ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়ার সমালোচনা মিসরের গ্র্যান্ড মুফতির

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক:

দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় যে বর্বর গণহত্যা চালাচ্ছে এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে ‘সামর্থ্যবান মুসলমানদের ওপর জিহাদ ফরজ’ বলে সম্প্রতি যে ফতোয়া দিয়েছিল আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়ন (IUMS), সেই ফতোয়ার কড়া সমালোচনা করেছেন মিসরের গ্র্যান্ড মুফতি ড. নাজির মুহাম্মদ আয়াদ। খবর মিডলইস্ট আইয়ের।

সোমবার (৭ এপ্রিল) মিসরের গ্র্যান্ড মুফতি বলেন, মুসলিম স্কলার্স ইউনিয়নের ফতোয়াটি দায়িত্বজ্ঞানহীন এবং এটি মুসলিম বিশ্বের জন্য ক্ষতিকর। তিনি এই ফতোয়াটিকে একেবারে অযৌক্তিক এবং ভুল বলে মন্তব্য করেন।

ড. আয়াদ বলেন, এমন একটি ফতোয়া শুধু মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ এবং উগ্রপন্থার উত্থান ঘটাতে পারে, যা বৈশ্বিক শান্তির জন্য ক্ষতিকর হতে পারে। তিনি দাবি করেন, ফতোয়া ইস্যু করার সময় যাদের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে, তাদের উচিত আরও চিন্তা-ভাবনা করা এবং ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে শান্তি এবং ঐক্য বজায় থাকে।

তবে ড. আয়াদ ইসরায়েলের গাজার প্রতি মানবিক সহায়তা অবরোধ করার সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন। তিনি এটিকে ‘আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার নীতির স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেন এবং এর বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানোর প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, গাজার সাধারণ জনগণের জন্য সহায়তা প্রেরণ একটি নৈতিক দায়িত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এটিকে মেনে চলা উচিত।

ড. নাজির আয়াদ ২০২৪ সালের আগস্টে মিসরের গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হন। তিনি ইসলামি দৃষ্টিভঙ্গিতে এক প্রগতিশীল ও শান্তিপূর্ণ মডেল প্রবর্তনের জন্য পরিচিত এবং সারা বিশ্বে উগ্রপন্থা ও ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে তার কাজের জন্য আলোচিত।

তিনি সবসময় আন্তঃধর্মীয় সংলাপের প্রতি জোর দিয়েছেন এবং ইসলামিক সমাজের মধ্যে সংহতি এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।




গাজায় সাংবাদিক হত্যা অব্যাহত; ইহুদি বসতিতে হামাসের রকেট হামলা

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক :

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের একইসাথে গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের সামরিক আগ্রাসন তীব্রতর হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, আল-আরাবি আল-জাদিদ নিউজ ওয়েবসাইট সোমবার গাজা উপত্যকার সর্বশেষ ঘটনাবলী সম্পর্কে এক প্রতিবেদনে লিখেছে: গাজা উপত্যকায় অব্যাহত হত্যাকাণ্ড এবং কঠোর অবরোধের কারণে মানবিক সংকটের অবনতি হওয়ার কথা উল্লেখ করে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রস্থলে দেইর আল-বালা শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যাতে এই এলাকাগুলোতে সামরিক হামলা চালানো যায়।

এই প্রসঙ্গে, ফিলিস্তিনি সূত্রগুলি দেইর আল-বালা শহরের পশ্চিমে একটি বাড়িতে বোমা হামলা এবং শহরের আল-আকসা শহীদ হাসপাতালের ভিতরে একটি তাঁবুতে ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ ও আহত হওয়ার খবর দিয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যম দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সের কাছে সাংবাদিকদের তাঁবুতে বোমা হামলার খবর দিয়েছে। বোমা হামলায় ২ জন সাংবাদিক নিহত এবং ৯ জন আহত হয়েছেন। হামলার পর ক্যামেরার সামনে একজন সাংবাদিককে পুড়িয়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের এলাকাগুলোতেও ইসরাইলি যুদ্ধবিমান ব্যাপক বোমা বর্ষণ করেছে।

ইসরাইলি আর্টিলারি ইউনিট গাজা শহরের দক্ষিণ-পূর্বে আল-জায়তুন এলাকার পূর্বাঞ্চলেও গোলাবর্ষণ করেছে।

ফিলিস্তিনি সূত্রগুলো গতকাল গাজা উপত্যকায় হামলায় কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নাগরিকের শহীদ হওয়ার খবর দিয়েছে।

নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের একইসাথে ইসরাইলি সেনাবাহিনীর হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সবুজ সংকেতে গাজা উপত্যকায় গণহত্যা এবং ইহুদিবাদী ইসরাইলের আক্রমণের জবাবে হামাস আন্দোলনের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড রবিবার রাতে আশদোদের ইহুদিবাদী বসতি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালায়, যার ফলে ২৭ জন ইহুদি আহত হয়।

এছাড়াও, ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ঘোষণা করেছে যে তারা আল-শুজাইয়ায় পূর্বে পেতে রাখা বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইহুদিবাদী সামরিক যান উড়িয়ে দিয়েছে।

ফিলিস্তিন মুক্তির জন্য পপুলার ফ্রন্টের সামরিক শাখা শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেডস উত্তর গাজা উপত্যকায় একটি ইসরাইলি দখলদার সেনাবাহিনীর ড্রোনও গুলি করে ভূপাতিত করেছে।#

সূত্র: পার্সটুডে




দুর্গাপুরে আদিবাসী সম্প্রদায়ের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ডিএনবি নিউজ ডেস্ক :
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমিতে স্থানীয় আদিবাসী সম্প্রদায় থেকে যোগ্য পরিচালক নিয়োগ দেয়ার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
কালচারাল একাডেমির সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে আদিবাসী নেতা হেমিংটন কুবির সঞ্চালনায় এবং আদিববাসী নেতা বিন্যামিন আরেং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষাবিদ ও আবিদাবসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক বিশ^জিৎ রংদী, দুর্গাপুর উপজেলা টিডবিøউএর চেয়ারম্যান গিলবার্ট চিসিম, কলমাকান্দা উপজেলা টিডবিøউএর সাধারণ সম্পাদক বুথুয়েল কুবি, আদিবাসী নেতা বারেন্দ্র দ্রং, হাজং উন্নয়ন সংগঠনের নেতা সাগর হাজং প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৭ সনে শহদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থানীয় আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও সাংস্কৃতিক এতিহ্য রক্ষায় প্রতিষ্ঠা করেছেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি। বিগত ৪৮ বছর পেরিয়ে গেলেও একাডেমি ও ক্ষুদ্র জাতী গোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় তেমন কোন উন্নয়ন হয়নি। দলীয় প্রভাব খাটিয়ে একাডেমির পরিচালক নিয়োগ হওয়ায় যোগ্যআদিবাসী ব্যক্তিরা বঞ্চিত হয়েছে। আমরা জানতে পেরেছি, অন্য উপজেলার পরাগ রিছিল নামের অত্র ব্যক্তির নাম অত্র একাডেমির পরিচালক পদে পাঠানো হয়েছে। দুই উপজেলার আদিবাসীদের জোর দাবী, ওই প্রস্তাবনা বাদ দিয়ে, স্থানীয় উচ্চ শিক্ষিত ও সমাজসেবক ড. অঞ্জন কুমার চিছামকে অত্র একাডেমির পরিচালক পদে নিয়োগ দেয়ার জোর দাবী জানাচ্ছি। আমাদের দাবী না মানা হলে, পরবর্তিতে সকল আদিবাসীদের নিয়ে, কঠোর কর্মসুচীর ঘোষনা দেয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় বিএনপি‘র নেতৃবৃন্দরা বলেন, যেহেতু স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে উচ্চ শিক্ষিত ও সমাজসেবক ড. অঞ্জন চিছাম রয়েছেন, সেহেতু অত্র উপজেলার বাহির থেকে পরিচালক পদে কাউকে নিয়োগ দিলে স্থানীয় আদিবাসীদের মাঝে অসন্তোষ দেখা দিবে।
মানববন্ধন শেষে, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি দিয়েছেন স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দরা।



দুর্গাপুরে যুবদল কর্মী লিটন খানকে জড়িয়ে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. লিটন খানকে জড়িয়ে অপ-প্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিটন খান তার লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের নাম ভাঙ্গিয়ে, সরকারী নদী দখলসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছি। আমার যন্ত্রনায় জেলে, কৃষক, দিনমজুর সহ অতিষ্ঠ হয়ে পড়েছে কাকৈরগড়া ইউনিয়নের মানুষ। এছাড়া আমাকে জড়িয়ে বীজ ও কীটনাশক বিক্রিতে প্রতারনা করেছি এমন তথ্য প্রকাশ করে, গত ৫ এপ্রিল স্থানীয় প্রিন্ট ও নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশ করানো হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

যাহা বাস্তবতার সাথে কোন প্রকার মিল নাই। আমার বাড়ি ওই ইউনিয়নের গন্ডাবের এলাকায়। ওই এলাকার আলী সোবানের ছেলে কথিত সাংবাদিক শেখ মামুনুর রশীদ সহ অন্য সাংবাদিকদের কাছে অসত্য তথ্য সরবরাহ করিয়া যে সংবাদ প্রকাশ করিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত: এলাকায় আমার সুনাম ও ভাবমুর্তি ক্ষুন্ন করার উদ্দ্যেশ্যে মামুনুর রশীদ এই সংবাদ প্রকাশ করিয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মীর আরাফাত, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মীর মুক্তাদীর, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মানিক মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইয়াহিয়া খান পিন্টু, যুবদল সদস্য মো. মাজহারুল ফকির, বিএনপি কর্মী মো. সিরাজুল ইসলাম, মো. আলম, মো. ইউসুফ, আলম মিয়া প্রমুখ।