দুর্গাপুরে ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মানু মজুমদার

নিউজ ডেস্কঃ

জেলার দুর্গাপুর উপজেলার ৩নং চন্ডিগর ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার ওই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইউনিয়ন পরিষদ চত্বরে ভবনের উদ্বোধন শেষে চন্ডিগর ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মানু মজুমদার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দুগার্পুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলাল উদ্দিন আল-আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,সহ-সভাপতি শ্রী স্বপন সান্যাল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জি,মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, কলমাকান্দা জেলা পরিষদ সদস্য সম্রাট, দুগার্পুর থানার ওসি শাহনুর এ আলম ,বাকলজোড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দুগার্পুর সদর ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন চৌধুরী পাভেল, সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার প্রমূখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৪৮ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।




দেশে বজ্রপাতে সাড়ে ৯ মাসে মৃত্যু ৩২৯

নিউজ ডেস্ক:

দেশে চলতি বছরের সাড়ে ৯ মাসেই বজ্রপাতে ৩২৯ জনের মৃত্যু হয়েছে। সব মৃত্যুই হয়েছে খোলা স্থানে। এজন্য সরকার বজ্রপাত আশ্রয়কেন্দ্র করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দুর্যোগ ববস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১১ সাল থেকে গত ১১ বছরে বজ্রপাতে ২ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে মৃত্যু হয়েছে ২৫৫ জনের, ২০১৯ সালে ১৯৮ জন, ২০১৮ সালে ৩৫৯ জন, ২০১৭ সালে ৩০৭ জন, ২০১৬ সালে ৩৯১ জন, ২০১৫ সালে ২২৬ জন, ২০১৪ সালে ১৭০ জন, ২০১৩ সালে ১৮৫ জন, ২০১২ সালে ২০১ জন এবং ২০১১ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছরের কার্যক্রম তুলে ধরা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান মূল বক্তব্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, বজ্রপাত আশ্রয়কেন্দ্র হিসেবে ১ শতাংশ জায়গায় একটি করে পাকা ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘরে একটি করে বজ্রপাত প্রতিরোধী দণ্ড থাকবে। সতর্কবার্তা শোনার পর মানুষ সেই আশ্রয়কেন্দ্রে যাবে। বজ্রপাত না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবে।

আজ বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের জাতীয়ভাবে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’।

মুজিব বর্ষ সামনে রেখে দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতিকে জোরদার করার প্রতিশ্রুতি নিয়ে এবার দিবসটি পালিত হচ্ছে।




দুর্গাপুর কমিশনার’দের ১২ বছর পূর্বের সম্মানিভাতা প্রদান

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২০০৫-২০১১ পর্ষদের চেয়ারম্যান, কমিশনার’দের ১২ বছর আগের বকেয়া সম্মানিভাতা পরিশোধ করলেন বর্তমান মেয়র মোঃ আলাউদ্দিন আলাল।
১০ অক্টোবর রোববার দুপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে ঐ সকল চেয়ারম্যান, কমিশনার’দের আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা আলোচনার পর তাদের বকেয়ার প্রথম কিস্তি নগদ প্রদান করা হয়। আগামী ৫ মাসের মধ্যে সমোদয় বকেয়া পরিশোধ করা হবে বলেও জানান এই মেয়র। তিনি মেয়র হওয়ার সারে সাত মাসের মাথায় বর্তমান কাউন্সিলরদের সম্মানিভাতা পরিশোধসহ চেয়ারম্যান, কমিশনার’দের ১২ বছর আগের সম্মানিভাতা পরিশোধ করেদিলেন ১০ অক্টোবর রোববার। তাদের মধ্যে দু-জন কমিশনার যথাক্রমে ফাতেমা বেগম জ্যুতি ও শহিদুল ইসলাম শহীদ মৃত্যুবরণ করায় স্বজদের হাতে ঐ বকেয়া তুলে দেওয়া হয়।
পৌর মেয়র আলা উদ্দিন আলাল প্রতিবেদককে জানান ২০০৫-২০১১ পর্ষদের চেয়ারম্যান, কমিশনার’দের বকেয়া সম্মানিভাতা ১২ লক্ষ ৭৯ হাজার ২শত টাকার মধ্যে ২লক্ষ ১১ হাজার ৫৩৩ টাকা প্রথম কিস্তি হিসাবে তাদের মধ্যে প্রদান করা হলো।
এ সময় সম্মানিভাতা গ্রহীতা,পৌর সচিব মোঃ তৌহিদুল ইসলাম,সহকারী প্রকৌশলী নওশাদ আলম,হিসাব রক্ষক,স্থানীয় সংবাদকর্মীগনসহ অন্যান্য পৌর কর্মচারীগন উপস্থিত ছিলেন।




ফিলিস্তিনি শহিদদের কবরস্থান গুঁড়িয়ে দিল ইসরায়েল

ডিএনবি নিউজ ডেস্ক:

জেরুজলেমে অবস্থিত মসজিদ আল-আকসার পাশে একটি কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়। খবর আনাদোলুর।

ইসরায়েল সরকার পরিচালিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষ বোরবার আল-আকসার পাশে ওই মুসলিম কবরস্থানটি গুঁড়িয়ে দেয়।

এ সময় অসংখ্য কঙ্কাল কবর থেকে বের হয়ে পড়ে থাকে। এ সময় ফিলিস্তিনিরা এগুলো কুড়িয়ে সমাহিত করার চেষ্টা করেন।

ইসরায়েলের সঙ্গে ১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহিদ হয়েছিলেন, আল-আকসার পাশে আল-ইয়ুসুফিয়া নামে বহু পুরনো মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল।

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে ইহুদিবাদী এ দেশটি।




ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে শ্রমিকরা

ডিএনবি নিউজ ডেস্ক:

ভোগড়া বাইপাস এলাকায় আজ রোববার সকাল ৯টার দিকে প্রায় ১২ শ’ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও আফিসগামী মানুষ। গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইন্টারলিংক ড্রেসেস কারখানার প্রায় ১২ শ শ্রমিক সেপ্টেম্বর মাসের বেকেয়া বেতনের দাবিতে সকালে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।




প্রযুক্তিনির্ভর হজ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেবে সরকার

ডিএনবি নিউজ ডেস্ক: 

প্রযুক্তিনির্ভর হজ ব্যবস্থাপনায় অংশগ্রহণের জন্য হজযাত্রী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের এক সভায় তিনি এ কথা বলেন। ২০২২ সালের হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিষয়ে পূর্ব প্রস্তুতি বিষয়ে এ সভা হয়।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে হজযাত্রীদের হজ পালন করতে হতে পারে। বর্তমানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় অ্যাপস ব্যবহারের মাধ্যমে পবিত্র ওমরাহ কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি উন্নতি হলে আগামী বছরের হজে সব দেশ থেকে আগের মতো মুসল্লি অংশ নিতে পারবে বলে আশা করছে সৌদি আরব।




সরকারী খরচে ফ্রি করোনা পরীক্ষা করতে পারবে প্রবাসীরা

ডিএনবি নিউজ ডেস্ক:

বিদেশগামী কর্মীদের বিমানবন্দরে করোনা পরীক্ষার খরচ দিতে হবে না। ভর্তুকি হিসেবে করোনার আরটি পিসিআর পরীক্ষার ফি দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আমিরাতগামী কর্মীদের বিমান উড্ডয়নের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে হচ্ছে। পরীক্ষা প্রতি খবচ এক হাজার ৬০০ টাকা।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে করোনা পরীক্ষার খরচ দেওয়া হবে। প্রবাসীদেরই জমানো টাকায় এ তহবিল গঠিত। এর আগে সৌদি আরবগামীদের জনপ্রতি ২৫ হাজার টাকা করে দেওয়া হয় দেশটিতে গিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে।

দুবাই এক্সপো-২০২০ এ যোগ দিতে আমিরাতে রয়েছেন ইমরান আহমদ। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রবাসী কর্মীরা দেশের রেমিটেন্স-যোদ্ধা, তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠান। অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে তৎপর। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য নির্ধারিত এক হাজার ৬০০ টাকা মন্ত্রণালয় পরিশোধ করবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।

আমিরাতের শর্তানুযায়ী যাত্রার ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হয়। বিমান উড্ডয়নের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে দ্বিতীয় দফায় র‌্যাপিড টেস্ট করাতে হয়। বিমানবন্দরে এ সুবিধা না থাকায় গত মে থেকে আমিরাত যেতে পারছিলেন না বাংলাদেশিরা। ৪০ থেকে ৫০ হাজার কর্মী দেশে আটকা পড়েন। তারা আন্দোলনে নামেন বিমানবন্দরে র‌্যাপিড টেস্টের ল্যাব স্থাপনের দাবিতে।

গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠক থেকে দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে দুই-তিন দিনের মধ্যে করোনার র‌্যাপিড টেস্টের ল্যাব স্থাপনের নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠান বাছাই নিয়ে নানা টানাপোড়েনে ১১ দিন যায়। আটকে পড়াদের আবার আন্দোলনে নামেন। এরপর আমিরাতের অনুমোদনের অপেক্ষায় আরও ১৩ দিন পার হয়। অবশেষে ৩০ সেপ্টেম্বর থেকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ছয় বেসরকারি প্রতিষ্ঠানের ল্যাবে করোনা পরীক্ষা শুরু রয়েছে। বাকি দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই।




২ দিনের রিমান্ডে রিং আইডির পরিচালক

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজধানীর ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্সভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২ অক্টোবর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন দুপুরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, গতকাল শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভুক্তভোগী ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় রিং আইডির ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

সিডিউলভুক্ত হওয়ায় মামলাটি সিআইডির সাইবার পুলিশ সেন্টার তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় মামলার অন্যতম অভিযুক্ত মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডি কমিউনিটি জবস খাতে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জনের কথা বলে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, কেবল কমিউনিটি জবস খাত থেকেই গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ টাকা, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ ও জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে রিং আইডি। তিন মাসে তারা হাতিয়ে নিয়েছে মোট ২১২ কোটি ৪৫ লাখ টাকা।

রিং আইডি যেন অবৈধভাবে দেশের টাকা বাইরে পাচার করতে না পারে সেজন্য এরই মধ্যে তাদের সব ব্যাংক হিসাব জব্দ করতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানিয়েছে সিআইডি।




ত্রাণ গ্রহণে কাবুল বিমানবন্দর চালু, যাত্রী ফ্লাইট শিগগিরই

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

ত্রাণসামগ্রী গ্রহণের জন্য একটি কারিগরি দল আফগানিস্তানের কাবুল বিমানবন্দর চালু করতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত।

আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

কাবুলে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সাঈদ বিন মুবারাক আল খায়ারিন আল হাজার জানান, এরই মধ্যে কাবুল বিমানবন্দর কার্গো ফ্লাইট চালুর অবস্থায় এসেছে, শিগগিরই যাত্রী পরিবহণকারী বেসামরিক ফ্লাইট চালুর জন্য প্রস্তুত হবে।

আলজাজিরার মতে, কাতারি রাষ্ট্রদূত জানিয়েছেন, আফগান কর্তৃপক্ষের সহায়তায় কাবুল বিমানবন্দরের রানওয়ে মেরামত করা হয়েছে।

এরই মধ্যে আফগানিস্তানের মাজার-ই-শরিফ এবং কান্দাহারের উদ্দেশে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হয়েছে বলেও জানায় আলজাজিরা।




দুর্গাপুরে খাস খতিয়ান থেকে ভুমি কর কমানোর দাবীতে সংবাদ সম্মেলন

ডিএনবি নিউজ ডেস্কঃ
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেরী বাজার এলাকায় প্রায় ৫০ বছর ধরে সরকারি ভুমিতে বসবাসরত প্রায় ১৫০টি নিম্নআয়ের পরিবার, সরকারী ভুমি কর কমানোর দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাজাহান সরকার। তিনি জানান, ১৯৬৫ সন থেকে তেরীবাজার এলাকায় সরকারের কাছ থেকে প্রাথমিক বন্দোবস্ত নিয়ে প্রতি শতক ভুমি ২০ টাকা হারে কর পরিশোধের মাধ্যমে বসবাস করে আসছেন। কিন্তু ভুমি মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপন মোতাবেক এখন থেকে প্রতি শতকের কর ৬ হাজার ৫শত ২৫ টাকা হারে পরিশোধ করতে বলা হলে চরম বিপাকে পড়তে হয় তাদের। এ থেকে পরিত্রান পেতে তাদের মাথা গোঁজার জায়গা গুলো অর্পিত সম্পত্তির খাত থেকে সরকারের খাস খতিয়ান খাতে নিয়ে স্থায়ী ব্যবস্থা করে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান ভুক্তভোগীরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. রুস্তম আলী, মো. বাবুল ভান্ডারী, খুদিরাম সাহা, জোবেদা খাতুন, মো. মুকুল ভান্ডারী, মো. নাজিম উদ্দিন, আয়েশা খাতুন, মোশারফ সরকার, সঞ্জিবন সরকার, শাজাহান মিয়া, জব্বার আলী, রহিমা খাতুন প্রমুখ।