দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে সুজিত সূত্রধর নামের যুবকের মুত্যু

ডিএনবি নিউজ ডেস্ক::

বাড়ির পাশে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সুজিত সূত্রধর (২৮) নামে এক মানসিক বিকারগ্রস্থ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। মৃত সুজিত সূত্রধর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পূর্ব কাকৈরগড়া গ্রামের মৃত রমেশ সূত্রধরের ছেলে।

বুধবার (৩০ এপ্রিল) দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে গত মঙ্গলবার দিনগত রাত ১০টার থেকে ১১টার মধ্যে যেকোনা সময় এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছে মৃতের পরিবার ও পুলিশ।

জানা যায়, সুজিত সূত্রধর মানসিক বিকারগ্রস্থ ছিলেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সুজিত সূত্রধর রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তাকে শয়ন কক্ষে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে বসত ঘরের উত্তর-পশ্চিম কোনে গলায় রশি প্যাঁচানো অবস্থায় গাছের ডালের সাথে ঝুলে আছে সুজিত সূত্রধরের নিথর দেহ।

পরিবারের সদস্যদের ধারণা রাত ১০টা থেকে ১১টার মধ্যবর্তী কোন এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুজিত। খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহ থানায় নিয়ে আসে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের জন্য মৃতদেহ আজ (বুধবার) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আমাদেরও প্রস্তুত থাকতে হবে-ড. মুহাম্মদ ইউনূস

ডিএনবি নিউজ ডেস্ক :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। তবে অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ।

তিনি বলেন, পৃথিবীতে যুদ্ধ হোক, এটা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় বিমানবাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমানবাহিনীর গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

উদাহরণ হিসেবে তিনি বলেন, আমাদেরই নিকটে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার অবস্থা শুরু হয়েছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী।

প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এটা এমন এক পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজেই আমরা প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি, তার চেষ্টা থাকতেই হবে।

যুদ্ধ একটি ব্যয়বহুল ব্যাপার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল, তা-ও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। কিন্তু প্রস্তুতিও থাকতে হবে।

বিমানবাহিনীর মহড়া দেখে খুবই ভালো লেগেছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো আমরা সিনেমাতে দেখি। বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না। আজ আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম।

সার্বিক প্রস্তুতি সম্পর্কে মূল্যায়নে ড. ইউনূস বলেন, এতে আমাদের সাহস বাড়ে। শুধু যুদ্ধের সাহস না, আমাদেরই ছেলেমেয়েরা এমন দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে, কঠিন সমস্যার মোকাবিলা করতে পারে, এটা দেখে বুক ভরে যায়।