দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযান, মাদক সেবনকারীকে কারাদন্ড

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও চোরাচালান নিয়ে অভিযান চলাকালিন সময়ে মো. মোস্তফা (৩৫) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে কানিয়াইল আবাসন প্রকল্প এলাকা থেকে তাকে আটক করা হয়। মোস্তফা উপজেলার ধানশিরা এলাকার মতিউর রহমানের ছেলে।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, কানিয়াইল এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে গোয়েন্দা মাঠকর্মীদের এমন গোপন সংবাদের ভিত্তিতে, সেনা ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজন কে আটক করা হয়। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে অন্যরা তাৎক্ষনিক ওই এলাকা থেকে সটকে পরে। পরবর্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. মোস্তফাকে দশ দিনের জেল সহ অর্থদন্ড প্রদান করে দুর্গাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার সাংবাদিকদের জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজন কে আটক করতে পেরেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেওয়ানুল কবীর বলেন, সেনাবাহিনী কর্তৃক মাদক সেবনকারী কে আটক করা হয়েছে সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মো. মোস্তফা কে দশ দিনের কারাদন্ড ও সামান্য অর্থ দন্ড দিয়ে আসামীকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




ফিলিস্তিনে ‘দুই রাষ্ট্র’ সংকট সমাধানের অন্তরায়: ইরান; ট্রাম্প ও নেতানিয়াহুর প্রতিনিধিদের মধ্যে সংঘাত

ডিএনবি নিউজ ডেস্ক :

ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ফিলিস্তিনের প্রতি ইসলামী প্রজাতন্ত্রের স্থায়ী সমর্থনের উপর জোর দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, দুই-রাষ্ট্র পরিকল্পনা ফিলিস্তিনি জনগণের অধিকারকে নিরাপদ করবে না। শুক্রবার জেদ্দায় ওআইসি তথা ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি। ফিলিস্তিনের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের অবিচল সমর্থন সন্দেহাতীত এবং তাদের প্রতি আমাদের স্থায়ী অঙ্গীকার কখনই দুর্বল হবে না বলে আরাকচি উল্লেখ করেছেন।

ইসরাইল Ι ট্রাম্প ও নেতানিয়াহুর প্রতিনিধির মধ্যে উত্তপ্ত বিতর্ক

ইসরাইলি সামরিক মিডিয়া ‘ওয়ালা’ জানিয়েছে, নেতানিয়াহুর প্রতিনিধি রন ডার্মার ও ট্রাম্পের রাষ্ট্রদূত অ্যাডাম বোহলার-এর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে গত সপ্তায় যখন শান্তি আলোচনা চলছিল। ইসরাইল হামাসের সঙ্গে ওয়াশিংটনের গোপন আলোচনার খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে বলে ওয়ালা জানিয়েছে।

জাতিসংঘ Ι গুতেরেসের মুখপাত্র বললেন ইরানের সঙ্গে কূটনীতিই সর্বোত্তম পন্থা

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের (সর্বোচ্চ নেতার) কাছে চিঠি পাঠিয়েছেন এমন সংবাদের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন দুজারিচ এই কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি বিরোধ নিরসনের সর্বোত্তম উপায় হল কূটনীতি।

মার্কিন যুক্তরাষ্ট্র Ι গাজার প্রতি সহানুভূতির কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে অর্থনৈতিক সহায়তা দেয়া স্থগিত করবে ট্রাম্প প্রশাসন

মার্কিন সরকার গতকাল এই খবর দিয়ে বলেছে যে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে প্রায় ৪০ কোটি ডলারের সাহায্য প্রদান বন্ধ করে দিয়েছে সরকার। গত সপ্তায় গাজায় ইসরাইলি যুদ্ধের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ মিছিলের প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

ইউরোপ Ι পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো ইরানের পারমাণবিক অগ্রগতি বন্ধে ব্যর্থ হয়েছে: গ্রোসি

পরমাণু তৎপরতা নজরদারি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর হিসেবে আখ্যায়িত করে শুক্রবারে বলেছেন, এইসব চাপ এই দেশটির পরমাণু কর্মসূচিতে কোনো বাধা সৃষ্টি করেনি।

দক্ষিণ এশিয়া Ι আফগান শরণার্থীদের প্রতি পাক সরকারের নতুন আল্টিমেটাম

পাকিস্তান সরকার সব বিদেশী নাগরিকদের বহিষ্কারের অংশ হিসেবে ঘোষণা করেছে যে আইডি বা পরিচয়পত্রধারীসহ সব আফগান নাগরিককে আগামী মাসের মধ্যে পাকিস্তান ত্যাগ করতে হবে, অন্যথায় তাদেরকে কোনো চাকরি বা কাজের সুযোগ দেয়া হবে না।

ইইউ’র জরুরি বৈঠক শেষ ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্রাসেলসের জুয়া অব্যাহত

বৃহস্পতিবার শেষ হয়েছে ইউক্রেন বিষয়ক ইউরোপীয় ইউনিউন বা ইইউ জোটের বিশেষ জরুরি বৈঠক। ইউরোপীয় দেশগুলো রাশিয়ার ওপর চাপ সৃষ্টি এবং ইউক্রেনের প্রতি সামরিক ও আর্থিক সহায়তা জোরদারের ওপর জোর দিয়েছে। তারা ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা দিতে না পারলেও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও আরও একবার যুদ্ধের অনিশ্চিত খেলা বা জুয়া অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। #

সূত্র: পার্সটুডে




শরীরে বুলেট নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মাদ্রাসা ছাত্র ইমরান ইবনে আমির

ডিএনবি নিউজ ডেস্ক :

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পতন হয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। তাদের রুখতে গিয়ে তছনছ হয়েছে বহু পরিবার। যন্ত্রণায় কাটছে হাজারো জীবন। তাদেরই একজন কক্সবাজারের ইমরান ইবনে আমির।
বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি। তার ডান ও বাম হাত, মাথা এবং শরীর বুলেটবিদ্ধ। কক্সবাজার শহরের বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল খতিবে কয়েকটি বুলেট বের করলেও অপারেশনের জন্য শরীরের অবস্থা ভালো না থাকায় আরো ৭টি বুলেট নিয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ইমরান ইবনে আমির (১৬)।
বুলেট বিদ্ধ ইমরান ইবনে আমির কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তিনি কক্সবাজার শহরের বাহারছাড়া এলাকার মোহাম্মদ আমির হোসেন (৫৪) ও রাবেয়া বেগম (৪৮) দম্পতির সন্তান। আমির হোসেন মহেশখালী পুটিবিলা ফাজিল মাদ্রসার অধ্যক্ষ। তিন ভাই দুই বোনের মধ্যে ইমরান ইবনে আমির চতুর্থ।
সরেজমিনে কথা বলার জন্যে ইমরান ইবনে আমিরের বাসার দরজায় নক করতেই এক যুবক দরজা খুলে দেন। তিনি নিজেকে ইমরানের বড় ভাই আবু রায়হান পরিচয় দিয়ে বাড়ির একটি রুমে নিয়ে যান। দেখা যায়, রুমের এক পাশে খাটের উপর শুয়ে আছেন ইমরান ইবনে আমির। একটু পরপর যন্ত্রণায় ওহ-আহ শব্দ করছেন। বড় ভাই রায়হান পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন। রুমের দরজার পাশে পর্দার আড়ালে দাঁড়ানো মা রাবেয়া বেগমের কান্নার শব্দ শোনা যাচ্ছিল।
ইমরান ইবনে আমির জানান, তিনি কোনো রাজনীতি করেন না। গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল নিয়ে ইমরান ইবনে আমিরও লিংক রোড থেকে কক্সবাজার শহরের পেট্রোল পাম্প এলাকায় পৌঁছার সাথে সাথে ছাত্রলীগ-যুবলীগ নির্বিচারে গুলি চালায়। এ সময় অন্য সহকর্মীদের সাথে তিনিও বুলেট বিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। পরে সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় ইমরান ইবনে আমিরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিলেও ছাত্রলীগ-যুবলীগ এবং পুলিশের ভয়ে স্বজনরা ইমরান ইবনে আমিরকে গোপনে বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল খতিবে ভর্তি করিয়ে চিকিৎসা দেন। ডাক্তার ইমরান ইবনে আমিরের শরীরে ১৫টি বুলেট থাকার বিষয়টি নিশ্চিত করলেও অপারেশনের মাধ্যমে ৮টি বুলেট বের করা সম্ভব হয়। আবার অপারেশন করার মতো শরীরের অবস্থা ভালো না থাকায় আরো ৭টি বুলেট বের করা সম্ভব হয়নি। গোপনে বেশ কিছুদিন চিকিৎসার পর বাড়ি ফিরে যায় ইমরান ইবনে আমির।
আমিরের বড় ভাই আবু রায়হান বলেন, দীর্ঘ পাঁচমাস ধরে শরীরে থাকা গুলির যন্ত্রণায় দিনরাত ছটফট করছেন তাঁর ভাই। তীব্র যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেন না। ছোট ভাইয়ের এ অবস্থা তিনি আর দেখতে পারছেন না। চোখের সামনে যন্ত্রণায় কাতরালেও তিনি কিছুই করতে পারছেন না। সরকারিভাবে এ পর্যন্ত একবারের জন্যও ইমরান ইবনে আমিরের কোন খোঁজ-খবর নেয়া হয়নি বলে তিনি জানান।
ইমরান ইবনে আমিরের চিকিৎসক ডাক্তার রাকেশ কুমার ধর বলেন, শরীরে যেসব বুলেট রয়ে গেছে তা বের করা সম্ভব। তবে তার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা। এ উন্নত চিকিৎসা করাতে গেলে প্রয়োজন অনেক টাকার।
ইমরান ইবনে আমিরের পিতা আমির হোসেন বলেন, ছেলেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিতে সবসময় উৎসাহ দিয়েছি। আমার ছেলের শরীর বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হলেও আল্লাহর রহমতে বেঁচে আছে।
আমির হোসেন বলেন, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে যেন আর কোন বৈষম্য না থাকে এটাই আমার চাওয়া। পাশাপাশি ছেলের উন্নত চিকিৎসার জন্য সরকারি সহযোগিতারও দাবি জানান আমির হোসেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের তালিকা করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারি ভাবে সবাইকে সহযোগিতা দেওয়া হবে। এছাড়াও কক্সবাজারে নিহতদের পাশাপাশি ইতোমধ্যে আহত ২৪ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে সহযোগিতা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা। সূত্র: বাসস