প্রাণ ফিরেছে সিলেটের চা বাগানগুলোতে

ডিএনবি নিউজ ডেস্ক:

শ্রমিকদের কর্মচাঞ্চল্যতায় প্রাণ ফিরেছে সিলেটের চা বাগানগুলোতে। রোববার (২৮ আগস্ট) সিলেটের ২৩টি চা বাগানের মধ্যে কেবল ৯টি বাগান চালু হওয়ায় এই বাগানগুলোর শ্রমিকরা কাজে ফিরেছেন। এদিকে রোববার সাপ্তাহিক ছুটি থাকায় বাকি বাগানের শ্রমিকরা সোমবার (২৯ আগস্ট) থেকে কাজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সকালে মালনীছড়া, লাক্কাতুরা চা বাগান গিয়ে দেখা যায়, শ্রমিকরা কাজে যোগ দিয়ে বাগান থেকে পাতা উত্তোলন শুরু করেছেন।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবিতে ১৯ দিন আন্দোলন করেন চা বাগানের শ্রমিকরা। এরমধ্যে চারদিন তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। যা মেনে নিয়ে কাজে ফিরতে সম্মতি জানায় চা-শ্রমিকেরা।

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, ‘চা বাগানে অচলাবস্থার অবসান ঘটেছে। সকাল থেকে কয়েকটি বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে কিছু বাগানে আজ সাপ্তাহিক ছুটি। ওইসব বাগানের শ্রমিকরা সোমবার থেকে কাজে যোগ দেবেন।

প্রসঙ্গত, দেশের ১৬৭টি চা-বাগানে শ্রমিকের সংখ্যা দেড় লাখেরও বেশি।




পরিবেশ অধিদফতরের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

ডিএনবি নিউজ ডেস্ক:

পরিবেশ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়া দুই প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- মো. ইমতিয়াজ আহম্মেদ খান ওরফে ইমরুল কায়েস ওরফে জুম্মান খান এবং মো. আরাফাত ওরফে লিটন।

এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ১৫টি সিম কার্ড ও টার্গেটকৃত প্রতিষ্ঠানের মোবাইল নম্বর লেখা সম্বলিত ডায়েরী ২টি। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমতিয়াজ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান বলে নিজেকে পরিচয় দিতেন বলে জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ডিসি মোহাম্মদ তারেক বিন রশিদ।
তিনি বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ার সুবর্ণ ভূমি রিসোর্টের ম্যানেজার মো. এনামুল কবির। ওই রিসোর্টের হেড অফিস ঢাকার বিজয়নগরে। গত ১৩ আগস্ট এনামুল হেড অফিসে অবস্থানের সময় প্রতারক ইমতিয়াজ ফোন দিয়ে নিজেকে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা পরিচয় দেন। ইমতিয়াজ ফোনে বলেন ম্যাজিস্ট্রেটসহ ২৭ জন তার রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যাবেন। তবে দুপুরের খাবার জন্য ৩০ হাজার টাকা দিলে তারা যাবেন না। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ প্রতারক ইমতিয়াজকে ২৫ হাজার টাকা দেয়। গত ১৪ আগস্ট রিসোর্টের পরিবেশ ছাড়পত্রের জন্য ২৭ হাজার টাকা নেন ইমতিয়াজ। পরবর্তীতে পরিবেশ ছাড়পত্রের জন্য যোগাযোগ করা হলে ইমতিয়াজের মোবাইল নম্বর বন্ধ পায় রিসোর্ট কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, এ ঘটনায় গত ২১ আগস্ট ডিএমপির পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে সুবর্ণ ভূমি রিসোর্ট কর্তৃপক্ষ। গ্রেফতারকৃত আসামিরা প্রথমে ফেসবুক পেইজ, ওয়েবসাইট থেকে বিভিন্ন হাসপাতাল, হোটেল, রিসোর্টসহ বিভিন্ন শিল্প কারখানা কর্তৃপক্ষের মোবাইল নম্বর সংগ্রহ করে। এরপর তাদের সংগ্রহে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে রেজিস্ট্রেশনকৃত ও নগদ অ্যাকাউন্ট খোলা সিম দ্বারা টার্গেটকৃত প্রতিষ্ঠানের ফোন দিতেন। নিজেকে পরিবেশ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে টার্গেটকৃত প্রতিষ্ঠানের লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র সমস্যা রয়েছে উল্লেখ করে। পরে ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত চালানোর ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে মোবাইল বন্ধ করে দিতেন।

ডিবির সাইবার কর্মকর্তা তারেক এ বিষয়ে পরামর্শ দিয়ে বলেন, অজ্ঞাতনামা ব্যক্তি যে কোন পরিচয়ে ফোন করুন না কেন তার পরিচয় নিশ্চিত হওয়া। প্রয়োজনে পরিচয় দেওয়া ব্যক্তির প্রতিষ্ঠান বা দফতরের ওয়েবসাইট থেকে পরিচয় বা মোবাইল নম্বর নিশ্চিত হওয়া। সকল ধরণের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠান করা। প্রতারিত হলে দ্রুত পুলিশের সহায়তা নেওয়া এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা।




পাকিস্তানের কেপিতে বন্যা, পাঞ্জাবে পাহাড়ি ঢলে ৮ মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক :

ভারি বৃষ্টিতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দেখা দেওয়া বন্যায় ও পাঞ্জাবে পাহাড়ি ঢলে ছয় স্কুলগামী শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে।

বুধবার এসব ঘটনার পাশাপাশি দেশটির বহু অংশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বলে ডন অনলাইন জানিয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম মুষলধারায় বৃষ্টি হতে থাকায় আপার দির ও সোয়াত জেলায় বন্যা দেখা দিয়েছে, অন্তত ছয় শিশু বন্যার পানিতে ভেসে গিয়ে মারা গেছে আর বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় আরও নয় জন আহত হয়েছে।

আপার দিরের কাসাই শাহিকোতে বন্যার পানিতে ভেসে যাওয়া ছড়ায় পাঁচ স্কুলগামী শিশুর মৃত্যু হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, শিশুরা স্কুল থেকে ফেরার সময় বাড়তে থাকা পানির তোড়ে ভেসে যায়। তাদের মধ্যে দুই জোড়া ভাই-বোন ও অপর একটি শিশু রয়েছে বলে জানিয়েছেন তারা।

পানি নেমে যাওয়ার পর চার শিশুর মৃতদেহ পাওয়া গেলেও অপরজনের লাশ পাওয়া যায়নি, তবে সন্ধান অব্যাহত আছে।

এর আগে সামারবাগ জেলার একটি গ্রামে আরেকটি জলধারায় আরেক শিশু ডুবে মারা যায়। স্থানীয়দের চেষ্টায় সেখান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

মিনগোরাতে হড়কা বানে কয়েকশ স্কুল শিক্ষার্থী আটকা পড়ার পর স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে সামরিক বাহিনীর টিম ও উদ্ধারকারী দলগুলো।

পাঞ্জাব প্রদেশের উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, পাহাড় থেকে নেমে ঢলে ডেরা গাজি খানে একজন ও রাজনপুরে আরেকজনের মৃত্যু হয়েছে।

এদের নিয়ে গত দুই সপ্তাহে পাঞ্জাবে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হল।

ডন জানিয়েছে, প্রদেশটিতে পাহাড়ি ঢলে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, রাস্তা, বৈদ্যুতিক খুঁটি ও সেচ প্রকল্পের খালও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গত কয়েক হাজার মানুষ সিন্ধু নদের তীরে ও সিন্ধু মহাসড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আশপাশের লোকালয়গুলো কোমর সমান পানিতে ডুবে আছে।

পাকিস্তানজুড়ে অস্বাভাবিক ভারি বৃষ্টি ও ব্যাপক বন্যায় জুলাই থেকে এ পর্যন্ত অন্তত ৮৩০ জনের মৃত্যু, অন্তত এক হাজার ৩৪৮ জন আহত ও কয়েক হাজার লোক গৃহহীন হয়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।




ময়মনসিংহে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া

ডিএনবি নিউজ ডেস্কঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রতিটি ইউনিয়নে বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

গত তিনদিন ধরে প্রতিদিন সকালে বিভিন্ন ইউনিয়নে গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেন আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

বর্ষাকাল শেষে ভাদ্র মাসেও অনাবৃষ্টি ও দাবদাহ। সর্বত্র টানা খরা। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। রোপা আমনের ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আমন আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল রোববার সকালে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করে গফরগাঁও উলামা সমিতি।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট কৃষিজমি শুকিয়ে গেছে। এতে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ।

নামাজ শেষে আমাটিয়া গ্রামের গরিব কৃষকরা বলেন, চাষবাস করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ার ক্ষেত শুকিয়ে গেছে।

মাওলানা মাহমুদুল হাসান সালমানী বলেন, ‘রাসুল সা. উনার সময়েও বৃষ্টির জন্য এই নামাজ আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম।




এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

ডিএনবি নিউজ ডেস্ক: 

এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক।

অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে সরাসরি ৪০ লাখ লিটার সয়াবিন তেল কেনার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেল ১৭৩ দশমিক ৯৫ টাকায় কেনা হবে।

মো. আবদুল বারিক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবে ৮৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই লটে প্রতি লিটার সয়াবিন তেল ১৭১ টাকায় কেনা হবে। এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ২০ লাখ লিটার, বসুন্ধরা মাল্টিফুড প্রোডাক্ট লিমিটেড থেকে ৩৫ লাখ লিটার এবং সিনো এডিবল অয়েল লিমিটেড থেকে ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।

তিনি বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। সরকারি ক্রয় কমিটিতে ১৬টি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাতটি, শিল্প মন্ত্রণালয়ের চারটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাবনা ছিল।

অতিরিক্ত সচিব বলেন, ক্রয় কমিটির অনুমোদিত ১৩টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ১ হাজার ৮৯৫ কোটি টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৫৬৩ কোটি ৪৭ লাখ এবং দেশীয় ব্যাংক, এডিবি ও বিশ্বব্যাংক ঋণ ১ হাজার ৬০ কোটি ২৬ লাখ পাওয়া যাবে।




সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানা

ডিএনবি নিউজ ডেস্ক:

সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ঔষধ আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।




দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা তারা মিয়ার বৃক্ষরোপন কর্মসূচী

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসুচী শুরু হয়।

এ উপলক্ষে দুর্গাপুর পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গা গুলোতে বঙ্গবন্ধুর ৪৭তম সাহাদাত বার্ষিকী স্মরণীয় করে রাখতে দুর্গাপুর পৌর শহরের আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ প্রাঙ্গনে ১০টি ফলদ বৃক্ষরোপন করার মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেন মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাংবাদিক ও প্রভাষক তোবারক হোসেন খোকন, প্রভাষক নুর মোহাম্মদ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদার, কবি লোকান্ত শাওন, সাংবাদিক ও কবি নাজমুল হুদা সারোয়ার, আল নোমান শান্ত প্রমুখ।




দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাথর নিলামে সরকারি রাজস্ব আদায়

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ইজারাকৃত ১ ও ২ নং বালুমহাল থেকে বালু উত্তোলনের সময় সাথে আসা অতিরিক্ত নুড়িপাথর নিলাম করে ৩৮ লক্ষ টাকার রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন উন্মুক্তভাবে এ নিলামের আয়োজন করেন।

পাথর নিলাম বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিগত দিনে বালুর সাথে উঠে আসা উপজাত হিসেবে নুড়ি পাথর গুলো নিলাম না হওয়ার ফলে বিভিন্নভাবে ওই গুলো চুরি হয়ে যেতো।

এতে করে সরকার বঞ্চিত হতো বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে। এবিষয় গুলো আমলে নিয়ে ৫টি বালু মহালের মধ্যে দুটি বালু মহাল থেকে উত্তোলিত নুড়ি পাথর গুলো সরকারি রাজস্ব আদায়ের লক্ষে বিধি:মোতাবেক উন্মুক্ত নিলাম দেয়ার ব্যবস্থা গ্রহন করেন ইউএনও। এর পর থেকে প্রতি ৩মাস অন্তর পাথর নিলাম দিয়ে বিপুল পরিমান রাজন্ব পাচ্ছেন সরকার।

নিলাম অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওসি শিবিরুল ইসলাম, উপজেলা ভাইসচেয়ারম্যান নাজমুল হাসান নীরা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান প্রমুখ।

 




সুইস ব্যাংকের কাছে তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

ডিএনবি নিউজ ডেস্ক:

সুইস ব্যাংকে রাখা অবৈধ অর্থের বিষয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না চাওয়ার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ আগস্টের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে, গত বুধবার (১০ আগস্ট) ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেছেন, সুইস ব্যাংকে রাখা অবৈধ অর্থের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য চাওয়া হয়নি।

তিনি জানান, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবির ২০২২ সালের জুন মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছরে বাংলাদেশিরা প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা করেছেন। ২০২১ সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ। প্রতি ফ্রাঁ বাংলাদেশি ৯৫ দশমিক ৭০ টাকা হিসেবে মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৩ কোটি, যা এ পর্যন্ত সর্বোচ্চ।

পরে এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এলে ওই আদেশ দেওয়া হয়।




নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

ডিএনবি নিউজ ডেস্ক:

‘‘দাম কমাও-জান বাঁচাও’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সার, ডিজেল-পেট্রোলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি এক মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, উপজেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক সরকার, সম্পাদক মোরশেদ আলম, ক্ষেতমজুর সমিতির আহবায়ক মোঃ রহমত আলী, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি আল-আমিন চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ ও সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে, নতুন কোন কর্মসংস্থান এর সৃষ্টি না হওয়ায় দারিদ্রতার হার বেড়েছে। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয়পন্য ও দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি পেলে সাধারন খেটে খাওয়া মানুষ না খেয়ে মরবে। অবিলম্বে সার, ডিজেল-পেট্রোল, চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোর দাবী জানানো হয়।