‘দেশে মাঙ্কিপক্স আসার শঙ্কা, সতর্কতা বাড়াতে হবে’

ডিএনবি নিউজ ডেস্ক:

করোনা মহামারি থেকে রেহাই না মিলতেই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। বাংলাদেশেও ভাইরাসটি প্রবেশ করার আশঙ্কা রয়েছে জানিয়ে আগাম সতর্ক করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে মাঙ্কিপক্স নিয়ে এক সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে মাঙ্কিপক্স এখনো শনাক্ত করা না গেলেও সব প্রবেশপথ দিয়ে বহু দেশের নাগরিক আসছেন যেখানে রোগী রয়েছে। এতে করে শঙ্কা আছে। তাই বিমানবন্দরের পাশাপাশি স্থলপথের প্রবেশপথে সতর্কতা বাড়াতে হবে যাতে সন্দেহভাজন কেউ আসলে দ্রুত আইসোলেশনে নেওয়া যায়।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, প্রতিদিনই মাঙ্কিপক্সে আক্রান্তের খবর আসছে। গতকালও ব্রাজিলে দুজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি কোনদিকে যায় বলা মুশকিল। তাই আতঙ্কিত না হয়ে এখন থেকেই সতর্ক থাকতে হবে। করোনা চীন হয়ে ইতালি দিয়ে বাংলাদেশে এসেছে। মাঙ্কিপক্স যে একইভাবে আসবে না তা নিশ্চিত নয়। তাই সময় থাকতে সচেতন হতে হবে।

শারফুদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত মাঙ্কিপক্স প্রতিরোধে গুটি বসন্তের টিকা ৮৫ ভাগ সুরক্ষা দেয়। কিন্তু ১৯৮১ সালের পর থেকে বাংলাদেশে এই টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। এখন ভাইরাসটির প্রকোপ যদি বেড়ে যায় প্রয়োজনে আবারও সেই টিকা প্রয়োগ করা হবে। একই সঙ্গে যাদের বাসায় পোষা প্রাণী আছে, তাদের একটু সচেতন হতে হবে। কারণ এটি প্রাণী থেকে প্রাণী এবং সেখান থেকে মানুষকে সংক্রমিত করে।

মাঙ্কিপক্সে আক্রান্ত অন্য ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক যোগাযোগের ক্ষেত্রে যেকেউ ঝুঁকিপূর্ণ, জানিয়ে তিনি বলেন, কয়েক বছর আগে দেখা গেছে, এই ভাইরাসে আক্রান্তদের ৭৪ ভাগ রোগী বহুগামিতায় অভ্যস্ত। আর ২৬ ভাগ রোগীর এইচআইভি এইডস শনাক্ত হয়।




শ্লীলতাহানির অভিযোগে স্বামীকে গুলি করলেন স্ত্রী

ডিএনবি নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছেন তাঁর স্ত্রী। স্ত্রীর অভিযোগ তাঁর নিজের ডে-কেয়ারে থাকা শিশুদের শ্লীলতাহানি করতেন ওই পুলিশ কর্মকর্তা। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও নিউজ উইকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দক্ষিণ-পশ্চিম ওয়াশিংটনের বিলাসবহুল ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের একটি কক্ষে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়ার পর ৫৭ বছর বয়সি জেমস উইমস জুনিয়রকে গুলি করেন তাঁর ৫০ বছর বয়সি স্ত্রী শান্তারি উইমস। জেমসের বিরুদ্ধে আগে থেকেই যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।

শান্তারি উইমস বাল্টিমোর কাউন্টিতে লিল কিডজ ক্যাসেল নামের একটি ডে-কেয়ার সেন্টার পরিচালনা করেন। সেখানে জেমস উইমস শিশুদের শ্লীলতাহানি করতেন বলে অভিযোগ করেছেন শান্তারি। পুলিশ জানিয়েছে, জেমস উইমসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি ডে-কেয়ারে অন্তত তিনটি শিশুকে নির্যাতনসহ ১৩টি যৌন অপরাধে অভিযুক্ত। শরীরে দুটি গুলির গুরুতর আঘাত নিয়ে জেমস এখন হাসপাতালে ভর্তি আছেন। তিনি যাতে হাসপাতাল থেকে পালাতে না পারেন, সেজন্য হাসপাতালের বাইরে প্রহরী রাখা হয়েছে। এ ঘটনায় জেমস উইমসের স্ত্রী শান্তারি উইমসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডেইলি বিস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার উদ্দেশ্যে হামলা এবং অন্যান্য আগ্নেয়াস্ত্রের অভিযোগে শান্তারি উইমসকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ ওই হোটেলের কক্ষে একটি নোটবুক খুঁজে পেয়েছে, যেটিতে বর্ণনা করা হয়েছেÑকীভাবে একজন ব্যক্তিকে পক্ষাঘাতগ্রস্ত না হওয়া পর্যন্ত গুলি করতে হয়। শিশুদের ন্যায়বিচার চাওয়ার কথাও লেখা রয়েছে নোটবুকে।