দুর্গাপুরে বজ্রপাতে আইডিয়াল স্কুলের ভবনে ফাটল

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। সোমবার গভীর রাতে বৃষ্টিপাত পাশপাশি এক পর্যায়ে ব্যাপক বজ্রপাত শুরু হয়। এ সময় ওই ভবনে বজ্রপাত পড়ে বিদ্যালয়ের বেশকিছু অংশে ফাটলের সৃষ্টি হয়।

এছাড়া বজ্রপাতে বিদুৎ ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং তিনতলা স্কুল ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেখা দেয়ার পাশাপাশি কম্পিউটার, বিদ্ৎু মিটার, ওয়ারিং, পানির মটার নষ্ট হয়ে যায়। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন বিদ্যালয় পরিদর্শন করেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, রাতে বজ্রপাতের সময় স্কুলের নৈশপ্রহরী প্রায় ৩ঘন্টা অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। আমরা খবর উর্দ্ধতন কতৃপক্ষের সাথে যোগায়োগ করি।




চীনে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

চীনে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ভয়াবহ ঘটনা ঘটে। ভূমিকম্পের ফলে প্রান্তিক অঞ্চলের বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, শক্তিশালী এই ভূমিকম্প সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীর পর্যন্ত আঘাত হানে।

সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চোংকিংসহ কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে বলে জানা গেছে। যেখানে লাখ লাখ মানুষ এখন কোভিডের কারণে লকডাউনের আওতায় রয়েছে।

ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসে একটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্য শহরের একটি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং ১০ হাজারের বেশি লোক বসবাসকারী একটি এলাকার টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এখনো উদ্ধার কাজ চলছে। সিচুয়ান ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীদের সহায়তার জন্য এক হাজারেরও বেশি সেনা পাঠানো হয়েছে দুর্যোগকবলিত এলাকায়। দেশটির কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, কম্বল এবং অন্যান্য সামগ্রী পাঠিয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় কর্তৃপক্ষকে মানুষের জীবন বাঁচানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: শিনহুয়া, এএফপি, এনডিটিভি