দেশের অর্থনীতিতে অবদান রাখবে নবনির্মিত দুই সেতু : প্রধানমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক:

নড়াইলের মধুমতি নদীর ওপর নির্মিত ‘মধুমতি সেতু’ এবং নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু মানুষের যোগাযোগ ব্যবস্থাকে যেমন সহজ ও গতিশীল করবে, একই সঙ্গে দেশের অর্থনীতির গতি বাড়াবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতু দুটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি আনন্দিত কারণ আজ এই সেতু দুটি আমি উদ্বোধন করতে পেরেছি। আমি মনে করি যোগাযোগের ফলে আমাদের অবহেলিত অঞ্চলগুলো উন্নত হবে।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে একটি যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি। এখন আমরা দাবি করতে পারি যে বাংলাদেশের সব জেলার মধ্যে একটা সম্পর্ক হয়, সেই কাজটি আমরা করতে সক্ষম হয়েছি।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাব।

সরকারপ্রধান বলেন, আমাদের দেশের সার্বিক উন্নয়নে আমরা আমাদের কাজ অব্যাহত রাখব এবং বাংলাদেশের অগ্রযাত্রা যাতে ব্যহত না হয়, সেজন্য আমরা সবাই নিরলস পরিশ্রম করে যাব। এটাই আমাদের অঙ্গীকার।

তিনি বলেন, নারায়ণগঞ্জ আমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা। অর্থনৈতিতে নারায়ণগঞ্জ একটি বড় ভূমিকা রয়েছে। নারায়ণগঞ্জবাসীর জন্য, তাদের জীবনযাত্রা উন্নত করার লক্ষ্যে একটি সেতু একান্তভাবে দরকার। সে কথাটা মাথায় রেখেই আমরা শীতলক্ষ্যা নদীর ওপর তৃতীয় সেতুর নির্মাণ করলাম। ইতোমধ্যে শীতলক্ষ্যার ওপরে আমরা আরও কয়েকটা সেতু করেছি।

নাসিম ওসমান সেতুর কারণে রাজধানীর যানজট কমবে বলেও আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, মধুমতি সেতু যেহেতু এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যার ফলে আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়বে। ঢাকা থেকে এখন মোংলা পোর্ট কাছে হয়ে গেছে। আমাদের বেনাপোলসহ কুষ্টিয়া অঞ্চলের যে সমস্ত যোগাযোগগুলো রয়েছে সেগুলো সঙ্গে যোগাযোগটাও বাড়ছে। মানুষের সময় বাঁচবে। অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। সেই সুযোগটা সৃষ্টি হয়েছে।




শেষ বিদায় জানালো সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা কে

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী নেতা স্ব্রুত সাংমা (৪৮) কে শেষ বিদায় জানালেন স্থানীয় ও দলীয় শত শত নেতাকর্মীরা। রোববার দুপুরে রাশিমনি স্মৃতিসৌধ চত্ত¡রে সর্বস্তরের অংশগ্রহনে শোকসভা শেষে মরহুমের নিজ বাড়িতে সমাহিত করা হয়।

স্থানীয়রা জানান, গত ২৯ সেপ্টেম্বর বিকালে ওই ইউনিয়নের রাশিমনি বাজারে বর্তমান চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান আবদুল আওয়ালের নেতৃত্বে সুব্রত সাংমার ওপর হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে নয়দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওই ঘটনার পরদিন স্ব্রুত সাংমার বোন কেয়া সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেন। এতে বর্তমান চেয়ারম্যান ও তার ভাই শামিম আহমেদ, বদিউজ্জামানসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়। পুলিশ এখনো মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় বিক্ষোভে ফেটে পড়েন। এছাড়া সুব্রত সাংমার হত্যাকারিদের দ্রæত গ্রেফতারের দাবিতে সমর্থকরা দফায় দফায় উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও পথসভা করেন।

আসামী গ্রেফতারের দাবীতে পুলিশকে ২৪ঘন্টা আলটিমেটাম দিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মি. জুয়েল আরেং, কেন্দ্রীয় আওয়ামীগ নেতা রেমন্ড আরেং, নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, হালুয়াঘাট পৌরসভার মেয়র ও উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ধোবাউড়া উপজেলা আ‘লীগের সাধারণ প্রিয়তোষ বিশ্বাস বাবুল, দুর্গাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কামাল পাশা, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, হামলায় আগত যুবলীগনেতা ফারুক বাবু প্রমুখ।

উল্লেখ্য: মৃত্যকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক শোকবার্তা পাঠিয়েছেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, পৌর মেয়র আলা উদ্দিন আলাল, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি শোক প্রকাশ করেছেন।