জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

ডিএনবি নিউজ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া এজিএস (ছাত্র) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে একই প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা জয় পেয়েছেন।

নিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. রাশেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সভাপতি অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

এছাড়া সহসাধারণ সম্পাদক-এজিএস (পুরুষ) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রুহুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন-ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, ও মোহাম্মদ আলী চিশতী।

৩৩ বছর পর গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু ও হল সংসদের নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৫৯ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে ৬ জন নারী।

এবারের জাকসু নির্বাচনে পূর্ণ ও আংশিক মিলে মোট ৮টি প্যানেল অংশ নেয়। তবে ভোটগ্রহণ শুরুর পর ছাত্রদল সমর্থিত প্যানেলসহ ৫টি প্যানেল ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে। বর্জন করে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ এবং স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। এছাড়া ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেল ও কিছু স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন বর্জন করেন।




তেল আবিবে স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলি-অধিকৃত অঞ্চলের গভীরে তেল আবিবের স্পর্ষকাতর লক্ষ্যবস্তুতে একটি ফিশন মাল্টি-ওয়ারহেড "ফিলিস্তিন-২" হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

শনিবার এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা গাজার বিরুদ্ধে ইসরায়েলের “গণহত্যা ও দুর্ভিক্ষের অপরাধ” এবং “ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাাসন”র প্রতিক্রিয়া হিসাবে এই অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে তারা বলেছে যে অভিযান “আল্লাহর করুণায় সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে” এবং ” লাখ লাখ দখলদার ইহুদিবাদীদের আশ্রয়স্থলে পালিয়ে যেতে বাধ্য করেছে।” ইয়েমেনি সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষায় এবং “গাজার আমাদের অবিচল ভাইদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত” সমর্থন করার জন্য অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দিনের শুরুতে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি-অধিকৃত অঞ্চলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ইয়েমেন থেকে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র হামলা শনিবার ভোরে তেল আবিব এবং অধিকৃত অঞ্চলের অন্যান্য সম্প্রদায়গুলোতে সাইরেন বাজিয়েছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জরুরি প্রতিক্রিয়া পরিষেবা আক্রমণ বা ধ্বংসাবশেষের আঘাতের ফলে সরাসরি কোনো আহত হওয়ার খবর দেয় নি।

পরবর্তীতে সামরিক বাহিনী দাবি করে যে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলটিকে “প্রতিরোধ” করেছে। ইয়েমেনি সেনাবাহিনী “হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র” এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে ধারাবাহিক বিমান হামলার দায় স্বীকার করার দুই দিন পর এই ঘটনা ঘটে।

ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার বলেছেন যে নেগেভ মরুভূমিতে নির্ধারিত স্থানগুলোকে লক্ষ্য করে আরো দুটি ড্রোন দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের রামন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে । তিনি আক্রমণগুলোকে “সফল” বলে বর্ণনা করেছেন।

সূত্র: পার্সটুডে




ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১০

ডিএনবি নিউজ ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।