দুর্গাপুর সাংবাদিক সমাজের সঙ্গে মতবিনিময়ে ফারুক আহম্মদ

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে জেলা এবং উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আলহাজ¦ মাফিজ উদ্দিন তালুকদার কলেজের প্রতিষ্ঠাতা ফারুক আহম্মদ তালুকদারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পর্কীয় এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় ও প্রতিবাদ সভায় অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ এবং প্রকাশিত সংবাদ সংবাদ সত্য নয়, স্থানীয় কিছু ব্যক্তি ঈর্ষাকাতর হয়ে চক্রান্ত ও কিছু কাগজ পত্রাদি সৃজন করে গত ১০ নভেম্বর নিউজ ভিশন নামের একটি অনলাইন পোর্টালে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। যাহা প্রকৃতপক্ষে সত্য নয়,উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, কলেজের স্টাফ নিয়োগ, টাকা আত্মসাৎসহ যে অভিযোগ এনেছে, তার কোনটির সাথেই আমি জড়িত নই। আমার নিয়োগে কাম্যসংখ্যক সকল যোগ্যতাই আমার রয়েছে বিধায় কমিটি আমাকে নিয়োগ দিয়েছেন। আমার জানামতে সব কিছুই বিধি মোতাবেক সম্পন্ন করা হয়েছে। আমার পরিবারের সকল সদস্য উচ্চ শিক্ষিত এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কর্মরত আছেন, যে কারনে একটি মহল প্রতিহিংসা বশত: সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে এই সংবাদ প্রকাশ করিয়েছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, গৌতম কুমার মল্লিক, দিলোয়ারা বেগম, প্রভাষক আসাদুজ্জামান, রেজাউল করীম, জুয়েল রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র, জোবায়ের হোসেন আব্বাসী হীরা প্রমুখ।




ব্যরিস্টার কায়সার কামালের উদ্দ্যেগে দুর্গাপুরে কাঠের ব্রীজের ভিত্তিপ্রস্তর

ডিএনবি নিউজ ডেস্ক :

সাধারণ মানুষ ও যানবাহন পারাপারের জন্য নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের গুরুত্বপুর্ন চৈতাটি ফেরীঘাটে ব্যরিস্টার কায়সার কামালের উদ্দ্যেগে অস্থায়ী কাঠের ব্রীজ নির্মানের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় এ ভিত্তিপ্রস্তর করা হয়।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিরিশিরি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আজিজুল হক মাস্টারের সভাপতিত্বে, সদস্য সচিব আবুল বাশার এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবুচান। বিশেষ বক্তা আলোচনা করেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবদুল আওয়াল, সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, দুর্গাপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রিপন, যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে অত্র উপজেলার সকল নদী গুলো থেকে, যাত্রী পারাপারে দ্বিগুন হারে টাকা নেয়া হতো। এই লাঘব ও সাধারণ মানুষের কথা ভেবে, দুর্গাপুর-কলমাকান্দার গণমানুষের নেতা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার কায়সার কামাল এর ব্যক্তিগত প্রচেস্টায় বিভিন্ন এলাকায়, সাঁকো ও কাঠের ব্রীজ নির্মানের উদ্দ্যেগ নেয়া হয়েছে। অতি শিঘ্রই এ ব্রীজ উদ্বোধন করা হবে। এই ব্রীজ দিয়ে বিনামুল্যে যাত্রী ও মালামাল পারাপার করা হবে বলে জানান বিএনপি‘র নেতাকর্মীরা।