বরিশালকে যারা বুড়োদের দল বলেছিলেন, তাদের ধারনা ভুল: মুশফিকুর রহমান

তামিম ইকবাল (৩৪ বছর ৩৪৫ দিন), মুশফিকুর রহিম (৩৬ বছর ২৯৫ দিন) আর মাহমুদউল্লাহ রিয়াদ (৩৮ বছর ২৪ দিন)- ফরচুন বরিশালের তিন সিনিয়র ক্রিকেটারের গড় বয়স ৩৬‘র বেশি।

কেউ কেউ এই মধ্য তিরিশ পেরিয়ে যাওয়া তিনজনার গড়া ফরচুন বরিশালকে ‘বুড়োদের দল’ বলে ব্যঙ্গ করেছিলেন। আজ রংপুর রাইডার্সকে হারানোর পর তাদের রীতিমতো একহাত নিয়ে ছাড়লেন মুশফিকুর রহিম।

৩৮ বলে ৪৭ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে বরিশালকে ফাইনালে তোলার নায়ক মুশফিক রাতে খেলা শেষে শেরে বাংলার কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে পরিষ্কার বলে দিলেন, ফরচুন বরিশালকে যারা বুড়োদের দল বলে বিদ্রুপ করেছিলেন, তারা ভুল বলেছিলেন।

মুশফিক মনে করেন, টি-টোয়েন্টি ফরম্যাটে বয়স্ক ও অভিজ্ঞ ক্রিকেটাররা কার্যকর নন বলে যারা ভাবেন ও বলেন, তারা ভুল করেন।

মিস্টার ডিপেন্ডেবলের ভাষায়, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে বরং বয়স্করা অনেক বেশি কার্যকর। কারণ এই ফরম্যাটে অভিজ্ঞতার দরকার অনেক বেশি।’

বয়স হয়ে গেছে, এমন কথা শুনে রীতিমতো ত্যক্ত-বিরক্ত মুশফিক। এক পর্যায়ে নিজের ফিটনেসকে মানদণ্ড ধরে উদাহরণ টানেন মুশফিক। চোয়াল শক্ত করে বলে ওঠেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি এখনো অনেক তরুণের চেয়ে আমার ফিটনেস লেভেল অনেক ভালো। আমি তাদের অনেকের চেয়ে বেশি কার্যকর।’

মুশফিক যোগ করেন, ‘বয়স আসলে সংখ্যা মাত্র। ফিটনেস, ভালো খেলার দৃঢ় সংকল্প ও আত্মনিবেদনটাই বড়।’




সাকিব-তামিম যদি ভুয়া হয় তাহলে আমরা কী: প্রশ্ন মুশফিকুর রহমানের

শুধু মিরপুরের শেরে বাংলা নয়, সিলেট ও চট্টগ্রামের গ্যালারিতেও আজকাল প্রায়ই সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে নানা ব্যঙ্গবিদ্রুপ ও তির্যক কথাবার্তা শোনা যায়।

ক্রিকেটারদের মাঠের পারফরমেন্স ভালো হলে প্রশংসা আর খারাপ খেললে তিরস্কার, খেলার মাঠের চিরচেনা দৃশ্য। পৃথিবীর সব দেশেই এ রীতি প্রচলিত। কিন্তু দেশের সেরা ও সফলতম তারকাদের ‘ভুয়া-ভুয়া’ বলার নজির সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ।

কিন্তু এবারের বিপিএলে সে ‘ভুয়া- ভুয়া’ স্লোগানটাই বেশি শোনা গেছে। আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগেও দর্শকদের একটা অংশ ‘সাকিব ভুয়া-ভুয়া’ লিখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে এসে উপস্থিত হন শেরে বাংলায়। যদিও ওই প্ল্যাকার্ড নিয়ে তাদের ঢুকতে দেওয়া হয়নি।

তারপরও মুখে ‘সাকিব ভুয়া’ স্লোগান ছিল অনেকের। দেশের সেরা তারকাদের নিয়ে এমন ব্যঙ্গবিদ্রুপ ও দুয়োধ্বনি বেশ দৃষ্টিকটু ও শুনতেও খারাপ লাগে।

এসব বন্ধের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। তবে আজ বুধবার রাতে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচের পর এক প্রশ্নের জবাবে সাকিব-তামিমের দীর্ঘদিনের সঙ্গী মুশফিকুর রহিম এমন ‘ভুয়া-ভুয়া’ বলাকে রীতিমতো অনৈতিক কাজ বলে মন্তব্য করেছেন।

মুশফিক প্রেস কনফারেন্স বলেন, ‘এমন ব্যঙ্গ করা থেকে বিরত থাকা উচিত। এগুলো রীতিমতো অনৈতিক কাজ।’

সাকিব আর তামিমকে দেশের ক্রিকেটের দুই সেরা ও সফলতম তারকা হিসেবে অভিহিত করে মুশফিক বলে ওঠেন, ‘সাকিব আর তামিম যদি ভুয়া হয়, তাহলে আমরা কী?????????????




দুর্গাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলা অনুষ্ঠিত

ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এ খেলা সম্পন্ন হয়।

খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে শশারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সাগরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা গোল্ডকাপে বারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলায় ১২৬টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সজিব রায়, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।




খেলা শেষে বাড়ি ফেরা হলো না ফুটবল খেলোয়ার আব্দুল হাকিম

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে ফুটবল খেলা শেষে নদীতে হাত-পা ধৌতকরণের সময় আব্দুল হাকিম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। আব্দুল হাকিম দুর্গাপুর সদর ইউনিয়নে মেনকিফান্দা গ্রামের মনসুর আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম দীর্ঘদিন যাবত একই গ্রামে মামার বাড়িতে থাকতো। সে মৃগী রোগী ছিল এবং পানি দেখলে মাঝে মধ্যে খিঁচুনি ওঠতো। ওইদিন বিকেলে সহপাঠিদের সাথে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় মামার বাড়ির সামনে নদীতে হাত-পা ধুতে হাঁটু পানিতে নামেন আব্দুল হাকিম। এসময় হঠাৎ তার খিঁচুনি দেখা দিলে তার মামাতো বোনের চিকৎকারে বাড়ির লোকজন হাকিম কে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বুধবার সকালে সাংবাদিকদের বলেন, হাকিমের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখার জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




দুর্গাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

ডিএনবি নিউজ ডেস্ক:

জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় শুরু হয়েছে অনুর্ধ্ব – ১৭ বছর পর্যায়ের ‘‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১। শনিবার দুপুরে এ খেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিরিশিরি ডনবস্কো কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর মেয়র মো. আলা উদ্দিন আলাল, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদ সদস্য রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিন আল আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রাংসা, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, ওসি শাহনুর এ আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, প্রমুখ। উদ্ধোধনী ম্যাচে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা সহ ৮টি দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হবে। বিরিশিরি ও গাঁওকান্দিয়া ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় বিরিশিরি ইউনিয়ন জয় লাভ করে।




দুর্গাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

ডিএনবি নিউজ ডেস্ক:

জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় শুরু হয়েছে অনুর্ধ্ব – ১৭ বছর পর্যায়ের ‘‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১। শনিবার দুপুরে এ খেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিরিশিরি ডনবস্কো কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর মেয়র মো. আলা উদ্দিন আলাল, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদ সদস্য রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিন আল আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রাংসা, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, ওসি শাহনুর এ আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, প্রমুখ। উদ্ধোধনী ম্যাচে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা সহ ৮টি দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হবে। বিরিশিরি ও গাঁওকান্দিয়া ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় বিরিশিরি ইউনিয়ন জয় লাভ করে।




নাটকীয় জয়ে ফাইনালে বার্সেলোনা

স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালের ফিরতি লেগে নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা। আর এই জয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যদের।

কোপা ডেল রের সেমিফাইনাল প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ফিরতি লেগে অতিরিক্ত সময়ে তাদের ৩-০ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।

অবশ্য অতিরিক্ত সময়ে ৯০+২ মিনিটের মাথায় সেভিয়ার ফার্নান্দো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিনথ হয়। এরপর ১০৩ মিনিটের মাথায় লুক ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে বাকি সময় ৯ জন নিয়ে খেলতে হয় সেভিয়াকে। ৯ জন নিয়ে খেলে বার্সেলোনার মতো দলের বিপক্ষে আর পেরে ওঠেনি তারা। তাতে ফাইনালেও যাওয়া হয়নি তাদের।

১৭ এপ্রিল কোপা ডেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাও অথবা লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা।

ঢাকা/আলো 




হার কাম্য নয় তবে সবকিছুতেই উন্নতি হয়েছে: সাকিব

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে জাতীয় দলের পারফরম্যান্সে খুশি নন সাকিব আল হাসান। দল হেরেছে ২-০ ব্যবধানে। তবে এক সিরিজ হারেই সবকিছুর শেষ দেখছেন না তিনি। জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মূল্যায়ন করছেন। তার বিশ্বাস, দল উন্নতি করেছে সবকিছুতেই। ভবিষ্যতে ভালো দিন আসবে।

‘ফ্রেন্ডশিপ’ নামের একটি বেসরকারী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে সাকিব আল হাসান যুক্ত হয়েছেন। সংস্থাটি গত ১৯ বছর চর ও দুর্যোগপ্রবণ দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠিদের নিয়ে কাজ করেছে। সোমবার সংস্থাটি ‘ফ্রেন্ডস অ্যান্ড হিরোস’ নামের একটি ক্যাম্পেইন চালু করেছে। অনলাইনে সেই ক্যাম্পেইনে যুক্ত হন সাকিব।

‘পরাজয় কাম্য নয়। তবে শুধু ক্রিকেটে নয় সকল খেলাধুলাতে জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’ – যোগ করেন সাকিব।

নির্বাসন কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত পরিসরের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। তিন ওয়ানডে ঠিকঠাক মতো খেললেও চট্টগ্রামে প্রথম টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়েন তিনি। দ্বিতীয় দিন ইনজুরিতে পড়ায় তাকে পরের তিনদিন পায়নি বাংলাদেশ। দলের হার ড্রেসিংরুমে বসে দেখেছেন। ঢাকা টেস্টেও ইনজুরির কারণে ছিটকে যান।

 

ঢাকা/এলো




টিভিতে আজকের খেলা

ক্রিকেট

ভারত-ইংল্যান্ড
দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন;
সরাসরি, সকাল ১০টা;
স্টার স্পোর্টস ওয়ান।

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হাম-শেফিল্ড
সরাসরি, রাত ১২টা;
টি স্পোর্টস।

চেলসি-নিউক্যাসল
সরাসরি, রাত ২টা
টি স্পোর্টস।

আইএসএল
মুম্বাই সিটি-বেঙ্গালুরু
সরাসরি, রাত ৮টা;
স্টার স্পোর্টস টু।

ইতালিয়ান সিরি‘আ লিগ
হেলাস ভেরোনা-পারমা
সরাসরি, রাত ১টা ৪৫টা;
টেন টু।

টেনিস
অস্ট্রেলিয়ান ওপেন
সরাসরি, সকাল ৬টা;
সনি সিক্স ও টেন টু।

 

ঢাকা/আলো 




টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের

মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম ফিফটি বঞ্চিত হলেও তাদের চল্লিশ ছাড়ানো দুটি ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারালো পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতলো তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে দুর্দান্ত বোলিং করেছিল পাকিস্তান। ৬৫ রানেই তারা সফরকারীদের ৭ উইকেট তুলে নেয়। কিন্তু ডেভিড মিলার ঝড়ে ৮ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। ৪৫ বলে ৫ চার ও ৭ ছয়ে ৮৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

পাকিস্তানের পক্ষে অভিষেক ম্যাচে লেগস্পিনার জাহিদ মাহমুদ সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান মোহাম্মদ নওয়াজ ও হাসান আলী।

লক্ষ্যে নেমে রিজওয়ান ও হায়দার আলীর ৫১ রানের জুটি ভালো শুরু এনে দেয়। হায়দার ১৫ রানে বিদায় নেওয়ার পর রিজওয়ানকে ৪২ রানে এলবিডাব্লিউ করেন তাবরাইজ শামসি। দ্রুত ফিরে যান হুসেইন তালাত (৫)। ৩০ বলে ৫ চার ও ১ ছয়ে ইনিংস সেরা ৪৪ রানে ডোয়াইন প্রিটোরিয়াসের শিকার হন বাবর। তখন ১৪ ওভারে দলের স্কোর ৪ উইকেটে ১১২ রান।

পরের তিন ওভারে আরও দুটি উইকেট হারায় পাকিস্তান। তবে মোহাম্মদ নওয়াজ ও হাসান ঝড় তোলেন। তাতে শেষ ওভারে ১৬ রান দরকার ছিল দলের। প্রথম বলে নো হয় এবং ছয় মারেন হাসান। পরে আরও একটি এক্সট্রা রানে শেষ চার বলে ৬ রান দরকার ছিল তাদের। তৃতীয় ও চতুর্থ বলে চার ও ছয় মেরে দলকে জেতান হাসান। ১৮.৪ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করে পাকিস্তান।

ঢাকা/আলো