আল্লামা আহমদ শফী রহ. ইস্যুতে সংবাদ সম্মেলন: আলেমদের ৫ দাবি

ডিএনবি নিউজ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির প্রথিতযশা আলেমদ্বীন আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর হত্যা মামলা ইস্যুতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার পর জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম জাদিদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর একাংশের উদ্যোগে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর হত্যা মামলায় অভিযুক্তদের ও উস্কানিদাতাদের গ্রেফতারপূর্বক বিচারকার্য দ্রুত সম্পন্ন করার দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে সরকারের কাছে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো-

১. বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আল্লামা শাহ আমদ শফী রহ.-এর ‘অস্বাভাবিক মৃত্যুর’ রহস্য উদঘাটন করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

২. তার পরিবারের পক্ষ থেকে করা মামলা তদন্তপূর্বক অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।

৩. আল্লামা শফীর পরিবারের সদস্যদের ও তার অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা মামলা তুলে নেয়ার হুমকি-ধমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৪. আহমদ শফীর রেখে যাওয়া সব দ্বীনি ও সামাজিক অঙ্গনগুলো থেকে তার বিরোধীদের অপসারণ করতে হবে।

৫. অবিলম্বে দেশের সব হিফজ-মক্তব মাদ্রাসা খুলে দিতে হবে।

সংবাদ সম্মেলনে আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন, ছোট ছেলে মাওলানা আনাস মাদানী, মাওলানা আবদুল হামিদ (মধুপুরী পীর) সহ হেফাজতের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।




শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

ডিএনবি নিউজ ডেস্কঃ

স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখা। বুধবার দুপুরে প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপে গত বছর মার্চ মাস থেকে সারাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। দেশে করোনার প্রকোপে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে, নতুন কোন কর্মসংস্থান সৃষ্টি হয়নি, দারিদ্রাতার হার বেড়েছে। দীর্ঘকাল শিক্ষা কার্যক্রমের বাইরে থাকা শিক্ষার্থীদের বৃহত্তর অংশটিকে মহামারী শেষে আবার শিক্ষা কার্যক্রমে ফেরত আনা সহজসাধ্য হবে না। অথচ শিক্ষক কর্মচারীরা প্রতি মাসেই বেতন তুলে নিচ্ছেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের এই টালবাহানা আমরা মেনে নিতে পারি না। অচিরেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাই। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন সরকার রুপক, সিপিবি নেতা শামছুল আলম খান, কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, সহঃসভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

 




দুর্গাপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ডিএনবি ‍  নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে  বজ্রপাতে ইকবাল হোসেন (২৪) নামে এক বালু  শ্রমিকের মৃত্যু হয়েছে।  সোমবার   দুপুরে উপজেলার কাকৈরগড়া  ইউনিয়নের গোরালী  নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি  গ্রামের ছাবেদ  আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ইকবাল হোসেন প্রতিদিনের মতো ট্রলারে করে সোমেশ্বরী নদীর বালু জারিয়া বিক্রি করতে গিয়েছিলো।  বিক্রয় শেষে বাড়ী ফেরার পথে ব্যপক বৃষ্টি শুরু হয়। ট্রলারটি গৌরালী নামক স্থানে এলে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। ইকবাল ট্রলারের ছইয়াতে সারেং এর কাজ করছিলো। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। ট্রলারে থাকা অন্যান্য মাঝিদের সহায়তায় ইকবালের মরদেহ বাড়ীতে আনা হয়।  এরপর খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ীতে গিয়ে সুরতহাল তৈরী করেন।

এদিকে খবর পেয়ে তাৎক্ষনিক নিহতের বাড়ীতে ছুটে যান ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবার ও স্থানীয় গন্যমান্যদের আবেদনের প্রেক্ষিতে লাশের সুরতহাল তৈরী শেষে দাফন করার অনুমতি দেয়া হয়।




শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ফাহাদ (২০) প্রতিবন্ধী একজনের মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বহেরাচালা এলাকার আফির উদ্দিন এর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ পৌর এলাকার বহেরারচালার মৃত সিরাজুল ইসলামের সন্তান।

স্থানীয়রা জানায়,আফির উদ্দিনের বাড়িতে অটোরিকশা বৈদ্যুতিক চার্জে ছিল। চার্জে দেওয়া অটোরিকশাটি খুলতে গেলে তারে জড়িয়ে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছেন,নিহতের পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপরে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।




শেখ হাসিনার গাড়িবহরে হামলা: ৭ আসামির জামিন স্থগিতের আদেশ বহাল

ডিএনবি নিউজ ডেস্ক:

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত সাত আসামির জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। আগামী ২০শে জুন এই মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ২৭শে মে সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ সাত আসামির জামিন পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার আদালত।




না ফেরার দেশে চলে গেলেন কৃষিবিদ আলহাজ্ব ওসমান গনি

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার শালদিঘা গ্ৰামের কৃতি সন্তান সাবেক অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ও কৃষিবিদ আলহাজ্ব ওসমান গণি নিজ বাড়িতে গতরাত ১১.০৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এগ্রিকালচার কেমিস্ট্রি তে এমএসসি ডিগ্ৰি অর্জন করে পাট সম্প্রসারণ অধিদপ্তরে পাট সম্প্রসারণ কর্মকর্তা হিসাবে চাকুরীতে যোগদান করেন। চাকুরিরত অবস্থায় দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ তিনি গ্রহণ করেন। ২০০৭ সালে তিনি অবসর গ্রহণ করেন।উনার স্ত্রী অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা। এক ছেলে এবং এক মেয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণ করে এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তিনি আজীবন রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য ছিলেন। এছাড়া ও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। উনার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




দুর্গাপুরে ইউনিয়ন পরিষদের ধাত্রীরা পেলো বাইসাইকেল

ডিএনবি নিউজ ডেস্ক:

জেলার দুর্গাপুর উপজেলার সাত ইউনিয়নের প্রশিক্ষনপ্রাপ্ত সাতজন সিএসবিএ ধাত্রীদের মাঝে ৭টি সাইকেল বিতরণ করা হয়। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারের উদ্দ্যেগে এডিপি বরাদ্দ থেকে এ সাইকেল গুলো বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল কর, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সকল ধাত্রীরা বেসরকারী উন্নয়ন সংস্থা কেয়ার জিএসকে থেকে ৬ মাস ট্রেনিং নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে নিয়োগ প্রাপ্ত হয়েছিলো। এখনো তাদের বেতন ভাতা চালু হয়নি। মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নারীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে। ইউনিয়নের ধাত্রীদের যাতায়াতের সুবিবার্ধে আমার এই উদ্যেগ। নারীরাও এখন বাংলাদেশের উন্নয়নের সহযোদ্ধা।




নোয়াখালীতে মার্কেটে অগ্নিকাণ্ড: ২৫ দোকান পুড়ে ২ কোটি টাকার ক্ষতি

ডিএনবি নিউজ ইসলাম ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জে ছয়ানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই  গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

স্থানীয় ৫নং ছয়ানী ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন রশিদ জানান, আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারদিকে। এতে ২৫টি দোকান পুড়ে অন্তত দুই কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছয়ানী বাজার অনেক বড় হওয়ায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে যায়। এতে বাজারের কসমেটিকস, মুদি, মনোহারি, সেলুনসহ বিভিন্ন ধরণের প্রায় ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।




ভারতের উত্তরপ্রদেশে বিষাক্ত মদ পানে মৃত ২২, গুরুতর অসুস্থ ২৮

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে আলিগড়ের তিন গ্রামে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। গুরুতর অসুস্থ হয়েছেন আরো ২৮ জন। জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মালখান সিংহ জেলা হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার জেলার তিন গ্রাম কারসুয়া, আন্দলা ও ছেরত গ্রামের বেশ কিছু মানুষ মদ পান করার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ১৫ জনের মৃত্যু হয়। শুক্রবার আরো ৭ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

পুলিশ জানিয়েছে, আরো বেশ কয়েকটি গ্রাম থেকে বিষাক্ত মদ পান করার পর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। আলিগড় পুলিশের এসএসপি কলানিধি নৈথানি জানিয়েছেন, এ ঘটনার মূল আসামি অনিল চৌধরীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আরো দু’মূল অভিযুক্ত ঋষি শর্মা ও বিপিন যাদব পালিয়ে গেছেন। ওই দু’অভিযুক্তকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছে পুলিশ। ওই গ্রামগুলোর আশপাশের পাঁচটি মদের দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ। দোকান থেকে মদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত এসএসপি। এ ছাড়া জেলার ৫০০টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত।




আলেম-ওলামাদের মুক্তির দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের

ডিএনবি নিউজ ডেস্ক:

আটককৃত সকল আলেম-ওলামাদের মুক্তি দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ রবিবার (৩০ মে) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মো. রেজাউল করিম এ দাবি জানান। বাংলাদেশী পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ বাদ, আসন্ন জাতীয় বাজেট, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ দেশব্যাপী চলমান জেল জুলুম ও মামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণাও করে দলটি।

অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামী ২ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে এবং ৩ জুন দেশব্যাপী প্রতিটি জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এছাড়া পাসপোর্ট থেকে একসেপ্ট ইজরাইল শব্দ বাদ দেয়ার প্রতিবাদে ও সংযোজনের দাবিতে ৫ই জুন শনিবার বিকেল তিনটায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়। এছাড়া টিকা সংগ্রহ ও বিতরণকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি একটি সার্বজনীন কমিটি গঠন করারও দাবি জানান তারা।