জনদুর্ভোগ লাঘবে শিবগঞ্জ-দুর্গাপুর সুমেশ্বরী নদীতে কাঠের সেতু নির্মাণ করে দিলেন: জননেতা ব্যারিস্টার কায়সার কামাল

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে, সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৮শত মিটার লম্বা কাঠের সেতু করে দিলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাম। শনিবার (২২ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই সেতুর উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা বিরাজ করছিলো। এলাকর সার্বিক দিক বিবেচনায়, সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী প্রায় পনের লক্ষ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল। এ সেতু দিয়ে শুধু যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষনা দেন ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের দাবী, তিনি এমপি নির্বাচিত হয়ে এই নদীর ওপর একটি নান্দনিক সেতু নির্মান করে দিবেন।

সেতু উদ্বোধন কালে পবিত্র কোরআন তেলোয়াত শেষে মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপি‘র সাবেক সভাপতি রওশন আলী, সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি‘র সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহআলম, বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ সহ সেতু কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

শিশু শিক্ষার্থী তাসফিয়া ইসরাত বলেন, নদীর ওপর কোন সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যায় পড়তে হয়। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরী করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, এর জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। উনার কাছে আমাদের একটাই দাবী, উনি এমপি নির্বাচিত হয়ে সোমেশ্বরী নদীর ওপর যেনো একটা স্থায়ী সেতু নির্মান করে দিবেন।




মামদানি দুর্দান্ত মেয়র হবেন, আমি সমর্থন করব: ট্রাম্প

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে বহু প্রতীক্ষিত বৈঠকে মিলিত হলেও রাজনৈতিক উত্তেজনার বদলে সেটি রূপ নেয় প্রশংসাবাণীতে। মামদানির প্রশংসা করে ভবিষ্যতে তার পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে নিজেদের প্রথম সরাসরি বৈঠকটি তারা অত্যন্ত সফলভাবে শেষ করেছেন।
# খবর বিবিসির।



সুড়ঙ্গ থেকে বের হওয়া হামাসের পাঁচ যোদ্ধাকে হত্যা করল ইসরায়েল

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও রাফা এলাকায় হামাসের প্রায় ২০০ যোদ্ধা এখনো সুড়ঙ্গের ভেতরে আটকে রয়েছেন।

নিহত পাঁচ যোদ্ধা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পরই ইসরায়েল তাদের লক্ষ্য করে হামলা চালায়।—খবর টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাহাল ব্রিগেড এ অভিযান চালায়। আইডিএফ দাবি করে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল এবং এটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল। তাই বিমান হামলার মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে।

যুদ্ধবিরতির পরও রাফার বেশিরভাগ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে হামাসের যোদ্ধারা সেখানেই আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো তাদের নিরাপদে গাজার ভেতরে কিংবা অন্য দেশে পাঠানোর বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। এর মধ্যেই পাঁচ যোদ্ধা নিহত হলেন।

এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল—আটকে থাকা ২০০ হামাস যোদ্ধাকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে; এরপর তাদের মুক্তি দেওয়া হবে এবং কয়েকজনকে ইসরায়েলে নেওয়া হবে। তবে এ দাবি প্রত্যাখ্যান করে হামাস জানায়, তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না।