দুর্গাপুরে দি চাইল্ড লার্নিং হোমস এর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ক্ষুদে শিক্ষার্থীদের আদর্শ বিদ্যাপিঠ দি চাইল্ড লার্নিং হোমস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় চত্বরে আনন্দঘন পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত শেষে মশাল প্রজ্জলনের মধ্যদিয়ে গানে গানে মুখরিত ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীরা দৌড়, লংজাম্প, হাইজাম্প, ব্যাঙের লড়াই, মোরগের লড়াই, বিস্কুট খেলা এবং যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

ক্রীড়াঅনুষ্ঠান পুর্ব আলোচনা সভায় স্কুলের পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ্ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ফকির, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রবাসী মাফুজুল হক, ক্রীড়া শিক্ষক তোফায়েল হোসেন শিমুল প্রমুখ। এছাড়া সময় বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেফতার ১ হাজার ৩০৮

ডিএনবি নিউজ ডেস্ক :

সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করেছে করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গতকাল সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত হয়।