ইরানের ৩৬টি ওয়েবসাইট বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

ইরান সংশ্লিষ্ট ৩৬টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গতকাল মঙ্গলবার দেশটির বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়, যেসব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে, তার অধিকাংশই ভুয়া তথ্য ছড়ানোর কার্যক্রম বা সহিংস সংস্থার সঙ্গে যুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে ওয়েবসাইটগুলো অফলাইনে নেওয়া হয়েছে। তবে ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো নতুন ডোমেইন ঠিকানায় আবার অনলাইনে ফিরে এসেছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়ন (আইআরটিভিইউ) ব্যবহৃত ৩৩টি ওয়েবসাইট ও কাতাইব হিজবুল্লাহ (কেএইচ) ব্যবহৃত তিনটি ওয়েবসাইট মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় আদালতের আদেশ অনুসারে বন্ধ করে দেওয়া হয়েছে। কেএইচ হচ্ছে ইরানপন্থী ইরাকের মিলিশিয়া গ্রুপ, যাদের যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় রেখেছে। যেসব সাইট বন্ধ করে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে প্রেস টিভি। এটি ইরান সরকারের প্রধান ইংরেজি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল। এ ছাড়াও আল আলম নামে আরবি ভাষার একটি টিভি চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে। এ দুটি চ্যানেল ইরানের আল আলম ডট আইআর ও প্রেসটিভি ডট আইআর ব্যবহার করে অনলাইনে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, আইআরটিভিইউর যে ৩৩টি ডোমেইন বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোর মালিকানায় ছিল যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। ইআরটিভিইউ যুক্তরাষ্ট্রের ট্রেজারিস অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের কাছ থেকে কোনো লাইসেন্স নেয়নি। কেএইচও আলাদা করে লাইসেন্স নেয়নি।

গতকাল ইরানসংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র এগুলো বন্ধ করেছে এমন নোটিশ দেখায়। ইরানের সংবাদ সংস্থাগুলো বলছে, যুক্তরাষ্ট্র কয়েকটি ইরানি সম্প্রচারমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করেছে। এসব সাইট ইরানি হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
ইরানের প্রেসিডেন্ট হিসেবে কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসির বিজয়ের পরপরই সেখানকার ওয়েবসাইটগুলো বন্ধের ঘটনা ঘটেছে। গত অক্টোবর মাসে মার্কিন কৌঁসুলিরা বলেছিলেন, তাঁরা ইরানের ওয়েব ডোমেইনের একটি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছেন। ওই ডোমেইনগুলো থেকে ইরানের রেভল্যুশনারি গার্ড করপোরেশনের (আইআরজিসি) পক্ষে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল। ওই সময় মোট ৯২টি ডোমেইন বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করে ইরানের সংবাদ সংস্থা ওয়াইজেসি বলেছে, যুক্তরাষ্ট্র যে বাকস্বাধীনতার আহ্বান জানায়, তা পুরোপুরি মিথ্যা।




দুর্গাপুরে নানা আয়োজনে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা আ‘লীগ ও তাঁর অঙ্গসংগঠনের উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ আ‘লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে আওয়ামীলীগ অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনাসভা সহ দেশ ও জাতীর কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগের সহ:সভাপতি মো. এমদাদুল হক খান, মো. উসমান গনি তালুকদার, শ. ম জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. আলা উদ্দিন, উপজেলা আ‘লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক, উপজেলা আ‘লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিভাস সরকার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান সহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সব আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশকে। আজকে বাংলাদেশ দুনিয়ায় উন্নয়নের বিস্ময়কর রোল মডেল। দেশের উন্নয়ন মুলক কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।




দুর্গাপুরে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধির পিতার মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার বাসিন্দা, শশ্মানকালী মন্দির এর সভাপতি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নিতাই চন্দ্র সরকার‘র পিতা রাখাল চন্দ্র সরকার (৮৫) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন (দিব্যন্ লোকন্ স-গচ্ছতু)। মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে এ মৃত্যু ঘটে।

মৃত্যুকালে তিনি এক ছেলে, নাতি নাতনি সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, দুর্গাপুর প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা পুজা উদযাপন পরিষদ, শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার রাতে স্থানীয় পৌরশশ্মানঘাটে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়।




দুর্গাপুরে লকডাউন অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের জরিমানা

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে সরকারী নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে পৌর শহরের ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪,৫০০/- টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে এ জরিমানার টাকা আদায় করা হয়।

দুর্গাপুরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ২০শে জুন উপজেলা প্রশাসন থেকে গনবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে ঔষধের দোকান ব্যতিত ভারতীয় সীমান্তবর্তী এলাকাসমূহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ও অন্যান্য এলাকায় ৭টার মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নির্দেশ দেয়া হয়। এ বিধি-নিষেধ বাস্তবায়নে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান, পৌর প্রকৌশলী মো. নওশাদ আলম, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। #

 




দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের দক্ষিন ভবানীপুর এলাকার বীরমুক্তিযোদ্ধা মোঃ সায়েদুর রহমান আকঞ্জি (দুদু মিয়া) (৮০) রোববার দুপুরে উনার নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ……….. রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিরিশিরি ঈদগাহ মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান, বাদ আছর নামাজে যানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র মো. আলা উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, কেন্দ্রীয় আওয়ামীলীগ‘র কার্যনিবাহী সদস্য রেমন্ড আরেং, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক ডেপুটি কমান্ডার মো. সোহরাব তালুকদার, ওসি শাহনুর এ আলম গভীর শোক প্রকাশ করেছেন।

 




দুর্গাপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষনা করা হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাল এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট (সারা) এর সহযোগিতায়, ইউপি সচিব মো. মাজহারুল ইসলাম এর সঞ্চালনায়, ২০২১-২০২২ অর্থবছরে ১,২৭,২৮,৪৫২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেণ ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর আলম (সাজু)।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাছির উদ্দিন, সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরন্য চিরান, সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ মজিবুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্য-সদস্যা ও সংস্থার গ্রাম উন্নয়ন দলের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।




দুর্গাপুরে বিশ্ব বাবা দিবস পালিত

 

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকানার দুর্গাপুরে সাহিত্য সংঘঠন ‘‘পথ পাঠাগার’’ এর আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে বিশ্ব বাবা দিবস। রোববার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে পথ পাঠাগার এর মিলনায়তনে সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক নাজমুল হুদা সারোয়ার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসুদ রানা এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, কবি সকাল রায়, কবি শাওন হাসান, মানবতার ফেরিওয়ালা সাদা মনের মানুষ রিকসা চালক তারা মিয়া, সাংবাদিক পলাশ সাহা, মাহাবুব আলম প্রমূখ।

বক্তারা বলেন সকল ধর্মেই পিতা মাতার সেবার কথা বলা হয়েছে, তাঁদের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে উঠে। সে আলোকে বর্তমান প্রেক্ষাপটে সকলকে বাবা-মায়ের সেবা ও নৈতিক শিক্ষা গ্রহনের আহাবান জানান।




সিলেটে স্ত্রী ও দুই সন্তান হত্যা: গৃহকর্তা রিমান্ডে

রোববার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাস এই আদেশ দেন।

হিফজুর রহমান নামের এই ব্যক্তিকে শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন। গত বুধবার (১৬ জুন) সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়াগ্রামের হিফজুর রহমানের ঘর থেকে তার স্ত্রী আলিমা বেগম, ১০ বছর বয়সী ছেলে মিজান আহমদ ও তিন বছরের মেয়ে তানিশা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।




দুর্গাপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪৫টি গৃহহীন ও ভুমিহীন পরিবার

 

ডিএনবি নিউজ ডেস্ক:

মুজিববর্ষ উপলক্ষে “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে দ্বিতীয় পর্যায়ে জমি ও গৃহ পেলেন ৪৫ টি পরিবার। সারাদেশের ন্যায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রেববার উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

অন্যদের মধ্যে পৌর মেয়র মো. আলা উদ্দিন আলাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, সহকারি কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম, জনপ্রতিনিধি সহ উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 




করোনা আতঙ্কে দিন কাটছে দুর্গাপুর উপজেলাবাসীদের

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ২টি ইউনিয়ন সহ দুর্গাপুর পৌর শহরে বসবাসকারীদের করোনা আতঙ্ক বিরাজ করছে। প্রায় প্রতিটি ঘরে ঘরে জ্বর ও সর্দি-কাশি দেখা দিয়েছে। রোগীরা উপজেলা সরকারি হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিক গুলোতে চিকিৎসার জন্য ভিড় করছেন। রোববার বিভিন্ন এলাকা ঘুরে এমনটাই দেখা গেছে।

এ নিয়ে সরেজমিনে ঘুরে জানা গেছে, দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় ওই এলাকার সাধারণ আদিবাসী সম্প্রদায়ের লোকজন পাহাড়ে লাকড়ি সংগ্রহ এবং নানা ভাবে শ্রমের কাজ করতে যায়। দেশের বর্তমান করোনা প্রেক্ষাপট এবং সীমান্তের ওপারে ভারতে মেঘালয় রাজ্যে ব্যাপক করোনা আক্রান্তের রোগি থাকায় আতংকে রয়েছে এলাকাবাসী। মৃত্যুর ঝুকি নিয়েই গোপালপুর, ভবানীপুর, দাহাপাড়া, তিনআলী, লক্ষিপুর গ্রামের আদিবাসীরা কাজ করার জন্য বেরোতে হয় প্রতিনিয়ত।

সীমান্তবর্তী ভবানীপুর বিজিবি ক্যাম্প ইনচার্জ আবু আলম বলেন, সীমান্তে অবৈধ চলাচলের বিষয়ে আমরা শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছি। বর্তমান করোনা প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পর্যটকগণ বা কোন প্রকার চোরা-কারবারি আমাদের চোখ ফাকি দিয়ে আসা-যাওয়ার কোন সুযোগ নাই।

দুর্গাপুর উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম বলেন, দৈনিক শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসছেন জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে। আমাদের মেডিকেল অফিসারগণ ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু রেখেছেন। আগতদের প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়ে নিজ নিজ বাড়িতেই স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের এলাকায় নতুন করে প্রায় প্রতিদিনই করোনা পজেটিভ দেখা দেয়ায় আতঙ্কে রয়েছে একাবাসী। ইতোমধ্যে আমাদের দুজন স্টাফ সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। তবুও সরকারি নির্দেশনা মেনে যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছি।

এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, অত্র উপজেলায় নতুন করে করোনা প্রকোপ দেখা দেয়ায় আজ থেকে সচেতনতামুলক মাইকিং ও মাক্স বিতরণ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে শহরের সকল দোকানপাট সন্ধ্যা ৭ঘটিকা পর্যন্ত এবং সীমান্তবতী সকল দোকান ও চলাচল সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।