প্রয়াত রেস্লিং সুপার স্টার উমাগার ছেলের ইসলাম গ্রহণ

dnb news :

প্রয়াত কুস্তিগীর উমাগার পুত্র জিলা ফাতু ইসলাম গ্রহণ করেন। তিনি একটি ইউটিউব ভিডিওতে তার ধর্মান্তরের ঘোষণা দেন। জিলা ইসলামে তার যাত্রাকে ‘সুন্দর’ বলে বর্ণনা করেছেন। তিনি কারাগারে ধর্মপ্রাণ মুসলিম বন্দীদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং সেখানে কাটানো সময়ের স্মৃতি শেয়ার করেছিলেন।

জিলা ফাতু তার ফিটনেস এবং মেডিটেশন ভিডিওর জন্য পরিচিত, তিনি তার ইউটিউব চ্যানেলে ‘সানডে ফান্ডে’ ব্লগের সময় ইসলাম গ্রহণের ঘোষণা দেন।

জিলা ফাতু টেক্সাস স্টেটে ভয়াবহ ডাকাতির অভিযোগে ছয় বছরের সাজা ভোগ করেছে।

২৭ বছর বয়সী এই যুবক বলেছেন যে, ‘তিনি কারাগারে থাকাকালীন ইসলাম সম্পর্কে কৌতূহলী ছিলেন এবং ধর্মের উপর অনেক অধ্যয়ন ও গবেষণার পরে ৩রা এপ্রিল, ২০২২-এ ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন কারাগারে ধর্মপ্রাণ মুসলমানদের আচরণ দেখে।’

তিনি বলেন, ‘ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার জীবন এবং ইসলাম সম্পর্কে বলার জন্য শুধুমাত্র ইতিবাচক জিনিস আছে। জনগণকে ইসলাম সম্পর্কে সচেতন করতে এবং আধ্যাত্মিকতার পথে যেতে অনুপ্রাণিত করতে জিলা ফাতে তার প্ল্যাটফর্ম ব্যবহার করবেন বলেও জানান।’
সূত্র: আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।




দুর্গাপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ

ডিএনবি নিউজ :

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যপি এক তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে তামাক বিরোধী ¯øাইড উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শীতেষ চন্দ্র পাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, নারী নেত্রী লুদিয়া রুমা সাংমা প্রমুখ।

বক্তারা বলেন, তামাকের ধুয়ায় ৭ হাজারেরও বেশী ক্ষতিকর রাসায়নিক রয়েছে যা মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গের মারাত্মক ক্ষতি করে। পরোক্ষ ধুমপানের ফলে শিশু ও নারীদের মারাত্মক ক্ষতি হয়। মাদক সেবনের কারণে বিশ্বে প্রতি বছর ৮০ লাখ মানুষ মারা যাচ্ছে যার মধ্যে অধুমপায়ি নারী ও শিশুর সংখ্যা প্রায় ১২ লাখ। তামাকের ব্যবহার, নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নসহ তামাকমুক্ত সমাজ গঠনে সকলের দায়িত্বপূর্ণ ভুমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।