কলমাকান্দায় বজ্রপাতে দিদারুল হক (২৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল হক (২৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা (রা.) মহিলা মাদরাসা ও আন নূর ইসলামী একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে এই তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।

দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ এলাকার হাফসা (রা.) মহিলা মাদরাসা ও আন নূর ইসলামী একাডেমির শিক্ষক ছিলেন।

খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, রোববার রাতে সাড়ে  ১০টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় শিক্ষক দিদারুল হক বাজার থেকে মাদরাসায় যাচ্ছিলেন। এই সময় বিকট শব্দ একটি বজ্রপাতের শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে মাদরাসার মাঠে গিয়ে দিদারুল হকের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। রাতেই স্থানীয় প্রশাসন ও নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, বজ্রপাতে দিদারুল হক নামে একজন মাদরাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ রাতেই তার স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।




ইরান ও আমেরিকার মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনার সমাপ্তি; ‘আলোচনা ছিল খুবই একনিষ্ঠ ও নিবিড়’

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানীতে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। আলোচনা শনিবার সকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

তৃতীয় দফার আলোচনা শেষ হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এবারের আলোচনা আগের দুই দফা আলোচনার চেয়ে তুলনামূলক অনেক বেশি একনিষ্ঠ ও নিবিড় ছিল এবং আমরা কিছু কারিগরি বিষয় নিয়েও কথা বলেছিল। বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনাও গুরুত্বপূর্ণ ছিল।

সাইয়্যেদ আব্বাস আরাকচির মতে, উভয় পক্ষই আলোচনায় আন্তরিকতা দেখিয়েছে, যা অগ্রগতির লক্ষণ। যদিও ইরানি আলোচক দল এখনও সতর্কতার সঙ্গে এগোচ্ছে।

নানা জল্পনার জবাবে আরাকচি আরও বলেন, আমাদের আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতে এবং আমরা অন্য কোনও বিষয় এখানে নিয়ে আসব না। আমরা কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করছে। তিন দফা আলোচনাতেই এই বিষয়টি মেনে চলা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পর এক্স নেটওয়ার্কে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাইদি বলেছেন, আগামী ৩ মে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে।

ইরানের কূটনৈতিক সূত্র জানিয়েছে, তৃতীয় দফার আলোচনায় বিশেষজ্ঞ এবং কারিগরি টিমের মধ্যেও কথা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন রাজনীতি বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখ্‌ত রাভানচি এবং আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। আর আমেরিকার বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন মাইকেল অ্যান্টন।

সূত্র: পার্সটুডে-




ভারতের গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে ওই বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছে। শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এই তথ্য জানিয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ বাংলাদেশি ও সুরাটে ১৩৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটিই বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর্ষ সাংঘভি।

গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের এই মন্ত্রী।

ভিডিও কনফারেন্সে রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রী হর্ষ সাংঘভি বলেছেন, ‘‘অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারে রাজ্য পুলিশ ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে। আহমেদাবাদ পুলিশ ৮৯০ এবং সুরাট পুলিশ ১৩৪ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে। রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে গুজরাট পুলিশের এটিই সবচেয়ে বড় অভিযান।’’

তিনি বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন। গুজরাটের এই মন্ত্রী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত। আমরা দেখেছি, সম্প্রতি গ্রেপ্তার করা চার বাংলাদেশির মাঝে দু’জন কীভাবে আল-কায়েদার স্লিপার সেলে কাজ করেছেন। গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে।

হর্ষ সাংঘভি বলেন, শিগগিরই ওই বাংলাদেশিদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘‘তারা ভারতে ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন, সেই বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’’

সূত্র: পিটিআই, হিন্দুস্তান টাইমস।




ভারতের কাছে কাশ্মীরে হামলায় জড়িত থাকার অভিযোগের প্রমাণ চেয়েছে পাকিস্তান

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-
ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ নিয়ে যদি ভারতের হাতে কোনো প্রমাণ থাকে, তবে তা দেখাতে বলেছে পাকিস্তান।

দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

ইসহাক বলেন, ‘যদি পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণ থাকে, তবে দয়া করে তা আমাদের এবং পুরো বিশ্বকে দেখান।’

গতকালের সংবাদ সম্মেলনে ইসহাক দারের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পেহেলগামের ঘটনার জন্য ভারত সরাসরি পাকিস্তানের নাম নেয়নি। কিন্তু ভারতের গণমাধ্যম ও সংশ্লিষ্ট অনেকেই এ ঘটনায় পাকিস্তানকে দুষছে।

গত মঙ্গলবার ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের এক হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। পেহেলগামে ওই হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। হামলায় আরও ১৭ জন আহত হয়েছেন।

পেহেলগামে মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদদ আছে অভিযোগ তুলে পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিলসহ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত। এর জবাবে গতকাল বৃহস্পতিবার ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।#

সূত্র: পার্সটুডে




ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করতে চায় ইরান

ডিএনবি নিউজ ডেস্ক :

ভারত ও পাকিস্তান কেউই যেন কাউকে ছাড় দিতে নারাজ। তাদের সম্পর্কটা যেন সাপে-নেউলে। এমন পরিস্থিতির মধ্যে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা যখন দু’দেশের চিরবৈরী মনোভাবকে আরও উসকে দিয়েছে, ঠিক তখনই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।

শুক্রবার (২৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এমন প্রস্তাব দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ভারত ও পাকিস্তান ইরানের ভাতৃপ্রতীম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরনো সাংস্কৃতিক সভ্যতায় নীহিত।

ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপোড়া তৈরি করতে চাই।

পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন আব্বাস আরাগচি। যেখানে বলা হয়েছে, মানুষ একটি একক পরিবার, যদি পরিবারের কেউ ব্যথিত হয়, অন্য সদস্যদের অস্বস্তিও রয়ে যাবে।

এর আগে, গত ২২ এপ্রিল ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ পর্যটক নিহত হন।

পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের সব ধরনের ভিসা সুবিধা বাতিল ও একইসঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি।

জবাবে পাকিস্তানও প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে। তারা ভারতের বিমান নিজেদের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া সীমান্ত ক্রসিং বন্ধের পাশাপাশি ভারতীয়দের ভিসা সুবিধাও বাতিল করেছে।

এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, সিন্ধু নদের এক ফোঁটাও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান জানায়, ভারত যদি পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তারা তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় জবাব দেবে।

প্রসঙ্গত, এরকম উদ্ভূত পরিস্থিতিতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে বিবেচিত হলেও এ বিষয়ে এখনও নয়াদিল্লি ও ইসলামাবাদ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে




দিল্লি-ইসলামাবাদ উত্তেজনায় পাক পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ডিএনবি নিউজ ডেস্ক:

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট তীব্র উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফর স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ইসহাক দারের আসন্ন সফর স্থগিতের ব্যাপারে পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২৭ ও ২৮ এপ্রিল তার পূর্ব নির্ধারিত ঢাকা সফরে যেতে পারছেন না। দু’দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই সফরের নতুন সূচি চূড়ান্ত করা হবে বলে পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৭ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ইসহাক দারের ঢাকা সফরের সূচি চূড়ান্ত করা হয়েছিল।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হয়েছে। নিহতের সকলেই পর্যটক বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ওই ঘটনার পেছনে পাকিস্তানের হাত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। ওই ঘটনার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এক দেশ অপর দেশের বিরুদ্ধে ভিসা বাতিল, নিজ নিজ দেশের নাগরিকদের দেশত্যাগের নির্দেশ, কূটনৈতিকের সংখ্যা কমানোসহ নানা পদক্ষেপ গ্রহণ করছে।#

সূত্র: পার্সটুডে




ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ

ডিএনবি নিউজ ডেস্ক :

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (২৫ এপ্রিল) শুক্রবার বাদ জুমা সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আলেমেদ্বীন ও ব্যাংক কলোনি মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল্লাহ। হেফাজত ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, যমযমনূর গ্রুপের এমডি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা শাহেদ জহিরী, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি আলী আকরাম প্রমুখ।

বিক্ষোভে বক্তারা ভারতে ওয়াকফ আইন বাতিল ও মুসলিম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আরও বলেন, ভারতে মুসলিম নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, যা গভীর উদ্বেগের কারণ। লাউড স্পিকারে আজান দেয়ায় ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে। হোলি উৎসবের নামে নামাজ আদায়ে বাধা দেওয়া এবং নামাজরত মুসল্লিদের ওপর সরাসরি হামলা চালানো হচ্ছে।

ভারতে মুসলিম নির্যাতন মোটেই দুয়েকটি ঘটনায় সীমাবদ্ধ নয়। সেখানে অনেক বড় পরিসরে মসজিদ আক্রান্ত, বাড়িঘর উচ্ছেদ, পরিবারকে বিচ্ছিন্ন, তরুণদের গণপিটুনি, নারীদের হেনস্তাসহ সমগ্র মুসলিম জাতীকে নিজ ভূমিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে।
ভারতের মুসলমানদের ওপর এ নির্যাতন নিপীড়ন বন্ধে ড. ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জোরাল ভূমিকা রাখার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রদত্ত প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অবিলম্বে কমিশন বাতিলের দাবি জানান। তারা বলেন, কমিশনের প্রতিবেদনে মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে। মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে যেখানে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে নারী-পুরুষের কথিত সমান অধিকার থাকবে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাবনা পবিত্র কুরআন ও সুন্নাহর বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। বাংলাদেশের মুসলিম নারী সমাজের সাথে এর কোন সম্পর্ক নেই। এই প্রস্তাবনার মাধ্যমে দেশের ধর্মীয় ও সামাজিক ভারসাম্য এবং পারিবারিক কাঠামো ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এই কমিশনের সদস্যরা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে নারী সংস্কার কমিশন বাতিল এবং তাদের সকল বিতর্কিত প্রস্তাবনা রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যানের দাবি জানাই।

বিক্ষোভ সমাবেশ শেষে হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে বিশাল একটি মিছিল ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।




ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৩ এপ্রিল) পেহেলগাম জামে মসজিদের মাঠে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সন্ত্রাসের প্রতীকী কুশপুতুল দাহ করেন এবং ভারত সরকারকে এমন হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, ইসলাম কখনোই নিরীহ মানুষ হত্যার অনুমতি দেয় না। যারা স্বার্থের জন্য মানুষের জীবন নিয়ে খেলে, তাদের কঠোর শাস্তি পাওয়া উচিত।

কাশ্মিরের পেহেলগামে মঙ্গলবার নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন, আহত হয়েছেন অন্তত ১৭ জন।

পাঞ্জাবের শাহি ইমাম মাওলানা মুহাম্মদ উসমান রেহমানী লুধিয়ানভি কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং একে মানবতার জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন।

এই উপলক্ষে শাহি ইমাম বলেন, মানুষকে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা কাপুরুষতা। তিনি উল্লেখ করেন, কোরআনে বলা হয়েছে, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করার সমান।

তিনি জোর দিয়ে বলেন, যারা নিজেদের মুসলমান দাবি করে এ ধরনের সন্ত্রাসী কাজ করছে, তারা কোনো অবস্থাতেই ইসলামের অনুসারী হতে পারে না। শাহি ইমাম বলেন, শুধু এই ঘটনার তদন্ত করাই নয়, দোষীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়াও উচিত। তিনি বলেন, সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য হলো সমাজের ঐক্য ও সংহতি নষ্ট করা—তাই একতা বজায় রাখা খুবই জরুরি।

তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান, এই সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এবং এই হামলার পেছনে যে চক্রান্ত আছে তা জনসমক্ষে আনা হোক, যাতে কাশ্মিরে যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়েছিল তা আবার ফিরিয়ে আনা যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়ার




যুগের সাথে তাল মিলিয়ে মাদরাসা শিক্ষায়ও আধুনিকায়ন আনা হয়েছে। : ধর্ম উপদেষ্টা

ডিএনবি নিউজ ডেস্ক:

বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নৈতিক শিক্ষা এখন কেবল মাদরাসা থেকেই পাওয়া যায়। মাদরাসা অঙ্গনে ইয়াবা খায় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেশা করা হয়।

সোমবার (২১ এপ্রিল) রাতে সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুর গ্রামে আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে সে সব কিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এমন দৃষ্ঠান্ত নেই। আমাদের দুর্ভাগ্য রাজনীতির দুর্বৃত্তায়নে শিক্ষাব্যবস্থা বন্দি।

মাদরাসা শিক্ষায় যারা শিক্ষিত তারা অপরাধের সাথে জড়িত কম হয়। এজন্য যুগের সাথে তাল মিলিয়ে মাদরাসা শিক্ষায়ও আধুনিকায়ন আনা হয়েছে।

তিনি বলেন, সবদেশে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ক্লাসের সময় শুনশান নিরবতার মধ্য দিয়ে ক্লাস করে। আমাদের দেশে ক্লাসের সময় শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দেয়।

আফসোসের কথা শিক্ষার্থীরা সুকুমারবৃত্তি পরিবার থেকে ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখবে।

শিক্ষাপ্রতিষ্ঠান এখন শিক্ষার্থীদের শিষ্টাচার, ভদ্রতা, নৈতিকতা শিক্ষা দেয় না।

ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবি তুলে তিনি বলেন, রাজনীতি যদি করতে হয়, ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করেন। রাজনীতিতে একটা সহমর্মিতা বজায় রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বুয়েটের সাবেক সহকারী অধ্যাপক ও একাডেমির ট্রাস্টি প্রকৌশলী ড. আবুল খয়ের।

একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও একাডেমি প্রধান মাওলানা আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুনতাসীর আলী,  লাউয়াই মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, জামেয়া মোহাম্মদীয়ার বাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান মানিক, মাদ্রাসা শিক্ষক মাওলানা ওলিউর রহমান, ক্যামব্রিয়ান কলেজের পরিচালক শাহিন আহমদ রাজু, মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা হাসান বিন ফাহিম, সংগঠক ময়নুল হক জানু মিয়া। ভার্চুয়ালি বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমিন দিলোয়ার।




যদি আজ ফিলিস্তিনিদের নির্বাসিত করা হয় তাহলে আগামীকাল কার পালা?

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক:

সোমবার একদল ফরাসি বুদ্ধিজীবী লে মন্ডে পত্রিকায় একটি নিবন্ধ প্রকাশ করেছেন যেখানে ইহুদিবাদী ইসরাইলি সরকারের চরমপন্থী নীতির নিন্দা জানানো হয়েছে এবং ফিলিস্তিনিদের বিতাড়নের পরিকল্পনার প্রতি প্রতিক্রিয়া জানাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। পার্স টুডে অনুসারে, এই দলটি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নীতির সমালোচনা করে ঘোষণা করেছে যে, ইহুদিবাদী ইসরাইরি সরকার চরমপন্থী গোষ্ঠীর প্রভাবে গাজা এবং সম্ভবত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বে একটি নতুন ‘অভিবাসন সংস্থার’ মাধ্যমে এগিয়ে নেওয়া এই পরিকল্পনাটি জাতিগত নির্মূলের লক্ষ্যে কাজ করছে। লেখকরা এই পদক্ষেপকে আন্তর্জাতিক নিয়ম, নৈতিক নীতি এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করেন এবং সতর্ক করে দেন যে লাখ লাখ ফিলিস্তিনির জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

ফরাসি বুদ্ধিজীবীরা যুক্তি দেখান যে, ইহুদিবাদী ইসরাইলি সরকার আমেরিকার সহায়তায় বোমাবর্ষণ এবং অনাহারের মুখে অমানবিক পরিস্থিতিতে দুই মিলিয়ন ফিলিস্তিনিকে গণ-নির্বাসনের জন্য প্রস্তুত করছে। গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের মতো শব্দ দিয়ে বর্ণনা করা এই কর্মকাণ্ডগুলো ইসরাইলি শাসক গোষ্ঠীর একটি নতুন আধিপত্যবাদী মতাদর্শের অংশ যা অন্যান্য জাতির অধিকারকে সম্মান না করে কেবল তার ইচ্ছা চাপিয়ে দেওয়ার কথা চিন্তা করে।

ফরাসি চিন্তাবিদরা জুন মাসে ইমানুয়েল ম্যকরন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন। কিন্তু একইসঙ্গে জোর দিয়ে বলছেন যে ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে এই পরিকল্পনাগুলো অকার্যকর হয়ে পড়বে।

লেখকরা সতর্ক করে বলেছেন যে ইসরাইলি সরকারের চরমপন্থী নীতি গ্রহণ অন্যান্য সরকারের জন্য একটি মডেল হয়ে উঠতে পারে এবং জিজ্ঞাসা করেন: যদি আজ ফিলিস্তিনিদের নির্বাসিত করা হয় তাহলে আগামীকাল কার পালা?

এই গোষ্ঠীটি গাজার ট্র্যাজেডিকে সরকারি নীতির বাইরে এবং বৈশ্বিক মূল্যবোধের পতনের লক্ষণ বলে মনে করে। তারা ইউরোপীয় ধর্মীয় প্রতিষ্ঠান, সংগঠন এবং দলগুলোকে এই মতাদর্শের স্পষ্ট নিন্দা করার আহ্বান জানিয়েছে। কারণ এই জরুরি অবস্থার মুখে নীরব থাকা অপরাধ।

লেখকরা জোর দিয়ে উপসংহারে পৌঁছেছেন যে,পতনের দ্বারপ্রান্তে থাকা বিশ্বে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র এবং জীবনের অধিকার নিশ্চিত করার জন্য সমতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই নিবন্ধে যারা সাক্ষর করেছেন:

মিশেল ডুক্লোস, জাতিসংঘে সাবেক ফরাসি প্রতিনিধি এবং সিরিয়ায় সাবেক ফরাসি রাষ্ট্রদূত এবং মন্টেইন ইনস্টিটিউটের বিশেষ উপদেষ্টা

জিন-পল চেনিওলু, বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আইআরএমএমও  (iReMMO-)ইনস্টিটিউটের সভাপতি (ভূমধ্যসাগরীয় ও পশ্চিম এশীয় গবেষণা ও অধ্যয়ন ইনস্টিটিউট)

বার্নার্ড অরকেড, ফরাসি জাতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র (CNRS)-এর বিশিষ্ট গবেষণা পরিচালক এবং iReMMO-এর সদস্য

জ্যাক হান্টসিঙ্গার, এস্তোনিয়া, ম্যাসেডোনিয়া, ইসরাইলে ফরাসি রাষ্ট্রদূত এবং বার্নার্ডিন কলেজের সদস্য

জামাল আল-শালবি, হাশেমি বিশ্ববিদ্যালয়ের (জারকা, জর্ডান) রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক

ব্রিজিট করমি, লিবিয়া, মাল্টা এবং সিরিয়ায় প্রাক্তন ফরাসি রাষ্ট্রদূত

অ্যান্টোইন আরঝাকোভস্কি, গবেষণা পরিচালক, কলেজ বার্নার্ডিন প্যারিস

অ্যানি ইয়েস লোভালোয়া, ভাইস প্রেসিডেন্ট, আইআরইএমএমও

 

সূত্র: পার্সটুডে