নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে পিআর ব্যবস্থা নাকি বর্তমান পদ্ধতি—এ সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের অতিরিক্ত মন্তব্য না করাই ভালো।

রোববার (২১ সেপ্টেম্বর) গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রেসসচিব বলেন, জরিপের পরিসংখ্যান প্রমাণ করছে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়ার বিষয়টি প্রমাণ করে যে আসন্ন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে। “বাংলাদেশে কারও সাধ্য নেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার,” যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সবাই ভোট দিতে আসলে ভালো নির্বাচন হওয়া স্বাভাবিক।

ইনোভেশনের জরিপে দেখা যায়, দেশের ৬৯.৯ শতাংশ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।




আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য

ডিএনবি নিউজ আন্তঃ ডেস্ক:

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই ঘোষণা দেবেন। রোববার (২১ সেপ্টেম্বর) এ ঘোষণা আসতে পারে বলে নিশ্চিত করেছে ব্রিটেনের সরকারি সূত্র।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বিকেলে এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে চলতি বছরের জুলাইয়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং দীর্ঘমেয়াদি টেকসই শান্তিচুক্তির প্রতিশ্রুতি না দেয়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টাবে। এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন, কারণ এতদিন ধরে দেশটির সরকারগুলো ধারাবাহিকভাবে বলছিল, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসবে কেবল শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে এমন সময়ে।

এদিকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে”। তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নেওয়াটা নৈতিক দায়িত্ব।

যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় পরিস্থিতি ভয়াবহভাবে খারাপ হয়েছে। তারা ক্ষুধা ও সহিংসতার ছবি তুলে ধরে স্বীকৃতির পক্ষে কথা বলেছেন। জাতিসংঘের এক কর্মকর্তার মতে, গাজা সিটিতে ইসরায়েলের সর্বশেষ স্থল অভিযান ছিল “বিধ্বংসী”, যা লাখো মানুষকে পালাতে বাধ্য করেছে।

গত সপ্তাহে জাতিসংঘের তদন্ত কমিশন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলে। যদিও ইসরায়েল এই অভিযোগকে “বিকৃত ও মিথ্যা” বলে প্রত্যাখ্যান করে। একইসঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকেও স্বীকৃতির সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে দেখছে ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যের বিচারমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও সহিংসতা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করছে। বিশেষ করে বিতর্কিত ই১ বসতি প্রকল্পের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এটি কার্যকর হলে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা শেষ হয়ে যাবে।




খুলনা মহানগরীর এক ইমামকে রাজকীয় বিদায়

ডিএনবি নিউজ ডেস্ক:

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালামের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় দিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ কমিটির উদ্যোগে পাগড়ি পরিয়ে ও ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বিদায় জানানো হয়। দীর্ঘ ৩৭ বছর ৮ মাস ইমামের দায়িত্ব পালন শেষে ৮৫ বছর বয়সে অবসরে গেলেন তিনি।

তার বিদায়ের দিন জুমার নামাজ শেষে মসজিদে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘদিনের ইমামকে হারানোর বেদনায় চোখ ভিজে ওঠে বহু মুসল্লির।

জানা যায়, মাওলানা আব্দুস সালাম ১৯৮৭ সালে পশ্চিম টুটপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন। এরপর থেকে একনিষ্ঠভাবে ইসলামের দাওয়াত ও নামাজের ইমামতি করে গেছেন তিনি। এর আগে খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। প্রায় ১৫ বছর আগে শিক্ষকতা থেকে অবসর নিলেও মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে গেছেন আজ অবধি। কিন্তু বয়সজনিত নানা শারীরিক জটিলতা এবং দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়ে পড়ায় এবার দায়িত্ব থেকে অবসর নিলেন তিনি।

টুটপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল খায়েরের উপস্থাপনায় মাওলানা আব্দুস সালামের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার দারুল উলুম মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মোসতাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মুফতি জিয়াউর রহমান। মসজিদের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য খান আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম টুটপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি এস এম শামছুল আরিফ ও ইসলামিয়া জামে মসজিদের সভাপতি কামরুল ইসলাম।

নামাজ শেষে মাওলানা আব্দুস সালাম বিষাদ ভারাক্রান্ত হৃদয়ে সবার দোয়া কামনা করেন। তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি না। তাই দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আল্লাহ যেন আমাকে দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দেন। সবার কাছে সেই দোয়া চাই।

পরে তাকে ফুল দিয়ে সাজানো গাড়িতে পুরো টুটপাড়া এলাকায় শোভাযাত্রা করে ঘোরানো হয়। মোটরসাইকেল বহরসহ মুসল্লিরা তাকে নগরীর ছোট খালপারের বাসায় পৌঁছে দেন। এই ব্যতিক্রমী আয়োজনকে এলাকাবাসী এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।




একমাত্র রাষ্ট্রক্ষমতায় ইসলামকে চাই, কোনো খুনিকে নয়: ইসলামী আন্দোলন বাংলাদেশ

ডিএনবি নিউজ ডেস্ক :
৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ শুরুর আগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন— “ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই, কোনো খুনিকে নয়।”

দুপুরে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে জড়ো হন। জোহরের নামাজের পর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিক্ষোভ-মিছিল পূর্ব সমাবেশ।

বক্তারা বলেন, সংস্কারের নামে দেশে তামাশা চলছে। শিশুদের গান শেখানোর পরিবর্তে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তারা আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে এবং জুলাই সনদের আইনের ভিত্তিতে। যারা নির্বাচন বানচাল করতে চায়, জনগণ তাদের পরবর্তী নির্বাচনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বক্তারা।

ঐকমত্য কমিশনে আলোচনা চলাকালেই জামায়াতসহ একাধিক ইসলামী দল রাজপথে কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটসহ বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সাতটি ইসলামী দল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

জোহরের পর ইসলামী আন্দোলন উত্তর গেটে এবং আসরের পর জামায়াত দক্ষিণ গেটে সমাবেশ করেছে। অন্যান্য পাঁচ দলও পৃথক সময়ে একই কর্মসূচি পালন করে।

এই ইসলামী দলগুলোর অভিন্ন দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতির বাস্তবায়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যকর করা, বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধকরণ।

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলগুলো।




তেল আবিবের আকাশে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র; ইসরায়েলের অস্তিত্ব বিশ্বের জন্য হুমকি: ইরান

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক জরুরি বৈঠকে বলেছেন, কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন একটি স্পষ্ট বার্তা বহন করে; আর এ বার্তা ইসরায়েলে জন্য নয় যার ইতিহাস পরিকল্পিত গণহত্যায় পরিপূর্ণ, বরং এটি আমাদের সকলের জন্য এটি একটি গুরুতর সতর্কীকরণ যে আমাদের নিষ্ক্রিয়তা এবং আইনি ও নৈতিক নীতিগুলি বজায় রাখতে আমাদের ব্যর্থতার ফলে একটি শয়তানি সত্তা বিশ্ব শৃঙ্খলা ও নিরাপত্তা ধ্বংস করছে।

তিনি আরও বলেছেন: “এই বর্ণবাদী শাসনব্যবস্থা আন্তর্জাতিক আইন মেনে চলে না, সভ্য জাতির ভাষা বোঝে না, আলোচনা, শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাস করে না। দুই সপ্তাহ ধরে চলতে-থাকা ইসরায়েলি অপরাধ ও গণহত্যামূলক কর্মকাণ্ডের স্থগিতাদেশ কেবল তখনই আসে যখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পদক্ষেপ নেয়। যদি আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর প্রতিক্রিয়া না দেখায়, তাহলে ইসরায়েলের আগ্রাসন ও সম্প্রসারণবাদ অবিরাম গতিতে চলতেই থাকবে ও তা ক্যান্সারের টিউমারের মতো ছড়িয়ে পড়বে এবং এই অঞ্চলের সকল দেশের জন্য হুমকিস্বরূপ হবে।”

১৬টি দেশ গাজাগামী  বৈশ্বিক নৌ-বহর”সামুদ” এর নিরাপত্তা দাবি করেছে

এক যৌথ বিবৃতিতে ১৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক আইন মেনে চলার এবং সামুদ কনভয়ের বিরুদ্ধে যেকোনো অবৈধ পদক্ষেপ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এ বৈশ্বিক নৌ-বহর গাজার অবরুদ্ধ জনগণের জন্য মানবীয় ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে এগিয়ে আসছে। তুরস্ক, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, পাকিস্তান, কাতার, ওমান, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে গঠিত বৈশ্বিক সংহতি বহরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তেল আবিবের আকাশে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র 

ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরায়েলি বোমাবর্ষণের কয়েক ঘন্টা পরে ইয়েমেনি সেনাবাহিনী গতকাল মঙ্গলবার অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর তেল আবিব, জেরুজালেম এমনকি হাইফাতেও সাইরেন বেজে ওঠে। ইসরায়েল হায়োম সংবাদপত্রের ওয়েবসাইট জানিয়েছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতের পর নেতানিয়াহুর বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

ইসরায়েলে মানসিক ওষুধের ব্যবহার ৩০% বৃদ্ধি

গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে এবং ইহুদিবাদীদের উপর চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, গত বছরে তাদের মধ্যে মাদকের ব্যবহার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর কারণ হল মানসিক ওষুধের ব্যবহার বৃদ্ধি, যেমন বিষণ্ণতা এবং উদ্বেগ মোকাবেলার জন্য ওষুধ।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী: আমরা ইসরায়েলের বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞাকে সমর্থন করি

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ভুর ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ব্রাসেলস ইসরায়েলর বিরুদ্ধে ইইউর সব নিষেধাজ্ঞাকে সমর্থন করবে। ‘আমরা ইসরায়েলের উপর চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তাই ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত যেকোনো নিষেধাজ্ঞাকে আমরা সমর্থন করি। এমনকি আমরা ফেডারেল সরকার পর্যায়েও নিষেধাজ্ঞা আরোপ করেছি,’ মঙ্গলবার বেলজিয়ামের সংসদে দেয়া এক ভাষণে ডি ভুর এ কথা বলেন। #

সূত্র:  পার্স টুডে




জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

ডিএনবি নিউজ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া এজিএস (ছাত্র) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে একই প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা জয় পেয়েছেন।

নিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. রাশেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সভাপতি অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

এছাড়া সহসাধারণ সম্পাদক-এজিএস (পুরুষ) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রুহুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন-ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, ও মোহাম্মদ আলী চিশতী।

৩৩ বছর পর গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু ও হল সংসদের নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৫৯ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে ৬ জন নারী।

এবারের জাকসু নির্বাচনে পূর্ণ ও আংশিক মিলে মোট ৮টি প্যানেল অংশ নেয়। তবে ভোটগ্রহণ শুরুর পর ছাত্রদল সমর্থিত প্যানেলসহ ৫টি প্যানেল ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে। বর্জন করে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ এবং স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। এছাড়া ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেল ও কিছু স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন বর্জন করেন।




তেল আবিবে স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলি-অধিকৃত অঞ্চলের গভীরে তেল আবিবের স্পর্ষকাতর লক্ষ্যবস্তুতে একটি ফিশন মাল্টি-ওয়ারহেড "ফিলিস্তিন-২" হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

শনিবার এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা গাজার বিরুদ্ধে ইসরায়েলের “গণহত্যা ও দুর্ভিক্ষের অপরাধ” এবং “ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাাসন”র প্রতিক্রিয়া হিসাবে এই অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে তারা বলেছে যে অভিযান “আল্লাহর করুণায় সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে” এবং ” লাখ লাখ দখলদার ইহুদিবাদীদের আশ্রয়স্থলে পালিয়ে যেতে বাধ্য করেছে।” ইয়েমেনি সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষায় এবং “গাজার আমাদের অবিচল ভাইদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত” সমর্থন করার জন্য অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দিনের শুরুতে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি-অধিকৃত অঞ্চলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ইয়েমেন থেকে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র হামলা শনিবার ভোরে তেল আবিব এবং অধিকৃত অঞ্চলের অন্যান্য সম্প্রদায়গুলোতে সাইরেন বাজিয়েছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জরুরি প্রতিক্রিয়া পরিষেবা আক্রমণ বা ধ্বংসাবশেষের আঘাতের ফলে সরাসরি কোনো আহত হওয়ার খবর দেয় নি।

পরবর্তীতে সামরিক বাহিনী দাবি করে যে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলটিকে “প্রতিরোধ” করেছে। ইয়েমেনি সেনাবাহিনী “হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র” এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে ধারাবাহিক বিমান হামলার দায় স্বীকার করার দুই দিন পর এই ঘটনা ঘটে।

ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার বলেছেন যে নেগেভ মরুভূমিতে নির্ধারিত স্থানগুলোকে লক্ষ্য করে আরো দুটি ড্রোন দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের রামন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে । তিনি আক্রমণগুলোকে “সফল” বলে বর্ণনা করেছেন।

সূত্র: পার্সটুডে




ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১০

ডিএনবি নিউজ ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।




মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে দুই এজাহার নামীয় আসামি গ্রেপ্তার: জানাল র‍্যাব

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‍্যাব। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে মো. সোহাগকে মাথায় ইট দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহতের বড় বোনের দায়েরকৃত মামলার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর ধারাবাহিকতায় শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪ নম্বর এজাহারনামীয় আসামি আলমগীর (২৮) এবং ৫ নম্বর আসামি মনির ওরফে লম্বা মনির (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ডিজি জানান, “মূল তদন্ত করছে ডিএমপি। র‍্যাব ছায়া তদন্তের মাধ্যমে সহায়তা করছে। তবে আমরা এখনো এমন কোনো পর্যায়ে পৌঁছাইনি, যেখানে প্রাথমিক তদন্তের ফলাফল প্রকাশ করা যায়।”

হত্যার পেছনে কারণ জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি স্থানীয় ব্যবসা ও চাঁদাবাজি-সংক্রান্ত বিরোধ থেকে ঘটেছে। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এই মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




আবারো দুর্গাপুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছেন। বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় পুশইন করানো হলে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের বাড়ি, ঢাকা, নারায়নগঞ্জ, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম।

আটকদের জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা ভারতের দিল্লীতে কাজের জন্যে যায়। তাদেরকে দিল্লীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল দিল্লীর নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসামে আনা হয়। পরে তাদেরকে আজ ভোরে বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ।

ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম বলেন, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল, সীমান্তে টহল দেয়ার সময় বিএসএফের পুশইন করা ওই ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। আমাদের অফিসিয়াল প্রক্রিয়া শেষে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।