পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলা, ২ ফি’লিস্তি’নি নারী নিহত

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে দেশটির নিরাপত্তা বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (১০ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরা’র।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বেথেলহেম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন। তিনি ছয় সন্তানের মা।

এদিকে, ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণের শহর হেবরনে এক নারী সীমান্ত এলাকায় দেশটির একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই নারীও মারা যান।

এর একদিন আগে শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে, রোববার জেরিকো এবং তুলকারেম এলাকায় সংঘর্ষে কমপক্ষে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।




ঈদে নৌপথে নিরাপত্তায় জাতীয় কমিটির ১২ সুপারিশ

ডিএনবি নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতরে নৌপথে নিরাপদ যাতায়াতের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি ১২ সুপারিশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি ও সুপারিশ উত্থাপন করা হয়।

ভরা দুর্যোগ মৌসুমে ঈদ উদযাপিত হবে-এই বিবেচনায় আগামী ১৫ রমজান (১৭ এপ্রিল) থেকে সুপারিশগুলো বাস্তবায়ন শুরু করে ঈদের পরেও ১০ দিন পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানায় এই কমিটি।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সুপারিশগুলো হলো:

১. বিদ্যমান অনিয়ম-অব্যবস্থাপনা রোধে নদীবন্দর ও নৌপথগুলোতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করা।

২. নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএতে অস্থায়ী ভিত্তিতে অন্তত চারজন করে নির্বাহী হাকিম পদায়ন দিয়ে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বৃদ্ধি।

৩. পদ্মার শিমুলিয়া-বাংলাবাজার ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচলে বিশৃঙ্খল এড়াতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন।

৪. শিমুলিয়া-বাংলাবাজার ও পাটুরিয়া-দৌলতদিয়াসহ সব নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন কঠোরভাবে নিয়ন্ত্রণ।

৫. উপকূলীয়, হাওর ও পাহাড়ি জনপদে অবৈধ ও ত্রুটিপূর্ণ লঞ্চ চলাচল বন্ধে সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসনকে সম্পৃক্ত করা।

৬. সারা দেশে যাত্রী ও পণ্যবাহীসহ যেকোনো ধরনের অনিবন্ধিত ও ত্রুটিপূর্ণ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা।

৭. গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে কোস্টগার্ড ও নৌ পুলিশের তৎপরতা জোরদার করা।

৮. সর্বসাধারণের জ্ঞাতার্থে টেলিভিশন ও বেতারে প্রতি ঘণ্টায় আবহাওয়ার সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার।

৯. যাত্রীদের সতর্কতার জন্য টার্মিনাল ও গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে বড় পর্দায় ও লাউড স্পিকারে আবহাওয়া বার্তা প্রচার।

১০. লঞ্চ ও স্টিমারসহ সব ধরনের যাত্রীবাহী নৌযানে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সশস্ত্র নিরাপত্তাকর্মী নিয়োগ।

১১. যাত্রীভর্তি নৌযান ছাড়ার আগে ভিডিওচিত্র ধারণ করে টার্মিনাল বা ঘাট কর্তৃপক্ষের কাছে সংরক্ষণ।

১২. সব টার্মিনালে নিরাপত্তা এবং শৌচাগার ও অজুখানা পর্যাপ্ত পানিসহ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দূরপাল্লার সড়কে তীব্র যানজটসহ লাগামহীন দুর্ঘটনার কারণে উপকূলীয় জনপদের মানুষ নৌপথকেই প্রাধান্য দেবে। এতে নৌযানে যাত্রীর চাপ বাড়বে।

অন্যদিকে ভরা দুর্যোগ মৌসুমের কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১২ দফা সুপারিশ বাস্তবায়ন করতে হবে।




দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছে ১ কোটি ৫ লাখ মানুষ: স্বাস্থ্য অধিদফতর

ডিএনবি নিউজ ডেস্ক:

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজের পর এখন তৃতীয় বা বুস্টার ডোজে জোর দিচ্ছে সরকার। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এখন পর্যন্ত এক কোটি ৫ লাখ ৬৮ হাজার ৯০০ জন বুস্টার ডোজ পেয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৮১ লাখ ৮৬ হাজার ১৩১ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ২৬ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

এদিকে গত ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭২ লাখ ৯০ হাজার ৮৯৩ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৩৬৫ জনকে।

আর শনিবার (৯ এপ্রিল) সারা দেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে দুই হাজার ১৬৩ জন শিক্ষার্থীকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৪১৯ জনকে।

অধিদফতর থেকে আরও জানানো হয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখ ১২ হাজার ২৫৬ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।




দুর্গাপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ডিএনবি নিউজ ডেস্কঃ

সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা, কারিতাস,ডিএসকে,কম্পেশন,সারা’র সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা হেলথ হলরমে ‘‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’’ এই প্রতিপাদ্যে  আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান’র সভাপতিত্বে ও কারিতাস প্রকল্প কর্মকর্তা ছবি স্প্রং এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, অন্যান্যের মধ্যে আলোচনা করেন,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, রাহিবুল করিম,স্বাস্থ্য সহকারী শুব্রত চক্রবর্ত্তী,ডিএসকের প্রকল্প ব্যাবস্থাপক রুপন কুমার সরকার, নুরে আলম, স্বাস্থ্যকর্মী,এনজিও কর্মী সহ মিডিয়া কর্মীগন  উপস্থিত ছিলেন।




২ বছর পর শোলাকিয়ায় হবে ঈদের জামাত

ডিএনবি নিউজ ডেস্ক:

করোনা পরিস্থিতিতে গত দুই বছর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত হয়নি। এবার শোলাকিয়ায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শোলাকিয়ার জামাত আয়োজন করা হবে। সকাল ১০টায় জামাত শুরু হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাতে জায়নামাজ ও মাস্ক ছাড়া আর কিছু সঙ্গে না আনতে পরামর্শ দেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, শোলাকিয়া ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক মেহাম্মদ আলী সিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া ও নূর আলমের ছেলে নয়ন সর্দার। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।

সৌদির বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত তিন শ্রমিক হাইওয়ের পাশে ফার্মে কাজ করছিলেন। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।




হবিগঞ্জের বিবিয়ানার ৪ কূপে গ্যাস উত্তোলন শুরু

ডিএনবি নিউজ ডেস্ক:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ হওয়া ছয়টি কূপের মধ্যে চারটি দীর্ঘদিন পর চালু হয়েছে। আর অপর দুটি কূপ সচল করতে এখনো কাজ করছেন প্রকৌশলীরা।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেছেন, অবশিষ্ট দুটি কূপের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য প্রকৌশলীরা কাজ করছেন। আশা করছি- আগামী বৃহস্পতিবারের (৭ এপ্রিল) মধ্য আরও একটি কূপ চালু করা সম্ভব হবে। ছয় নম্বর কূপটি চালু হতে সময় লাগবে।

উল্লেখ্য, রোববার (৩ এপ্রিল) সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এ জন্য জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, বিবিয়ানা বর্তমানে দেশের সবচেয়ে বড় গ্যাস উৎপাদন ক্ষেত্র। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে গোটা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে। এমনকি রাজধানীর বিভিন্ন এলাকায় রান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

জানা গেছে, দেশে দিনে ৩৭০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও শনিবার (২ এপ্রিল) মাত্র ২৭৯ কোটি ঘনফুটের মতো মোট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে বিবিয়ানা থেকে সরবরাহ করা হয় কেবল ১১৫ কোটি ঘনফুট।

রোববার দুপুরের পর থেকে বিবিয়ানায় উৎপাদন প্রায় অর্ধেক কমে যায়। এতে বাসার চুলায়, শিল্প কারখানায় ও বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ হ্রাস পেতে থাকে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।




দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানিতে শিশু নিখোঁজ

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি কুড়াতে গিয়ে নদীর পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র জিহাদ(১৪)নিখোঁজ হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া এলাকার সোমেশ্বরী নদীতে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ওই এলাকার দুলাল মিয়া ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় মাদ্রাসাতে পড়াশোনা করে জিহাদ। কয়েকদিন হয় জিহাদ ছুটিতে বাড়িতে এসেছে। ওইদিন দুপুরে জিহাদ ও তার বোন ডিঙ্গি নৌকা করে নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যায়। লাকড়ি সংগ্রহের একপর্যায়ে তাদের নৌকা বালুতে আটকে গেলে জিহাদ নেমে নৌকা সরানোর চেষ্টা করলে বালুর গর্তে পড়ে নিখোঁজ হয় জিহাদ। এরপর ছোট বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোজাখুজি শুরু করে। প্রায় ৪ ঘন্টা অতিক্রম হয়ে গেলেও সন্ধান মেলেনি জিহাদের। স্থানীয়রা ডুবুরিকে খবর দেয়।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি(ভার:) মীর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডুবুরিদলও শিশু উদ্ধারে প্রস্ততি নিচ্ছে। লাশ উদ্ধারের পর অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




রাবি শিক্ষক হত্যা : সহযোগী অধ্যাপকসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং বাসার কেয়ারটেকার মোঃ জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সাথে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। তারা হলেন কেয়ারটেকার মোঃ জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর ভাই আব্দুস সালাম।

মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ রায় দেন। গত ১৬ মার্চ উভয়পক্ষের (রাষ্ট্র ও আসামি) করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য আজ (৫ এপ্রিল) দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অবন্তী নুরুল। বাদিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। এ ছাড়া ছিলেন অধ্যাপক ড. এস তাহেরের মেয়ে আইনজীবী সাগুফতা।অন্যদিকে আসামিপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এসএম শাহজাহান ও অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম।

২০১৩ সালের ২১ এপ্রিল রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং অন্য দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট।

অধ্যাপক তাহের হত্যা মামলায় ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চারজনকে ফাঁসির আদেশ ও দু’জনকে বেকসুর খালাস দেন। খালাসপ্রাপ্ত চার্জশিটভুক্ত দুই আসামি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী ও আজিমুদ্দিন মুন্সী।

২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন পুলিশ। পরে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরাও আপিল করেন।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবির কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় নৃশংসভাবে হত্যার শিকার অধ্যাপক তাহেরের লাশ। ৩ ফেব্রুয়ারি নিহত অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যা মামলা করেন।




পিয়াজ ভর্তি পিকআপ ভ্যানে ৩৮ হাজার পিস ইয়া’বা: আটক ২

ডিএনবি নিউজ ডেস্কঃ

আশুলিয়ায় পিয়াজ ভর্তি পিকআপ ভ্যান থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।