চলমান ইসরাইলি আগ্রাসনে ১৮৮ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ

ডিএনবি নিউজ ডেস্ক :

ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত ১৮৮ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল এই বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে।

গাজার মিডিয়া অফিস গতকাল (শনিবার) শহীদ সাংবাদিকদের তালিকা প্রকাশ করেছে যার মধ্যে সম্প্রতি শহীদ হওয়া চার সাংবাদিকের নাম রয়েছে।

গাজার মিডিয়া অফিস বলেছে, তারা জোরালো ভাষায় সাংবাদিকদের হত্যার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে। দখলদার ইসরাইল এসব সাংবাদিককে হত্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী।

সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন সংস্থা এবং বিশ্বব্যাপী যারা সাংবাদিকতার সাথে যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে কয়েকজন সাংবাদিক তাঁবুতে আশ্রয় নেয়ার পরেও দখলদার সেনারা তাদের ওপর বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইসরাইলের এই সমস্ত অপরাধযজ্ঞের সঙ্গে মার্কিন সরকার ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেছে গাজার মিডিয়া অফিস।

# পার্সটুডে




দুর্গাপুরে বিএনপি‘র বিক্ষোভ মিছিল

ডিএনবি নিউজ ডেস্ক :

বিএনপি‘র কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ফ্যাসিস্ট আওয়ামীলীগের ঘোষিত কর্মসুচীর বিরুদ্ধে নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে, বিএনপি‘র দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, দলীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ এর সভাপতিত্বে, পৌর যুবদলের সদস্য সচিব স¤্রাট গণি‘র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি‘র যুগ্ন-আহবায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব হারেজ গণি সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আ‘লীগ সরকারের নেতাকর্মীরা ‘‘শান্ত বাংলাদেশ কে অশান্ত করার লক্ষে’’ এখনো ঘুপটি মেরে বসে আছে। কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক ফ্যাসিস্ট সরকারের কোন কর্মসুচী এই বাংলায় আর করতে দেয়া হবে না। দেশকে অশান্ত করা থেকে বিরত রাখতে, দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।




রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

ডিএনবি নিউজ ডেস্ক :

রংপুরে বাসা থেকে মোস্তাকিম ইসলাম (৩২) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে মুলাটোল এলাকার ব্যাংক কলোনির নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Google news
মোস্তাকিম বদরগঞ্জ উপজেলার ট্যাক্সের হাট এলাকার খাদেমুল ইসলামের ছেলে। তিনি ৮ বছর ধরে রংপুর জজ কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেশী হারুন অর রশিদ জানান, মোস্তাকিম ইসলামের গ্রামের বাড়ি বদরগঞ্জের ট্যাক্সের হাট এলাকায়। সেখানে বাবা ও এক ভাই থাকেন। গত ৪ দিন আগে মোস্তাকিমের স্ত্রী রিমু আক্তার বাবার বাড়ি বেড়াতে যান।

মোস্তাকিমের ছোট ভাই সোহান জানান, শুক্রবার তার বড় ভাইকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে নিচে পড়ে থাকতে দেখেন। এসময় বিছানার ওপর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশে খবর দেওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুর রশীদ বলেন, খবর পেয়ে শুক্রবার রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার লাশ ঝুলন্ত নয়, পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।




জানুয়ারি থেকে স্মার্ট কার্ডেই মিলবে টিসিবির পণ্য

ডিএনবি নিউজ ডেস্ক :

২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আঞ্চলিক কার্যালয়ে রমজান উপলক্ষে আগাম প্রস্তুতিবিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর বলেন, রমজান উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব পণ্য আমদানি করা হয়, সেসবেরও প্রস্তুতি নেওয়া শেষ। রমজানে পণ্যের কোনো সংকট হবে না।

তিনি বলেন, তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা ঢাকা ও অন্য সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। ছোলা ও খেজুরের জন্য এরইমধ্যে চুক্তি হয়ে গেছে। জানুয়ারির ভেতর পণ্য টিসিবির গুদামে চলে আসবে।

হুমায়ুন কবীর বলেন, পণ্য স্থানীয় পর্যায়ে পৌঁছাতে বিঘ্ন হচ্ছে না। তবে মনিটরিংটা ঠিকমতো হচ্ছে না। ভোক্তার কাছে সঠিকভাবে যেতে যে সহযোগিতা দরকার, সেটাতে কমতি রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সভার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, একটি পরিবার থেকে যেন এক ব্যক্তির বেশি না পায়। এজন্য স্মার্ট ফ্যামিলি কার্ড করা হচ্ছে। ডিলারদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এখন ডিলার নিয়োগ বন্ধ রয়েছে। ভবিষ্যতে ডিলারের প্রয়োজন হলে বিজ্ঞপ্তি দেওয়া হবে।




সংবিধান সংস্কার মতামতে ডাক পেলেন আলেমও

ডিএনবি নিউজ ডেস্ক :

সংবিধান সংস্কার বিষয়ে সব শ্রেণিপেশার মতামত নিতে বৈঠকের আয়োজন করেছে কমিশন। এরকম গুরুত্বপূর্ণ কোনো বৈঠকে এই প্রথম ডাক পড়েছে আলেমদের। এ বৈঠকে অংশ নিতে ডাক পেয়েছেন কবি, দার্শনিক ও আলেম মুসা আল হাফিজ। ১২ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের কেবিনেট কক্ষে এ বৈঠক হবে।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ স্বাক্ষরিত ৬ নভেম্বরের ওই আমন্ত্রণপত্রটি মুসা আল হাফিজ তার ফেসবুকে শেয়ার করেছেন।

মুসা আল হাফিজকে পাঠানো ওই আমন্ত্রণপত্রে বলা হয়, কমিশন সুপারিশ তৈরির লক্ষ্যে অংশীজনদের মতামত গ্রহণের প্রক্রিয়া হিসেবে সংবিধান সংস্কার বিষয়ে সমাজের সব স্তরের মানুষের মতামত সংগ্রহ করবে। এই উদ্দেশ্যে কমিশন সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

একটি সূত্রে জানা গেছে, মুসা আল হাফিজসহ ওই বৈঠকে তিনজন আলেম অংশগ্রহণে আমন্ত্রণ পেয়েছেন। তাৎক্ষণিক অপর দুই আলেমের পরিচয় জানা যায়নি।

এর আগে ৩ নভেম্বর জাতীয় সংসদের একটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবিধান সংস্কার কমিশন। ওই সম্মেলনে জানানো হয়- সংবিধান সংস্কারের সুপারিশ তৈরির জন্য অংশীজনদের মতামত ও প্রস্তাব নেবে সংবিধান সংস্কার কমিশন। আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল বাদে অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করবে তারা। তবে যেসব ব্যক্তি, সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় সক্রিয়ভাবে হত্যাকাণ্ডে যুক্ত থেকেছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ড ও নিপীড়নকে সমর্থন করেছে, ফ্যাসিবাদী কার্যক্রমকে বৈধতা দিতে সাহায্য করেছে, তাদের সংস্কার প্রস্তাবের সুপারিশ তৈরিতে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে এ কমিশন।

এ সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ সাংবিধানিক সংস্কারের সাতটি উদ্দেশ্যের কথা তুলে ধরেন। এতে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।




ইসরাইলের নয়া যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজ কেমন লোক? কী তার পরিচয়?

ডিএনবি নিউজ ডেস্ক :

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ইয়োভ গ্যালান্টকে যুদ্ধমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে ইসরাইল কাটজকে তার স্থলাভিষিক্ত করেছেন।

১৯৫৫ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী এই ইহুদিবাদী নেতা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স এবং কৃষিবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পার্সটুডে জানাচ্ছে, উগ্র এই ইসরাইলি নেতা এর আগে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিবহণমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং গোয়েন্দামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ফিলিস্তিনি জনগণের প্রতি বিশেষ করে প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি প্রচণ্ড বিদ্বেষী মনোভাব পোষণ করার কারণে ইসরাইলি রাজনীতিবিদদের মধ্যে উগ্রবাদী নেতা হিসেবে কাটজের পরিচিতি রয়েছে।

ফিলিস্তিনিদের পাশাপাশি ইরান, এমনকি জাতিসংঘের বিরুদ্ধেও চরম বিদ্বেষী কথাবার্তা বলার রেকর্ড তার রয়েছে। জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে অবৈধ ইহুদি বসতি নির্মাণের ঘোর সমর্থক ইসরাইল কাটজ। তিনি বহুদিন যাবত ফিলিস্তিন সংকট সমাধানের ঘোর বিরোধিতা করে এসেছেন।

ইহুদিবাদী ইসরাইলের নয়া যুদ্ধমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় ইসরাইল কাটজ দাবি করেছেন, ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহকে ধ্বংস করা এবং গাজা থেকে ইসরাইলি পণবন্দিদের জীবিত উদ্ধার করে নিয়ে যাওয়া হবে তার প্রধান কাজ।

# পার্সটুডে




লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪০, আহত ৫৩

ডিএনবি নিউজ ডেস্ক :

লেবাননে পূর্বাঞ্চলীয় বালবেক শহরসহ বেকা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।

গতকাল (বুধবার) সন্ধ্যায় এসব হামলা চালানো হয় বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পরে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতেও বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এছাড়া, আজ (বৃহস্পতিবার) দিনের শুরুতে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি এলাকাসহ বৈরুতের দক্ষিণ শহরতলিতে অন্তত চারবার বিমান হামলা চালানো হয়েছে।

এই হামলাগুলোর আগে বুধবার ইসরাইলি দখলদার বাহিনী বেকা উপতকার কয়েকটি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার অবৈধ নির্দেশ জারি করেছিল।

গত এক বছরে লেবাননে ইসরাইলি হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগ নিহত হয়েছেন গত ছয় সপ্তাহে।

ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও প্রতিদিন তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনার হামলা চালিয়ে আসছে। গতকাল (বুধবার) হিজবুল্লাহ জানায়, তারা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরাইলি গণমাধ্যম ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

# পার্সটুডে




৪০ হাজার টাকা নিয়ে শিশুকে দিলেন দত্তক, এক মাস পর থানায় অভিযোগ করে ফেরত!

ডিএনবি নিউজ ডেস্ক :

সাত মাস বয়সের শিশু সন্তানকে দত্তক দিয়েছেন বাবা-মা। বিনিময়ে নিয়েছেন ৪০ হাজার টাকা। কিন্তু এক মাস পার হতেই সেই সন্তানকে ফিরে পেতে থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযোগ পেয়ে থানা পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে।
এমনি ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কেট্টা গ্রামে । দত্তক দেওয়া দম্পতির দাবী সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন তারা টাকার বিষয়েও জানতেন না, তাদের ব্যাগে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছিল ষড়যন্ত্র করে।

জানা গেছে ,দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কেট্টা গ্রামের রকিবুল হাসান রাব্বি ও সসলিমা আক্তার দম্পতির এক পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু অভাবের তাড়নায় সেই সন্তানকে লালন পালন করতে না পেরে নিরুপায় হয়ে সেই শিশু সন্তান কে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। পরবর্তীতে একই উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও মালেকা খাতুন নিঃসন্তান দম্পতি চলতি বছরের ৩০ সেপ্টেম্বর স্ট্যাম্পের মাধ্যমে চল্লিশ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে দত্তক নেন। কিন্তু ১ মাস ৭ দিন পার হতেই গতকাল বুধবার (০৬ নভেম্বর) থানায় অভিযোগ দায়ের করেন রকিবুল হাসান রাব্বি ও সসলিমা আক্তার দম্পতি। অভিযোগ পেয়ে থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে দত্তক দেওয়া প্রথম বাবা-মায়ের কাছেই শিশুটিকে ফেরত দেয় পুলিশ।

নিজের বাচ্চাকে ফেরত পেয়ে রকিবুল হাসান রাব্বি বলেন, ভুল করেছি এখন বাচ্চা পাইছি। ৪০ হাজার না, ৩৫ হাজার টাকা ব্যাগে ঢুুকিয়ে দিছিলো ,ফেরত চাইলে তো দিতেই হবে।
দত্তক নেওয়া নিঃসন্তান আমিনুল ইসলাম বলেন, ১৪ বছর ধরে আমার বাচ্চা নাই তাই একটা ছেলে বাচ্চা দত্তক নিছিলাম এবং তাদের ৪০ হাজার টাকা দিয়েছিলাম কিন্তু গতকাল পুলিশ গিয়ে বাচ্চাসহ আমাকে থানায় নিয়ে আসে এবং বাচ্চা তাদের দিয়ে দেয়। আমার টাকাও ফেরত দেয়নি । আমার স্ত্রী অসুস্থ এখন তাকেই বাঁচানো কঠিন হয়ে পড়েছে।

নিঃসন্তান দম্পতির স্বজন আব্দুল আজিজ বলেন, পুলিশ বাচ্চা তাদের দিতে বলেছে আমরা দিয়ে দিছি। আমাদের কাছ থেকে নেওয়া টাকা তারা ফেরত দেয়নি। তিনি আরও বলেন, ভাতিজা আমিনুল ইসলাম ও বউ মালেকা খাতনের বিয়ের পর একটি বাচ্চা হয় কিন্তু আড়াই বছর বয়সে পানিতে ডুবে মারা যায়। পরবর্তী সময়ে আর বাচ্চা হয়নি প্রায় ১৪ বছর। এমন অবস্থায় মালেকা বাচ্চার জন্য কান্নাকাটি করে। অবশেষে একটা বাচ্চা লালান পালন করতে পারে না তাই পালক (দত্তক) দিবে খোঁজ পাওয়া গেলে পরে চারজনে সাক্ষী ও জন্মদাতা বাচ্চার বাবা-মায়ের স্ট্যাম্পে সই স্বাক্ষরে বাচ্চা নিয়ে আসি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, বাবা-মা ৪০ হাজার টাকার বিনিময়ে তাদের বাচ্চাকে একজনকে দত্তক দিয়েছিল কিন্তু এখন বাচ্চা ছাড়া থাকতে পারে না আবার যারাও নিয়েছে তারাও বাচ্চাকে দেখতে দেয়না, যেনো দেখতে না পারে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতো । পরে গতকাল রাতে কান্নাকাটি করে থানায় এসে অভিযোগ দায়ের করে। পরে পুলিশ পাঠিয়ে বাচ্চাকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে আজকে উভয়পক্ষকে নিয়ে বসেছিলাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সামনেই আসল বাবা-মায়ের কাছে বাচ্চাটিকে দেওয়া হয়েছে। টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ওরা নিজেরা নিজেরা আত্মীয় হয়।




মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন দুই মুসলিম নারী

ডিএনবি নিউজ ডেস্ক :

ডেমোক্রেটদের হতাশার দিনেও আশার আলো হয়ে দাঁড়িয়েছেন দুই মুসলিম নারী রাশিদা তালাইব ও ইলহান ওমর। টানা চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদে জয়ী হলেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি মার্কিন সদস্য রাশিদা তায়েব। তিনি মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। ওই ডিসট্রিক্টে বড়সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস।

আর সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর জয় পেয়েছেন মিনেসোটাতে। এর আগে দুইবার তিনি অঞ্চলটির দায়িত্বে ছিলেন।

বুধবার (৬ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিদা তায়েব গাজা যুদ্ধে ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তার জন্য কঠোর সমালোচনা করেছিলেন। তিনি রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে পরাজিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ওমর তার নির্বাচনী প্রচারে কঠোর পরিশ্রমের জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, “আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। নির্বাচনী প্রচারণায় আমরা এক লাখ ১৭ হাজার ৭১৬ জনের বাসায় গিয়েছি। আমরা এক লাখ ৮ হাজার ২২৬টি কল করেছি ও এক লাখ ৪৭ হাজার ৩২৩টি ম্যাসেজ পাঠিয়েছি। এটি আমাদের সকলের ভালো ভবিষ্যতের জন্য একটি বিজয়। আমি আগামী দুই বছর আপনাদের সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে উন্মুখ হয়ে আছি।”

তালেব এবং ওমর দুজনেই “দ্য স্কোয়াড” নামে পরিচিত আইন প্রণেতাদের অনানুষ্ঠানিক গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি আলেকজান্দ্রা ওকাসিও-কর্টেজসহ কংগ্রেসের প্রগতিশীল সদস্যদের নিয়ে গঠিত।




রমজানের নিত্যপণ্য আমদানিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া হয়েছে : উপদেষ্টা

ডিএনবি নিউজ ডেস্ক :

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চাল-চিনি-গমসহ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে, যেন শিগগির এগুলো আনা হয়। এসব পণ্য আমদানিতে পর্যাপ্ত অর্থের বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমারা নিশ্চিত করেছি চাল গমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য, যেমন রোজার জন্য ডাল ও খেজুরের জন্য বরাদ্দের সমস্যা হবে না। কোনো ব্যাপারেই যেন ভোগ্যপণ্য বা ভোক্তাদের কোনো সমস্যা না হয়।’

আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘এখন খাদ্যদ্রব্য মনিটরিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি, কোন কোন পণ্যের মজুত কী অবস্থায় আছে, কী কী আমদানি করতে হবে, সেগুলো নিয়ে কাজ করতে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানি বাড়াতে বলে দিয়েছি। তারা দ্রুত পণ্য আনতে পারে।’

তিনি বলেন, ‘চাল-গমের বিষয়ে যতটুকু মজুত আছে, যতটুকু আমদানি দরকার, তার চেয়ে কিছুটা বেশি আমদানি ও সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছি। প্রয়োজন যদি এক্স হয়, তবে টার্গেট এক্স প্লাস ওয়ান করতে বলেছি।’

ড. সালেহউদ্দিন বলেন, ‘আমরা ধান ও চাল সংগ্রহের দাম ঠিক করে দিয়েছি। সেটা যেন ভোক্তা ও কৃষকদের জন্য যুক্তিপূর্ণ হয়। আমরা একটা দাম ঠিক করব আর বাজারে এর থেকে বেশি ব্যবধানে বিক্রি হবে, এমন যেন না হয়। তাহলে বাজারে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নেবে।’

তিনি আরো বলেন, ‘আসন্ন রমজানে যেন পণ্যের দাম না বাড়ে- সে লক্ষ্যে দ্রুতই আমরা সিদ্ধান্ত নিলাম। ছোলা, ডাল, চিনি, তেল এবং খেজুর যেন দেশে ঠিক সময় আমদানি হয়।’