দুর্গাপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালিত

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০২১। শনিবার নানা আয়োজনে এ কর্মসুচী পালিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ঔষধ খাওয়ানো শেষে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, ডা. সৌরভ জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম প্রমুখ।




দুর্গাপুরে মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোণা জেলার দুর্গাপুরে ‘‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে নানা আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান‘র সঞ্চালনায় অফিসার ইন-চার্জ শাহ্ নুর-এ আলম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, এডকোকেট মানেশ চন্দ্র সাহা, দুর্গাপুর প্রেসক্লাব‘র সাবেক সভাপতি মো. মোহন মিয়া, সাধারন সম্পাদক জামাল তালুকদার, পৌর কাউন্সিলর খলিলুর রহমান টিপু, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু প্রমুখ।