দুর্গাপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ডিএনবি নিউজ ডেস্ক :

‘‘স্মার্ট ভূমি সেবা- স্মার্ট নাগরিক’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকালে নানা আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ভুমি সেবা আরো সহজতর করার লক্ষে উপজেলা পরিষদ মিলনায়তেন উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত আলোচনা সভায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, ইউএনও এম রাকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, পৌর কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবাগ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




দুর্গাপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিএনবি নিউজ ডেস্ক :

১৯ বছরে পদাপর্ণ করেছে দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত বাংলা সংবাদপত্র দৈনিক যায়যায়দিন। এ উপলক্ষে শনিবার দুপুরে এক র‌্যালি শেষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ইউএনও এম রাকিবুল হাসান।

পরবর্তিতে উপজেলা যায়যায় দিনের প্রতিনিধি ও দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায় আলোচনা করেন, যায়যায়দিন ফেন্ডস ফোরাম এর আহবায়ক কাউন্সিলর এস এম কামরুল হাসান জনি, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, সিনিয়র সাংবাদিক এসএম রফিকুল ইসলাম রফিক, এডভোকেট মানেশ সাহা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুল ওয়াহেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাংবাদিক, সুধীজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।




হজযাত্রীদের ভোগান্তি সৃষ্টিকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক:

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এ বছর যেসব এজেন্সি হজযাত্রীদের বিব্রতকর পরিস্থিতিতে বা ভোগান্তিতে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৮ জুন) সকাল ৯টার দিকে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা পরিদর্শনে যাওয়ার আগে রাজধানীর বিমানবন্দরের আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি।

মন্ত্রী বলেন, বিগত দিনে কয়েকটি ট্রাভেল এজেন্সির অব্যবস্থাপনার জন্য তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এবার হজ ব্যবস্থাপনায় আমরা কিন্তু কোনো ভোগান্তি পাইনি। যখন ভোগান্তির কথা বলা হচ্ছে, তখন বাংলাদেশের ৮৫ শতাংশ ভিসা সম্পন্ন হয়ে গেছে। এদিকে ভারত, পাকিস্তান ইন্দোনেশিয়া, তাদের ভিসা সম্পন্ন হওয়ার হার ছিল ৪৯ শতাংশ, ৫১ শতাংশ ও ৫৯ শতাংশ। কিন্তু বাংলাদেশের হার ছিল ৬০ শতাংশ। অন্যান্য দেশের ভিসা বন্ধ হলেও বাংলাদেশের হজযাত্রীদের ভিসা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি।

এবার হজ ব্যবস্থাপনায় যেসব এজেন্সি ও ব্যাংক হজ যাত্রীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও যোগ করেন তিনি।

তিনি বলেন, যেসব ব্যাংক হজযাত্রীদের ভোগান্তি সৃষ্টি করেছে সেসব ব্যাংক ও এজেন্সির তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। যার অপরাধ যতটুকু তার শাস্তিও ততটুকু হবে।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, এখন পর্যন্ত ৭০ হাজার হজযাত্রী মক্কায় পৌঁছে গেছেন। বাকি ১৫ হাজার হজযাত্রী ১২ জুনের মধ্যে পৌঁছে যাবেন।
এ সময় সবার কাছে দোয়া চান ধর্মমন্ত্রী।

পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৯ মে ও শেষ ফ্লাইট ১০ জুন।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।