দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে সোমেশ্বরী নদীর ওপর কাঠের সেতুর উদ্বোধন
ডিএনবি নিউজ ডেস্ক :
নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের সোমেশ্বরী নদীর ওপর বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে ২শত মিটার লম্বা কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সোমেশ্বরী নদীর ওপর এ সেতুর উদ্বোধন করা হয়।
দীর্ঘ দিন যাবৎ এলাকায় একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা বিরাজ করছিল। এলাকর সার্বিক দিক বিবেচনায় সর্বস্তরের মানুষ, রিক্সা, স্ভ্যিএনজি,ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী প্রায় পনের লক্ষ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল।
উদ্বোধনে পবিত্র কোরআন তেলোয়াত শেষে মোনাজাত পরিচালনা করেন, তেরী বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মাঝে, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ: সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান বলেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, সিনিয়র সহ:সভাপতি শহিদুল্লাহ খান, উপজেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক মাজহারুল হক রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব স¤্রাট গণি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।