দুর্গাপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোণার দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা, বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগে এক মানববন্ধন হয়েছে। রোববার বিকেলে কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জনগন দুর্গাপুর প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত (০৭ জানুয়ারি) শনিবার বিকেলে শাহাবুদ্দিন, মোতালেবসহ ১৪ জনের নেতৃত্বে বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সহ পিস্তল হাতে নিয়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এক বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশে আক্রমণ চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ির গেইট, টিনের চাল ও ঘরের দরজা ভেঙ্গে ওয়্যারড্রপ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ও সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়া যায়। এছাড়া যাওয়ার সময় ওই বাড়ী সংলগ্ন কওমী মহিলা মাদরাসা ও আসবাপত্র কুপিয়ে তছনছ সহ ব্যপক ক্ষতিসাধন করে যায়।
এনিয়ে শওকত হাসান বলেন, শাহাবুদ্দিন, মোতালেব সহ ১২-১৩ জনের নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় অসুস্থ মা ও বাবাকে কিল, ঘুষি দিয়ে জখম করে এ বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। রানা (১৯),
রবিকুল (১৮), ইমন (১৮) ও তুহিন (১৮) নামে চারজনকে আটক করলেও বর্তমানে আমরা নিরাপত্তাহনিতায় ভুগছি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শিব্বির আহামেদ তালুকদার বলেন, এমন ঘটনা আমার ইউনিয়নের আগে কখনও ঘটনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নেয়ার পরামর্শ
দিয়েছি। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনার পর ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে সন্ত্রাসী শাহাব উদ্দিন এবং আব্দুল মোতালেবসহ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার বিকেলে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী।