ডা. মুরাদের সহযোগিতায় সাইকেলে হজ্বে যাচ্ছেন ৩ যুবক

ডিএনবি নিউজ ডেস্ক:

জামালপুরের স্থানীয় ৩ জন যুবককে বাইসাইকেল উপহার দিয়েছেন ডা. মুরাদ হাসান। পবিত্র হজ পালনে সৌদি আরবে যেতে ইচ্ছুক এমন তিন যুবককে এই উপহার দেওয়া হয়েছে।

বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন মুরাদ হাসান। শুক্রবার রাতে নিজ কার্যালয়ে সেই তিন যুবকের তোলা কয়েকটি ছবি আপলোড করেন তিনি।

ফেসবুকে ডা. মুরাদ হাসান লিখেছেন, বাইসাইকেলযোগে সৌদি আরবে পবিত্র হজ পালনের নিয়ত করেছেন তারুণ্যে ভরপুর এই ৩ জন যুবক। পবিত্র এই নিয়ত পরিপূর্ণ করার লক্ষ্যে আমি সকল প্রকার সহযোগিতা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের দোয়া করার অনুরোধ করছি যাতে আমার নির্বাচনী এলাকার এই ৩ যুবক সহিসালামতে সৌদি আরব সাইকেল যোগে পৌঁছাতে পারেন এবং পবিত্র হজ পালন করে দেশে ফিরে আসতে পারেন।

ধর্মীয় কাজে এমন সহযোগিতা করায় অনেকেই ডা. মুরাদের প্রশংসা করছেন।




বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি: জ্বালানি প্রতিমন্ত্রী

ডিএনবি ‍নিউজ ডেস্ক:

আমাদের পিঠ ঠেকে গেছে, বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের দাম বাধ্য হয়েই বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও তেলের দাম কমানো হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (৬ আগস্ট) সকালে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ব্যাপক লোকসানের হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যত্রতত্র ডিজেল ব্যবহার নিয়ন্ত্রণ করা ছাড়া উপায় নেই। দেশবাসীকে ধৈর্য ধরতেই হবে। জ্বালানি তেলের নতুন দাম সমাজের সবার কাছে সহনীয় হবে না। অর্থনীতির স্বার্থেই সরকারের কাছে মূল্যবৃদ্ধি ছাড়া উপায় ছিল না।

তিনি বলেন, এই মুহূর্তে কলকাতায় ডিজেলের বাজারমূল্য ১১৪ টাকা প্রতি লিটার, যদি ৯৪ টাকা করে ডলার হয়। এখন ডলারের দাম তো আরও বেড়ে গেছে, সেখানে আমরা ডিজেল বিক্রি করেছি ৮০ টাকায়। এই বিরাট ব্যবধানের কারণে বিশাল পরিমাণ তেল অবৈধভাবে পাচার হওয়ার একটা সম্ভাবনা থাকে। বিজিবিকে বলা হয়েছে এবং সীমান্ত কড়া পাহারা বসানো হয়েছে।

নসরুল হামিদ বলেন, সব দেশেই দাম বৃদ্ধি পেয়েছে। আরব আমিরাতের কথা যদি বলি সেখানে ডিজেলের এখনকার দাম ১২২ টাকা করে। আমাদের অবস্থা হয়েছে জাহাজের দাম বেড়ে গেছে, তেলের দাম লাগামহীন হয়ে গেছে। কিছুটা সীমিত হলেও আরেকটু যদি বেশি কমত তাহলে আমাদের এই পর্যায়ে যেতে হতো না, আমাদের পিঠ ঠেকে গেছে।

জ্বালানী প্রতিমন্ত্রী বলেন, আমি বার বার বলে আসছি আপনারা সাশ্রয়ী হন, তেল কম ব্যবহার করেন, গাড়ি কম ব্যবহার করেন। কারণ, যানবাহন সেক্টরে সবচেয়ে বেশি ডিজেল ব্যবহার করা হয়। মাত্র ১০ শতাংশ ডিজেল ব্যবহার হতো বিদ্যুতে। আমি মনে করি, এখনো যানবহন নিয়ন্ত্রণ করার সময় আছে।




শেখ কামাল’র জন্মদিনে দুর্গাপুরে ভাইস চেয়ারম্যানের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি’র আয়োজনে বিরিশিরি নিজ বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিরিশিরি বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বরকত উল্লাহ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী মন্ডল, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহম্মদ মড়ল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাজন শেখ, মো. শাহীন মিয়া, মোঃ সাইফুল ইসলাম সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

 




সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডিএনবি নিউজ ডেস্ক:

গভীর সঞ্চারণশীল মেঘ (বজ্রমেঘ) সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে গিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রামে ও দক্ষিণাঞ্চলের বরিশালে বৃষ্টি বেড়েছে। কোথাও ভারি আবার কোথাও হালকা বৃষ্টির এ প্রবণতা বুধবারও (৩ আগস্ট) অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ফেনীতে। চট্টগ্রাম বিভাগের ১২টি বৃষ্টি পরিমাপক অঞ্চলের সবগুলোতেই মঙ্গলবার বৃষ্টি হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ৫৫ ও রাঙ্গামাটিতে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বরিশালে ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ ছিল প্রায় বৃষ্টিহীন। শুধু দিনাজপুর ও বগুড়ায় এক মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

মঙ্গলবাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সতর্কবার্তায়— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




রাজধানীতে কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজধানীতে কলেরার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু করেছে আইসিডিডিআরবি। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আজ বুধবার থেকে রাজধানীর ৫টি এলাকায় শুরু হয় টিকা কার্যক্রম। প্রতিদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত দেওয়া হবে কলেরা টিকা। কর্মসূচি চলবে ১০ আগস্ট পর্যন্ত।

তবে শুক্রবার (৫ আগস্ট) ও মঙ্গলবার (৯ আগস্ট, আশুরার দিন) টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও সবুজবাগ এলাকায় প্রথম ডোজ কলেরা টিকা গ্রহণকারী ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। যারা ২৬ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন, তারা নিজ নিজ কেন্দ্রে টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ইউভিকল প্লাস নামের কলেরার টিকা দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি। যা এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের প্রদান করা হবে।

অন্তঃসত্ত্বা নারী এবং যারা বিগত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা গ্রহণ করেছেন; তারা ছাড়া সবাই এই টিকা গ্রহণ করতে পারবেন। এই টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।




দুর্গাপুরে ২ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

ডিএনবি নিউজ ডেস্ক ::

নেত্রকোনার দুর্গাপুরে রাতের আঁধারে স্টিলের দরজা কেটে ঘরের কাঠের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে নগদ ৪ লক্ষ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। সোমবার রাতে পৌর শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার প্রধান শিক্ষক রোকন হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। অপর দিকে সোমবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাগিচাপাড়া এলাকায় শিক্ষক মোঃ তরিকুল ইসলামের বাসায় দিনের বেলায় ঘরের জানালা দিয়ে চোর প্রবেশ করে মোবাইল, ইলেকট্রনিক চুলা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।

শিক্ষক রোকন হোসেন জানান, আমি সহ পরিবারের লোকজন প্রতি দিনের ন্যায় রাত অনুমান সাড়ে ১১ ঘটিকার দিকে রাতের খাবার শেষে নিজ রুমে ঘুমিয়ে পড়ি। পরে রাত অনুমান আড়াইটার সময় আমার স্ত্রী ঘরের ভিতর আলমারির ড্রোয়ার খোলার শব্দে ঘুম ভেঙ্গে যায়। পরে অন্ধকারে তাঁকিয়ে দেখে তিন জন অজ্ঞাতনামা চোর আলমারির ড্রোয়ার খুলতেছে দেখেই ডাক চিৎকার করতে শুরু করলে আমি ও পাশ্বের রুমে থাকা আমার ছেলে দৌড়ে এসে বসত ঘরের বৈদ্যুতিক লাইট জ্বালানোর পূর্বেই তিন চোর দৌড়ে বসত ঘর হতে দ্রুত পালিয়ে যায়। আমাদের ডাকচিৎকারে বাড়ির আশপাশের লোকজন আসিয়া জড়ো হয়, পরে দেখতে পাই বসত ঘরের উত্তর পাশের বারান্দার স্টিলের দরজা ও বসত ঘরের মাঝে কাঠের দুইটি দরজা ভাঙ্গা এবং বসত ঘরের আলমিরার ভিতর রক্ষিত ব্যবসার টাকা সহ স্বনর্লকার নেই এ ঘটনায় সোমবার বিকেলে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে থানা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 




টিসিবির পণ্য নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপ মুনশি।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

এসময় বাণিজ্যমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকিমূল্যে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে।

টিসিবি থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়। আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় মিলবে।

এর আগে মে মাসে পণ্য বিক্রির ঘোষণা দিয়ে তা স্থগিত করেছিল টিসিবি। ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শেষ না হওয়ায় তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি।

সবশেষ টিসিবির সেই পণ্য বিক্রির কার্যক্রম আবারো শুরু হলো। পুরো আগস্ট মাস জুড়ে সারাদেশে এই কার্যক্রম চলবে।




‘আল্লাহু আকবর’ ধ্বনির মোহে জাপানি চিকিৎসকের ইসলাম গ্রহণ

ডিএনবি নিউজ ডেস্ক:

জাপানি ডা. শুতারো তাকাই একজন প্রাচীন থেরাপি বিশেষজ্ঞ। ‘আল্লাহু আকবর’ ধ্বনি শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। জাপানের টোকিও শহরের বাসিন্দা এই ডাক্তার। ডা. শুতারো বর্তমানে পাকিস্তানের লাহোর শহরে বসবাস করেন।

জাপানি ডা. শুতারো তাকাই ইসলাম ধর্ম গ্রহণের পরেই নিজের নামও পরিবর্তন করেছেন। ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রা. এর নামের সাথে মিল রেখে ‘আলী’ রেখেছেন তার নাম।

ডা. শুতারো তার প্রাচীন জাপানি থেরাপি কৌশলের মাধ্যমে একজন পেশী ও জয়েন্ট বিশেষজ্ঞ। বর্তমানে পাকিস্তানের লাহোরে বসবাস করছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ডা. শুতারো জানান, তার কাঁধে অসহ্য ব্যথা ছিল। জাপানে তার পাকিস্তানি বন্ধু মাকসুদ তাকে মকসুদের বন্ধু সৈয়দ বাবর বুখারির কথা বলেছিলেন, যিনি আল্লাহু আকবর বলে সুস্থ হয়েছিলেন।

জাপানি ডাক্তার বাবর বুখারির সাথে ফোনে কথা বলেছিলেন তিনি। তিনি তাকে পাঁচ মিনিটের জন্য আল্লাহু আকবার বলতে বলেছিলেন। এই প্রক্রিয়া শেষ করার পরেই সাথে সাথে ব্যথা থেকে মুক্ত হোন তিনি।

ডাক্তার আলী ফোনে কথা বলার পরেই পাকিস্তানে চলে আসেন। সৈয়দ বাবর বুখারির সাথে দেখা করেন। এরপরেই ইসলাম গ্রহণ করেন।
ডা. আলী এই চিকিৎসার জন্য একটি বিশেষ ডিভাইস এর ব্যবস্থা করেছেন যার নাম দিয়েছেন CS60। ডিভাইসগুলি শরীরের অক্সাইড নির্ণয় করে। এটি পেশি ও শিরায় ঘষলে শরীরের বিভিন্ন অংশের ব্লকেজ খুলে দেয়। তবে ব্যাথা নিরাময়ের আধ্যাত্মিক পদ্ধতি দেখে আশ্চর্য হয়ে যান তিনি।




দুর্গাপুরে জাতীয় শোক দিবস পালনে প্রস্ততি সভা

ডিএনবি নিউজ ডেস্কঃ

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে উপজেলা প্রশাসন এক প্রস্ততিমূলক সভা করেছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, বর্ষীয়ান রাজনীতিবীদ দুর্গাপ্রসাদ তেওয়ারী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ওসি শিবিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যার পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

ওইদিনের কর্মসূচির মধ্যে রয়েছে, সর্বস্তরের অংশগ্রহনে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, সকল মন্দির, মসজিদ ও গির্জায় বিশেষ প্রার্থনা, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস পালন সহ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আগামী ১২ আগস্ট উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৫ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী ও ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালনে নানা কর্মসুচী গ্রহন করা হয়েছে।




চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুই মাদরাসাছাত্রের মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সোমবার ভোরে দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদ্রাসায় সর্প দংশনের ঘটনা ঘটে।

নিহতরা হলো- দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের ডাক্তারপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (১৩) এবং একই গ্রামের মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ হোসেন (১৩)। তারা চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদরাসার নাজেরানা বিভাগের ছাত্র ছিল। তারা মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করতো।

মাদ্রাসার পরিচালক হাজী আক্তার ফারুক বলেন, সোমবার ভোরে মাদরাসার বোডিংয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের সাপে কামড় দেয়। বমি করতে দেখে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে কিছুতে কামড় দিয়েছে। তাই বমি হচ্ছে। এসময় আব্দুল্লাহর ডান পায়ে এবং জুনায়েদের বাম হাতে কামড়ের চিহ্ন ছিল। পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যায় তারা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের বলেন, সকাল ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় দুই মাদরাসাছাত্রকে জরুরী বিভাগে নেয়া হয়। তাদেরকে সাপে দংশন করেছে বলে পরিবারের লোকজন জানান। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যায় ওই দুই ছাত্র।