতীয় গ্রন্থাগার থেকে বই ও পাঠাগারের রেগ কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। আমি পথ পাঠাগারের সাফল্য কামনা করি।




ইসলামী বইমেলা’য় আজ সন্ধ্যায় আলেম লেখকদের মিলন মেলা

ডিএনবি নিউজ ডেস্ক:

রবিউল আউয়াল মাস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এর মধ্যে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ‘ইসলামী বইমেলা’ অন্যতম। ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই বই মেলা দুই সপ্তাহ পর্যন্ত চলার কথা রয়েছে।

আজ বুধবার ( ২৭ অেক্টোবর) সন্ধ্যায় ‘ইসলামী বইমেলা’য় উপস্থিত থাকার কথা রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জনপ্রিয় লেখক ও আলোচক শায়েখ আহমদুল্লাহর।

তিনি জানিয়েছেন, বই কিনতে মেলায় যাবো ইনশা আল্লাহ।

তার দেওয়া তথ্যমতে, আজ বই মেলায় আরো থাকবেন জনপ্রিয় আলোচক শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ, আলোকিত জ্ঞানীর উপস্থাপক ও তাকওয়া মসজিদ ধানমন্ডির খতীব মুফতি সাইফুল ইসলাম, ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞ মুফতি ইউসুফ সুলতান, উস্তায শায়খ মুহিউদ্দীন ফারুকী, বিশিষ্ট্য আলোচক রাফি বিন মুনির এবং কলরবের জনপ্রিয় নাশীদ শিল্পী বদরুজ্জমান প্রমুখ।

দেশের পরিচিত লেখক ও ইসলামিক ব্যক্তিত্বকে মেলায় এসে পাঠকদের বই কিনতে উৎসাহিত করার অনুরোধ জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ।

তিনি বলেছেন, ‘আশা করছি, সবাই যার যার সুবিধা অনুযায়ী একেক দিন মেলায় আসবেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে জানতে পেরেছি যে বৃহস্পতিবার কলরবের সাঈদ আহমাদ, শুক্রবার বিশিষ্ট্য লেখক সাইমুম সাদী, মুহাদ্দিস ও টিভি উপস্থাপক মাহমুদুল হাসান, টিভি উপস্থাপক মুফতী হেদায়েতুল্লাহ প্রমুখ থাকবেন। শনিবার আলেম লেখক ও সাংবাদিক আলি হাসান তৈয়ব প্রমুখ থাকবেন ইন শা আল্লাহ’।

শায়েখ আহমদুল্লাহ তার আহ্বানে আরো বলেন, আপনিও চলে আসুন ইসলামী বইমেলায়। খুঁজে খুঁজে নির্ভরযোগ্য বই কিনে আলোকিত হোন, আলোকিত করুন পরিবার ও সমাজক ‘।