দুর্গাপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২ দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

ডিএনবি নিউজ ডেস্ক :
নেত্রকোনার দুর্গাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়। রোববার দুপুরে উপজেলার ঝাঞ্জাইল বাজার ও দূর্গাপুর বাজারে ভোজ্যতেল মজুদ পরিস্থিতিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর দুর্গাপুর উপজেলা প্রশাসন এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়।  এসময় দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ঝাঞ্জাইল বাজারে মোতালেব অয়েল মিল কে ৩৪০ বোতলজাত খোলা সয়াবিন তেলের সাথে মিশিয়ে বেশি মূল্যে করায় এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে দুর্গাপুরে দীপ্ত এন্টারপ্রাইজকে সয়াবিন তেলের অবৈধ মজুদের জন্য আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত তেল গায়ের আগের মূল্য ১১৮ টাকা লিটারে উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।
অভিযান পরিচালনা করেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম,দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুল ইসলাম, এ সময় এ কাজে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর।
সহকারী পরিচালক মোঃ শাহ আলম বলেন,অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।



ঢাকায় বসে সমালোচনার আগে গ্রাম ঘুরে আসুন: প্রধানমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক:

যারা শহরে বসে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সমালোচনা করেন, তাদের গ্রামে গিয়ে সারাদেশের উন্নয়ন চিত্র দেখে আসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলন’ এ যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সমালোচকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আমার অনুরোধ থাকবে, সারা দেশটা আপনারা একটু ঘুরে দেখবেন। পরিবর্তনটা কোথায় এসেছে, কতটুকু এসেছে সেটা বোধহয় সবাই গ্রাম পর্যায়ে একটু যোগাযোগ করলে জানতে পারবেন। শুধু রাজধানীতে বসে বসে সমালোচনা করলে হবে না।

শেখ হাসিনা বলেন, সরকার ‘ঘরে ঘরে’ বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, দেশের উন্নয়নে বিভিন্ন ‘মেগা প্রকল্প’ বাস্তবায়ন করে যাচ্ছে, এর সুফল দেশের মানুষই পাবে।

তিনি বলেন, অনেকেই হয়ত এখন সমালোচনা করেন। এটা করা হচ্ছে কেন বা এত টাকা খরচ হয়েছে। অনেকে শুধু খরচের দিকটা দেখেন, কিন্তু এই খরচের মধ্য দিয়ে দেশের জনগণ যে কত লাভবান হবে, আমাদের অর্থনীতিতে কতটা অবদান রাখবে, আমাদের উন্নয়ন গতিশীল হবে, মানুষের জীবন পরিবর্তনশীল হবে, সেটা বোধহয় তারা বিবেচনা করেন না। এটা খুব দুঃখজনক।