ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়ার সমালোচনা মিসরের গ্র্যান্ড মুফতির

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক:

দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় যে বর্বর গণহত্যা চালাচ্ছে এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে ‘সামর্থ্যবান মুসলমানদের ওপর জিহাদ ফরজ’ বলে সম্প্রতি যে ফতোয়া দিয়েছিল আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়ন (IUMS), সেই ফতোয়ার কড়া সমালোচনা করেছেন মিসরের গ্র্যান্ড মুফতি ড. নাজির মুহাম্মদ আয়াদ। খবর মিডলইস্ট আইয়ের।

সোমবার (৭ এপ্রিল) মিসরের গ্র্যান্ড মুফতি বলেন, মুসলিম স্কলার্স ইউনিয়নের ফতোয়াটি দায়িত্বজ্ঞানহীন এবং এটি মুসলিম বিশ্বের জন্য ক্ষতিকর। তিনি এই ফতোয়াটিকে একেবারে অযৌক্তিক এবং ভুল বলে মন্তব্য করেন।

ড. আয়াদ বলেন, এমন একটি ফতোয়া শুধু মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ এবং উগ্রপন্থার উত্থান ঘটাতে পারে, যা বৈশ্বিক শান্তির জন্য ক্ষতিকর হতে পারে। তিনি দাবি করেন, ফতোয়া ইস্যু করার সময় যাদের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে, তাদের উচিত আরও চিন্তা-ভাবনা করা এবং ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে শান্তি এবং ঐক্য বজায় থাকে।

তবে ড. আয়াদ ইসরায়েলের গাজার প্রতি মানবিক সহায়তা অবরোধ করার সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন। তিনি এটিকে ‘আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার নীতির স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেন এবং এর বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানোর প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, গাজার সাধারণ জনগণের জন্য সহায়তা প্রেরণ একটি নৈতিক দায়িত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এটিকে মেনে চলা উচিত।

ড. নাজির আয়াদ ২০২৪ সালের আগস্টে মিসরের গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হন। তিনি ইসলামি দৃষ্টিভঙ্গিতে এক প্রগতিশীল ও শান্তিপূর্ণ মডেল প্রবর্তনের জন্য পরিচিত এবং সারা বিশ্বে উগ্রপন্থা ও ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে তার কাজের জন্য আলোচিত।

তিনি সবসময় আন্তঃধর্মীয় সংলাপের প্রতি জোর দিয়েছেন এবং ইসলামিক সমাজের মধ্যে সংহতি এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।




গাজায় সাংবাদিক হত্যা অব্যাহত; ইহুদি বসতিতে হামাসের রকেট হামলা

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক :

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের একইসাথে গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের সামরিক আগ্রাসন তীব্রতর হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, আল-আরাবি আল-জাদিদ নিউজ ওয়েবসাইট সোমবার গাজা উপত্যকার সর্বশেষ ঘটনাবলী সম্পর্কে এক প্রতিবেদনে লিখেছে: গাজা উপত্যকায় অব্যাহত হত্যাকাণ্ড এবং কঠোর অবরোধের কারণে মানবিক সংকটের অবনতি হওয়ার কথা উল্লেখ করে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রস্থলে দেইর আল-বালা শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যাতে এই এলাকাগুলোতে সামরিক হামলা চালানো যায়।

এই প্রসঙ্গে, ফিলিস্তিনি সূত্রগুলি দেইর আল-বালা শহরের পশ্চিমে একটি বাড়িতে বোমা হামলা এবং শহরের আল-আকসা শহীদ হাসপাতালের ভিতরে একটি তাঁবুতে ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ ও আহত হওয়ার খবর দিয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যম দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সের কাছে সাংবাদিকদের তাঁবুতে বোমা হামলার খবর দিয়েছে। বোমা হামলায় ২ জন সাংবাদিক নিহত এবং ৯ জন আহত হয়েছেন। হামলার পর ক্যামেরার সামনে একজন সাংবাদিককে পুড়িয়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের এলাকাগুলোতেও ইসরাইলি যুদ্ধবিমান ব্যাপক বোমা বর্ষণ করেছে।

ইসরাইলি আর্টিলারি ইউনিট গাজা শহরের দক্ষিণ-পূর্বে আল-জায়তুন এলাকার পূর্বাঞ্চলেও গোলাবর্ষণ করেছে।

ফিলিস্তিনি সূত্রগুলো গতকাল গাজা উপত্যকায় হামলায় কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নাগরিকের শহীদ হওয়ার খবর দিয়েছে।

নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের একইসাথে ইসরাইলি সেনাবাহিনীর হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সবুজ সংকেতে গাজা উপত্যকায় গণহত্যা এবং ইহুদিবাদী ইসরাইলের আক্রমণের জবাবে হামাস আন্দোলনের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড রবিবার রাতে আশদোদের ইহুদিবাদী বসতি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালায়, যার ফলে ২৭ জন ইহুদি আহত হয়।

এছাড়াও, ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ঘোষণা করেছে যে তারা আল-শুজাইয়ায় পূর্বে পেতে রাখা বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইহুদিবাদী সামরিক যান উড়িয়ে দিয়েছে।

ফিলিস্তিন মুক্তির জন্য পপুলার ফ্রন্টের সামরিক শাখা শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেডস উত্তর গাজা উপত্যকায় একটি ইসরাইলি দখলদার সেনাবাহিনীর ড্রোনও গুলি করে ভূপাতিত করেছে।#

সূত্র: পার্সটুডে




দুর্গাপুরে আদিবাসী সম্প্রদায়ের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ডিএনবি নিউজ ডেস্ক :
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমিতে স্থানীয় আদিবাসী সম্প্রদায় থেকে যোগ্য পরিচালক নিয়োগ দেয়ার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
কালচারাল একাডেমির সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে আদিবাসী নেতা হেমিংটন কুবির সঞ্চালনায় এবং আদিববাসী নেতা বিন্যামিন আরেং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষাবিদ ও আবিদাবসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক বিশ^জিৎ রংদী, দুর্গাপুর উপজেলা টিডবিøউএর চেয়ারম্যান গিলবার্ট চিসিম, কলমাকান্দা উপজেলা টিডবিøউএর সাধারণ সম্পাদক বুথুয়েল কুবি, আদিবাসী নেতা বারেন্দ্র দ্রং, হাজং উন্নয়ন সংগঠনের নেতা সাগর হাজং প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৭ সনে শহদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থানীয় আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও সাংস্কৃতিক এতিহ্য রক্ষায় প্রতিষ্ঠা করেছেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি। বিগত ৪৮ বছর পেরিয়ে গেলেও একাডেমি ও ক্ষুদ্র জাতী গোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় তেমন কোন উন্নয়ন হয়নি। দলীয় প্রভাব খাটিয়ে একাডেমির পরিচালক নিয়োগ হওয়ায় যোগ্যআদিবাসী ব্যক্তিরা বঞ্চিত হয়েছে। আমরা জানতে পেরেছি, অন্য উপজেলার পরাগ রিছিল নামের অত্র ব্যক্তির নাম অত্র একাডেমির পরিচালক পদে পাঠানো হয়েছে। দুই উপজেলার আদিবাসীদের জোর দাবী, ওই প্রস্তাবনা বাদ দিয়ে, স্থানীয় উচ্চ শিক্ষিত ও সমাজসেবক ড. অঞ্জন কুমার চিছামকে অত্র একাডেমির পরিচালক পদে নিয়োগ দেয়ার জোর দাবী জানাচ্ছি। আমাদের দাবী না মানা হলে, পরবর্তিতে সকল আদিবাসীদের নিয়ে, কঠোর কর্মসুচীর ঘোষনা দেয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় বিএনপি‘র নেতৃবৃন্দরা বলেন, যেহেতু স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে উচ্চ শিক্ষিত ও সমাজসেবক ড. অঞ্জন চিছাম রয়েছেন, সেহেতু অত্র উপজেলার বাহির থেকে পরিচালক পদে কাউকে নিয়োগ দিলে স্থানীয় আদিবাসীদের মাঝে অসন্তোষ দেখা দিবে।
মানববন্ধন শেষে, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি দিয়েছেন স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দরা।



দুর্গাপুরে যুবদল কর্মী লিটন খানকে জড়িয়ে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. লিটন খানকে জড়িয়ে অপ-প্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিটন খান তার লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের নাম ভাঙ্গিয়ে, সরকারী নদী দখলসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছি। আমার যন্ত্রনায় জেলে, কৃষক, দিনমজুর সহ অতিষ্ঠ হয়ে পড়েছে কাকৈরগড়া ইউনিয়নের মানুষ। এছাড়া আমাকে জড়িয়ে বীজ ও কীটনাশক বিক্রিতে প্রতারনা করেছি এমন তথ্য প্রকাশ করে, গত ৫ এপ্রিল স্থানীয় প্রিন্ট ও নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশ করানো হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

যাহা বাস্তবতার সাথে কোন প্রকার মিল নাই। আমার বাড়ি ওই ইউনিয়নের গন্ডাবের এলাকায়। ওই এলাকার আলী সোবানের ছেলে কথিত সাংবাদিক শেখ মামুনুর রশীদ সহ অন্য সাংবাদিকদের কাছে অসত্য তথ্য সরবরাহ করিয়া যে সংবাদ প্রকাশ করিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত: এলাকায় আমার সুনাম ও ভাবমুর্তি ক্ষুন্ন করার উদ্দ্যেশ্যে মামুনুর রশীদ এই সংবাদ প্রকাশ করিয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মীর আরাফাত, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মীর মুক্তাদীর, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মানিক মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইয়াহিয়া খান পিন্টু, যুবদল সদস্য মো. মাজহারুল ফকির, বিএনপি কর্মী মো. সিরাজুল ইসলাম, মো. আলম, মো. ইউসুফ, আলম মিয়া প্রমুখ।

 

 




দুর্গাপুরে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডিএনবি নিউজ ডেস্ক :

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে, দুর্গাপুরে হেফাজতে ইসলামের আয়োজনে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে একাত্মতা প্রকাশ করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সর্বস্তরের  তৌহিদী জনতা। ‎

সোমবার (০৭ এপ্রিল) বাদ যোহর দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক আলোচনা সভা শেষে সর্বস্তরের অংশগ্রহনে বিক্ষোভ সমাবেশ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাপনী বক্তব্য ও আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

‎এসময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন সিরাজী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওলী উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদল দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাইয়ুম, হাফেজ আব্দুল কাদির, ডাক্তার তোফাজ্জল হোসেন, মাওলানা মুজিবুর রহমান, মুফতি আবু ওয়াক্কাস, মুফতি জামাল উদ্দিন খান কারিমী, মাওলানা মন্জুরুল হক, মাওলানা হাবিবুর রহমান, মুফতি শাব্বির আহমদ, মুফতি এনায়েত উল্লাহ খান প্রমুখ। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা বিএনপি‘র যুগ্ন-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি‘র সদস্য সচিব সম্রাট গণি সহ দলীয় অন্যান্য নেতাকর্মীগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র সহ বিভিন্ন ইসলামী দল গুলোর নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসুচীর সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা আব্দুর রব।

বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শত শত নারী, পুরুষ, শিশুকে নির্বিচারে হত্যা করছে। আমরা মুসলমান হিসেবে ঘরে বসে থাকতে পারি না। আমরা এই হত্যাকান্ডের  ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি । দুর্গাপুরে সকল ইসরায়েলি পন্যের বয়কট করার ঘোষনা দিচ্ছি।

‎আমেরিকা সহ যারা মানববতার কথা বলছে, তারাই ইসরাইলে অস্ত্র ও বোমা সরবরাহ করে ফিলিস্তিনের সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করছে। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমেরিকা সহ যারা ইসরাইলকে সমর্থন করছে তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন। ফিলিস্তিনিদের উপর যে হত্যাকান্ড চালানো হয়েছে তাদের আন্তর্জাতিক ভাবে বিচার করতে হবে। বিশে^র সকল ইসরাইলি দুতাবাসের সাথে সম্পর্ক ছিন্ন করারও আহবান জানানো হয়।




দুর্গাপুরে অতিরিক্ত আদায়কৃত ভাড়া, যাত্রীদের ফেরত দিলেন ইউএনও

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :

ঈদুল ফিতরের ছুটি কাটানো শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় নেত্রকোনার দুর্গাপুরের বেশ কয়েকটি বাস পরিবহনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ‘‘যেখানেই অনিয়ম-সেখানেই অভিযান’’ এ লক্ষ সামনে রেখে, শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় ও বিরিশিরি এলাকার বাস কাউন্টার গুলোতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এ সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা সকলকে ফেরত দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ঢাকায় চলাচলকারী পরিবহন গুলো টিকিটের গায়ে মুল্য না লিখে ফাঁকা রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অভিযানে মা মনি এন্টারপ্রাইজ, সাথী পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন সহ বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের যাতে কোন প্রকার হয়রানি না করা হয় সেজন্য কাউন্টারগুলোকে প্রাথমিক সতর্ক করা হয়েছে। এ সময় সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতায় ছিলেন।

ভাড়া ফেরত পাওয়া যাত্রী আব্বাস উদ্দিন বলেন, ঈদের আগে ও পরে সমসময়ই জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে। আমি ঢাকায় যাচ্ছিলাম বাস ভাড়া ৬৫০ করে দুইটি টিকিট ১৩০০ টাকায় নিয়েছি। এখন ইউএনও স্যারের মাধ্যমে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পেয়েছি। এমন অভিযান সব সময় চললে যাত্রীদের জন্য ভালো হতো। দুর্গাপুর থেকে ঢাকা যাওয়ার নির্ধারিত ভাড়া ৪৫০/- টাকা।

ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর সাংবাদিকদের বলেন, ‘‘যেখানেই অনিয়ম-সেখানেই অভিযান’’ এ লক্ষ সামনে রেখে, ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে স্টেশন গুলোতে। সাধারণ মানুষের কাছ থেকে যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে জন্য মনিটরিং শুরু করছি। সেই সাথে যাত্রীদের সাথে কথা বলছি, যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে তাদের টাকাটা ফেরত দেওয়া ব্যবস্থা নিচ্ছি এবং সেইসাথে সতর্ক করা হচ্ছে এরপরও যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ডিএনবি নিউজ ডেস্ক :

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুদ্দুস বেপারীর সমর্থক ও জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই নিয়ে বেশ কয়েবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এই বিরোধের জের ধরে আজ শনিবার সকালে দুই পক্ষের মধ্যে পুরনায় সংঘর্ষ হয়।

এদিকে, দুপক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, কুদ্দুসের সমর্থক ও জলিল সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলতেছে। এর জের ধরে বিলাসপুর এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




আমেরিকা ভুল করলে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে ইরান : ড. আলী লারিজানি

ডিএনবি নিউজ ডেস্ক :

আমেরিকা যদি কোনো ভুল করে, তাহলে ইরান জনগণের চাপে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ড. আলী লারিজানি।

সোমবার (৩১ মার্চ) রাতে ইরানি টিভি’র একটি নিউজ টকশোতে এ মন্তব্য করেন আলী লারিজানি।

আলী লারিজানি বলেছেন, ইরানের সাথে সামরিক পদক্ষেপ পরিণতিহীন নয়। ইসলামী বিপ্লবের নেতার ফতোয়া হল পারমাণবিক অস্ত্র রাখা উচিত নয়। কিন্তু আমেরিকা বা ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে বোমা হামলা চালায়, তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে।

ইরানের নীতি নির্ধারণী পরিষদের এই সদস্য বলেন, বোমা হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না। ইরানের পারমাণবিক প্রযুক্তি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে, বোমা হামলার ঘটনা ঘটলে, এমনকি বিলম্বও লক্ষ্য করা যাবে না।

ইরান প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে লারিজানি আরও বলেন, বেশিরভাগ রাজনীতিবিদ ট্রাম্পের কথাকে একধরনের বাগ্মীতা বলে মনে করেন। বিশ্বজুড়ে ট্রাম্পের আচরণ একটি ইস্যুতে পরিণত হয়েছে। রাশিয়া এবং কানাডার জন্য তিনি একটি রেখা টেনেছিলেন কিন্তু উল্লেখযোগ্য কিছুই ঘটেনি।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নির্দ্বিধায় পরমাণু সমঝোতার অঙ্গীকারগুলোকে পদদলিত করেছে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা পরমাণু সমঝোতাকে ভালো চুক্তি বলে মনে করেননি, কারণ আমেরিকায় একজন প্রেসিডেন্ট সহজেই ওই চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছেন, অপরদিকে ইরান সমঝোতার অঙ্গীকারগুলো পূরণ করেছে।

লারিজানি বলেন, ইরান বৃহৎ শক্তিগুলোর মাঝে একটি বিশেষ অবস্থান পেয়েছে, এবং বেশিরভাগ পশ্চিমা দেশ ইরানের সাথে একটি স্বাধীন সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু আমেরিকার চাপের কারণে তারা তাদের অবস্থানে অটল থাকতে পারে না।

ইরানের নীতি নির্ধারণী পরিষদের এই সদস্য আরও বলেন, আমেরিকা ছাড়া ইসরাইল এ অঞ্চলে কিছুই করতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি ইস্যুকে সম্পূর্ণরূপে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সমস্ত দেশ জানে যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের অঙ্গীকারের ওপর তেমন কোনো আস্থা নেই।

সূত্র : পার্সটুডে।




দুর্গাপুরে ছাত্রদলের দুই নেতা কে অব্যাহতি

ডিএনবি নিউজ ডেস্ক :

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল হুদা শামীম এর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নেত্রকোণা জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন। অব্যাহতি প্রাপ্তরা হলেন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ (মাসুম বিল্লাহ) এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান (আরিফ মড়ল)।

এ বিষয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ছাত্রদলের এই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।




১২ ঘণ্টায় ২ কোটি টাকা টোল আদায় পদ্মা সেতুতে

ডিএনবি নিউজ ডেস্ক :

আসছে ঈদে নাড়ির টানে ঘরমুখী হচ্ছে মানুষ। এবারের ঈদযাত্রায় পদ্মা সেতুতে গত ১২ ঘণ্টায় ১ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত এ টোল আদায় হয়। এ সময় ওই সেতু দিয়ে ১৮ হাজার ১২৭টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১২ হাজার ৯৫৩টি ও জাজিরা প্রান্ত দিয়ে ৫ হাজার ১৭৪টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে ৩ হাজার ৮৬৬টি মোটরসাইকেল পারাপার হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতুতে গত বছর ঈদের পর সর্বোচ্চ টোল আয়ের রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা টোল আদায় হয় এবং সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে।

আবু সাঈদ বলেন, শুক্রবার ভোর থেকে ঈদে ঘরমুখী মানুষের যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। এতে পদ্মা সেতুতে টোল আদায় পঞ্চম সর্বোচ্চ রেকর্ড হয়েছে। তবে গতকালের তুলনায় আজ শনিবার যাত্রী ও যানবাহনের চাপ কম।

তিনি আরও বলেন, টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় শুক্রবার ভোর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূর পাল্লার যানবাহনের চাপ বাড়ে। তবে শনিবার ভোর থেকে ওই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ কমে এসেছে। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে ওই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে অনেকে।

উল্লেখ্য, গত বছরের ৯ এপ্রিল এক দিনে টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। সে বছর ১৪ জুন আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা। ২০২৩ সালে সর্বোচ্চ টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।