আমার খুব কষ্ট হয় তবুও মেয়েকে এভাবেই বেঁধে রাখি

ডিএধনবি নিউজ ডেস্কঃ

‘‘খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলি সব ধান খেয়েছে খাজনা দিবো কিসে’’ এমন ছড়া বলতে বলতে হাত বাঁধা অবস্থায় জান্নাতুল বৃষ্টি (৭) কে ভাত খাওয়াচ্ছে তার মা। জন্মের পর থেকে মানসিক ভারসাম্যহীন আদরের মেয়ে জান্নাতুল। সামর্থ্য অনুযায়ী অনেক চিকিৎসা করিয়েও কোন কাজ হয়নি। অর্থের অভাবে উন্নত চিকিৎসাও করাতে পারছেন না জান্নাতুলের পরিবার। তাই বাধ্য হয়েই আদরের সন্তানের দু‘হাতে কাপড় দিয়ে ঘরের বারান্দার খুঁটির সঙ্গে এভাবেই বেঁধে রেখে অন্যান্য কাজ করেন।

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দশাল এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার শিশুকন্যা জান্নাতুল বৃষ্টি। উন্নত চিকিৎসার অভাবে দীর্ঘ সাত বছর ধরে এভাবেই বন্দিজীবন কাটছে তার। শাহজাহান মিয়া রাজমিস্ত্রির কাজ করেন। পরিবারে তার দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন। ২০১৪ সালের ৬ জুন স্বাভাবিক জন্ম হয় জান্নাতুল বৃষ্টির। জন্মের পর কোনো সাড়া-শব্দ না থাকায় তাকে তখন স্থানীয় হাসপাতালে নিলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন শাজাহান মিয়া।

পরবর্তিতে এক বছর বয়স থেকেই সে জান্নাতুল অস্বাভাবিক আচরণ শুরু করে। তাকে ছেড়ে দিলে সে নিজেই নিজের মাথায় থাপ্পড় দেয় কোন সময় মাটির সাথে ধাক্কা দিয়ে সামনে যাকে পায় তাকে কামড়াতে এগিয়ে আসে। ঘর থেকে বেরিয়ে যেতে চায়, অন্যদের মারধর করে। সামর্থ মোতাবেক গ্রামের কবিরাজ ও স্থানীয় ডাক্তারের কাছে নিয়েও কেনো লাভ হয়নি। এরপর থেকে শিশু বৃষ্টির দুহাত সব সময় কাপড় দিয়ে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখেন তার বাবা-মা। পরবর্তিতে হাসপাতালের ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা উন্নত চিকিৎসার করাতে পরামর্শ দেন। কিন্তু অর্থের অভাবে তা আর সম্ভব হচ্ছে না।

বৃষ্টির চিকিৎসা নিয়ে শাহজাহান মিয়া বলেন, আমি পেশায় একজন রাজমিস্ত্রি, সারাদিন দৈনিক মজুরী হারে কাজ করে যে টাকা পাই তা দিয়ে কোন রকম চলে যায়। আমার দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে ছোট একটা ঘরে বসবাস করি। আমার মেয়েকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করাবো সে সামর্থ আমার নাই। তাই মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে কোন রকম দিন পার করছি। যদি সরকারি ভাবে মেয়ের চিকিৎসার ব্যবস্থা নেয়া হতো তাহলে আমার মেয়েটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতো।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব উল আহসান বলেন, ঘটনাটি শুনেছি, সত্যিই তা হৃদয় বিদারক। এ নিয়ে শাহাজান মিয়ার সাথে কথা বলে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অতি দ্রæত ওই মেয়ের সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হবে।




করোনা বিধি-নিষেধ তুলে নিলো সৌদি আরব

ডিএনবি নিউজ ডেস্কঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল সূত্র জানিয়েছে যে সৌদি আরব করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সতর্কতামূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা তুলে নেয় শনিবার (৬ মার্চ) থেকে।

সৌদি আরব আর কিংডমে আগমনের পর যাত্রীদের বাধ্যতামূলক COVID-19 কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে যেতে হবে না। যাত্রীদের তাদের আগমনের পরে আর পিসিআর পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না।
যেকোন ধরনের ভিজিট ভিসায় কিংডমে আগমনের জন্য যেকোনও করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসার খরচ কভার করে এমন বীমা পেতে হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিকা দেওয়ার জাতীয় পরিকল্পনার নির্দেশিকাগুলোতে চলমান থাকার উপর জোর দিয়েছে, যার মধ্যে একটি বুস্টার ডোজ পাওয়া এবং সুবিধা, ক্রিয়াকলাপ, অনুষ্ঠান, বিমান এবং জনসাধারণের প্রবেশের জন্য “তাওয়াক্কালনা” অ্যাপে স্বাস্থ্যের অবস্থা যাচাই করার জন্য পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে।তিনি স্পষ্ট করে বলেছেন যে মহামারী পরিস্থিতির অগ্রগতি অনুসারে উপরের ব্যবস্থাগুলো দেশের দক্ষ স্বাস্থ্য কর্তৃপক্ষের নিয়মিত যাচাই-বাছাইয়ের উপর ।




ইউক্রেনের দুই শহরে যুদ্ধবিরতি ঘোষণা

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের দু’টি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বেসামরিক লোকদের জন্য মানবিক সহায়তা করিডোর চালু করেছে মস্কো।

রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা করা শহর দুটি হলো মারিওপোল ও ভলনোভাখা। রাশিয়ার মন্ত্রণালয়ের তরফে বলা হয়, আজ, ৫ মার্চ, মস্কোর সময় সকাল ১০টা, রাশিয়ার পক্ষ থেকে শান্ত থাকার কথা বলা হচ্ছে এবং বেসামরিক লোকদের জন্য মারিওপোল ও ভলনোভাখা মানবিক সহায়তা করিডোর হিসেবে চালু করা হলো। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট নয় যে কতক্ষণ এই রুট খোলা থাকবে।

এদিকে, ইউক্রেনের তরফ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে

সম্প্রতি পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।গত ২১ ফেব্রুয়ারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পরপরই শুরু হয় ইউক্রেন আগ্রাসন।




পবিত্র রমজানে ৬ পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে টিসিবি

ডিএনবি নিউজ ডেস্কঃ

রমজান সামনে রেখে এবার টিসিবির মাধ্যমে ৬টি পণ্য তৃণমূল পর্যন্ত সাশ্রয়ী মূল্যে বিক্রির ব্যবস্থা করবে সরকার।

রোববার (২০ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, টিসিবির মাধ্যমে দেশের ১ কোটি মানুষের জন্য সাশ্রয়ী মূলে ৬টি খাদ্যসামগ্রী বিক্রির ব্যবস্থা করা হবে। পণ্যগুলো হলো পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা।

তিনি আরও বলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হলেও দাম না বাড়ালে ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দিলে সংকট আরও বেশি হতো।এদিকে কৃষকদের স্বার্থেই পেঁয়াজের দাম বেশি বলে জানান তিনি।




খুলনায় স্কুলছাত্রের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা

ডিএনবি নিউজ ডেস্কঃ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের ১৪নং রোডে একটি মাঠে ১১ বছর বয়সী এক শিশুকে মাথা, গলাসহ শরীরের একাধিক স্থানে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা।

নিহত শুভ হাওলাদার নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি খোলা মাঠের কোনায় রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার মাথা, গলা, হাতসহ একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন দেখা যায়। হত্যার সময় দুর্বৃত্তদের সাথে শিশুটির ধস্তাধস্তির আলামত পেয়েছে পুলিশ। সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় হত্যাকারীরা নির্বিঘ্নে শিশুকে হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশের ধারণা।

নিহতের বাবা ভাঙ্গারী বিক্রেতা ইব্রাহিম হাওলাদার জানান, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। মাও ঘরের বাইরে যায়। নিজ সন্তানের হত্যার খবরে বারবার মুচ্ছা যাচ্ছিলেন বাবা-মা। ১১ বছরের শিশুর এমন নৃশংস হত্যার ঘটনায় এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়না তদন্তের জন্য লাশ খুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।

তবে অভিযান চলছে বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক।




বকেয়া বেতন পরিশোধ না করায় নিউজরুমে সাংবাদিকের আত্মহত্যা

ডিএনবি নিউজ ডেস্কঃ

মাসের পর মাস বেতন না পেয়ে আত্মহত্যা করেছেন দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর অভিজ্ঞ এক সাংবাদিক।

বেতন বকেয়া থাকায় হতাশায় গত রবিবার (১৩ ফেব্রুয়ারি) অফিসের নিউজরুমেই আত্মহত্যা করেছেন তিনি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ মিডিয়া দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সংবাদে বলা হয়, বেতনের অভাবে আত্মহত্যা করা ওই ভারতীয় সাংবাদিকের নাম টি কুমার। ৫৬ বছর বয়সী এই গণমাধ্যম কর্মী ভারতীয় বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ায় (ইউএনআই) ফটো জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি ইউএনআইয়ের তামিলনাড়ু ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার দিন সন্ধ্যায় অফিসের নিউজরুমে টি কুমার আত্মহত্যা করেন। এর পরদিন সোমবার অন্য সহকর্মীরা তার মরদেহটি উদ্ধার করেন।

এ দিকে টি কুমারের মৃত্যুতে ভারতের সাংবাদিকতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে মাসের পর মাস বেতন ও বকেয়া অর্থ না পাওয়া এবং সাংবাদিকদের যে বৃহত্তর আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়, বর্তমানে সেটি নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ।

ভারতীয় বার্তা সংস্থা ইউএনআইয়ের কর্মীরা অভিযোগ করে বলেছেন, গত ৬০ মাস যাবৎ প্রতিষ্ঠান তাদেরকে কোনো ধরনের বেতন পরিশোধ করেনি। বিবৃতির মাধ্যমে বার্তা সংস্থাটির কর্মীরা জানিয়েছেন, নিয়মিত বেতন না পাওয়ার কারণে টি কুমার তীব্র আর্থিক সংকটের মধ্যে ছিলেন।

অবশ্য ইউএনআইয়ের এডিটর-ইন-চিফ অজয় কুমার কাউল বেতন না পেয়ে নিজ প্রতিষ্ঠানের এক সাংবাদিকের আত্মহত্যার ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ‘পুলিশের এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা উচিৎ’ বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ মিডিয়া দ্য ইন্ডিপেন্ডেন্টকে তিনি বলেছেন, আমরা যতটা জেনেছি, আত্মহত্যার আগে টি কুমার কোনো সুইসাইড নোট রেখে যাননি। (কোনো সমস্যা থাকলে) আত্মহত্যার মতো সিদ্ধান্ত গ্রহণের আগে কারণ হিসেবে সেখানে তিনি আর্থিক চাপ বা বেতন বকেয়ার মতো কিছু উল্লেখ করে যেতেন।

তার দাবি, সাংবাদিকের আত্মহত্যার ঘটনার পেছনে কারণ হিসেবে বেতন বাকি থাকার কথা বেশ কয়েকটি মিডিয়াতে ছড়ানো হচ্ছ। কিছু মানুষ বিষয়টি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। এটি কি আত্মহত্যা না-কি অন্য কিছু? আমরা চাই পুলিশ বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখুক।

অজয় কুমারের ভাষায়, অতি দুঃখজনক ঘটনাটি ঠিক কী কারণে ঘটল সেটির যথাযথ কারণ ও প্রেক্ষাপট আমরাও জানতে চাই।

টি কুমারের মৃত্যুর বিষয়টি গত সোমবার সকালে টুইটারে প্রথম প্রকাশ করেছিলেন সিনিয়র সাংবাদিক বিশ্ব বিশ্বনাথ। সেখানে তিনি লিখেছিলেন, ভারতের অন্যতম শীর্ষ ও অগ্রগামী বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ায় একজন সাধারণ কর্মী হিসেবে খুব অল্প বয়সে যোগ দিয়েছিলেন টি কুমার। পরবর্তী সময়ে নিজের জ্ঞান ও কর্ম দক্ষতার কল্যাণে তিনি ইউএনআইয়ের তামিলনাড়ু ডিভিশনের ব্যুরো প্রধান হয়ে যান।

মূলত এরপরই বার্তা সংস্থাটির কর্মীদের বেতন না পাওয়ার প্রসঙ্গটি সামনে আনেন বিশ্বনাথ। তার দাবি, দুর্ভাগ্যজনকভাবে, ইউএনআই গত ৬০ মাস যাবৎ কর্মীদের বেতন দিচ্ছে না। ইউএনআইয়ের সকল কর্মীরা কিস্তির মাধ্যমে নিজেদের মাসিক বেতন পাচ্ছেন। যদিও সেই কিস্তিও নিয়মিত পরিশোধ করা হয় না।

তার অভিযোগ, কর্মীদের মানসিক চাপের মধ্যে ফেলছে ইউএনআই। বেতন না দেওয়া এবং মানসিক চাপের কারণে একজন চমৎকার সাংবাদিক ও খুবই ভালো একজন মানুষ আত্মহত্যা করলেন।

বিশ্ব বিশ্বনাথ বলেছেন, টি কুমার অন্য কোথাও না, চেন্নাইতে অবস্থিত ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার তামিলনাড়ু অফিসের সেন্ট্রাল হলে আত্মহত্যা করেছেন। তার পুরো জীবনটা যে ইউএনআই ধ্বংস করেছে এটি তিনি অনুভব করেছিলেন এবং এখানে আত্মহত্যা করা সেটিরই ইঙ্গিত।




রায়পুরে অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্কঃ

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ধাক্কায় মো. শাকিল (২০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন পলাশ (১৮) নামে তার এক ভাতিজা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কের চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের হোসেন মেম্বারের স্টেশান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শাকিল ওই ইউনিয়নের উদমারা গ্রামের দিনমজুর শফিক উদ্দিনের ছেলে।

তিনি রায়পুর শহরে ফার্নিচার দোকানের কর্মচারী।
ঘাতক অটোরিকশাচালক মো. হাসিব (৩০) একই এলাকার মোহন মিয়ার ছেলে।

ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের মা সাবিহা বেগম জানান, প্রতিদিনের মত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাকিল ও তার ভাতিজা পলাশ রায়পুর শহরে ফার্নিচার দোকান থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলো।

পথে বাসাবাড়িবাজার ও হায়দরগঞ্জ সড়কের উদমারা গ্রামের হোসেন মেম্বার স্টেশন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি অটোরিকশা তাদের বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শাকিল ও পলাশ গুরুতর আহত হয়। শাকিলের মাথা ও কানে গুরুতর জখম হয়ে রক্তক্ষরণ শুরু হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত পলাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলী পাটোয়ারী বলেন, ঘটনাস্থলে হায়দরগঞ্জ ফাঁড়ির পুলিশ পাঠানো হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। অটোরিকশা ও নিহতের বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




দুর্গাপুরে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পরিচিতি সভা

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন দুর্গাপুর-কলমাকান্দা থানা সমন্বয় কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওয়াদুদ রতন এর সঞ্চালনায় ও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল আহসান, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা উজ্জ্বল সরকার,দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া,সাবেক প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলসহ, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের  সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।




সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক

 

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’

রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহামান্য আদালত র‌্যাবকে দায়িত্ব দিয়েছে। র‌্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা আশা করি খুব শিগগিরই ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিল এগুলো আমরা বের করতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘এটা আমার নির্বাচনী এলাকাতেই হয়েছিল। আমিও দৌড়ে গিয়েছিলাম। আমিও মনে করি এটা যথেষ্ট দেরি হয়েছে। এটা আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এই হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

সেসময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে সাড়ে ৮৭ হাজার ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। এত সময়ে মামলার বিচারই শুরু করা যায়নি।




ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মী অপহৃত

 

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ

ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় আবিয়ান থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) ইয়েমেনে দায়িত্বরত জাতিসংঘের মুখপাত্র রাসেল গিকি একথা জানান। তবে কারা এসব কর্মীকে অপহরণ করেছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

রাসেল জানান, অপহৃত কর্মীদের নিরাপদে ফিরিয়ে আনতে ইয়েমেনের স্থানীয় কৃর্তপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে ।২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের ও রাজধানী সিনার নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেন সরকারকে সহযোগিতা করতে হুতি বিদ্রোহীদের ওপর হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দুই পক্ষের লড়াইয়ে দেশটিতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে আরো কয়েক লাখ মানুষ। সূত্র: এনডিটিভি।