দুর্গাপুরে জাতীয় সংবিধান দিবস পালিত

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোণা‘র দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে নানা কর্মসুচীর মাধ্যমে ‘‘জাতীয় সংবিধান দিবস’’ পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্য মুল প্রবন্ধ উপস্থাপন করেন সুসঙ্গ ডিগ্রি কলেজ এর প্রভাষক ড. আব্দুর রাশিদ। পরবর্তিতে আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর। অন্যদের মধ্যে আলোচনা করেন, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশিদ, আরডিও দীনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জালাল তালুকদার, সহকারী প্রোগ্রামার শামিউল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছর দ্বিতীয় বারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। গত বছর ৪ নভেম্বর তারিখ কে ‘ক’ শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হলে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়।




দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোণা‘র দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘‘সমবায়ে গড়ছি দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে শনিবার (৪ নভেম্বর) নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে পতাকা উত্তোলন ও র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর। অন্যদের মধ্যে আলোচনা করেন, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশিদ, আরডিও দীনা আক্তার, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভিন আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জালাল তালুকদার, সহকারী প্রোগ্রামার শামিউল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পিপুলনারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: কে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।




দুর্গাপুরে রোটারী ক্লাবের ঘর পেলেন ১০ পরিবার

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে রোটারী ক্লাব অব গুলশান সেন্ট্রাল এর পক্ষ থেকে ‘‘রোটারী আলয়’’ শীর্ষক পরিবেশ বান্ধব ঘর পেলেন ১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। শুক্রবার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে এ ঘরের চাবি হস্তান্তর করা হয়।

ঘর হস্তান্তরের পুর্বে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন এবং দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোনা – ১ আসনের নানা মুখি উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান আতাউর রহমান খান আখির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার রোটারিয়ান ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান মিয়া মোহাম্মদ এনায়েত উল্লাহ, এস এম এমদাদ হোসোইন, মহসীনা আহমেদ দীনা, মনজুরুল হক সোহেল, মহিউদ্দিন আলম, দীলিপ চক্রবর্ত্তী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, রোটারি ক্লাব অব গুলশান, দীর্ঘদিন ধরে সারাদেশে মানবতার সেবায় কাজ করে আসছে। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি নানামুখি উন্নয়ন কার্যক্রমে সহায়তা করে থাকে রোটারি ক্লাব। নেত্রকোনা ১ আসনের বিভিন্ন এলাকায় রোটারিয়ান আখির এর দিক-নির্দেশনায় যুব সমাজ তথা ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন-মান উন্নয়নের লক্ষে নানামুখি কার্যক্রম গ্রহন করা হবে। এ কাজে সহায়তা করতে সকলের সহযোগিতা কামনা করেন রোটারিয়ান ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।