দুর্গাপুরে ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দিলেন মানবতার ফেরিওয়ালা রিকসাচালক তারা মিয়া

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে চলমান লকডাউনে কর্মহীন ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দিলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই সহায়তা সামগ্রী বিতরন করা হয়। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল, আলু, তেল পেঁয়াজ ও লবন।

খাদ্য বিতরন কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক রাজেশ গৌড়, পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার প্রমুখ। তারা মিয়া দীর্ঘ ৭ বছর যাবত তার রিক্সা চালানোর উপার্জিত টাকা থেকে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন সহ অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।




দুর্গাপুরে ভিজিএফ এর চাল বিতরণ

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ এর (চাল) এবং করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জিআর (খাদ্যশস্য) বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮১জন এবং জিআর- ১ হাজার ব্যাক্তির মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ উপলক্ষে পৌরসভা চত্ত¡রে বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণ কার্যক্রম‘র উদ্বোধন করেন, মেয়র মোঃ আলা উদ্দিন আলাল। অন্যদের মধ্যে ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, প্যানেল মেয়র মোঃ মশিউর রহমান বাদল, সচিব মোঃ তৌহিদুল ইসলাম, প্রকৌশলী নওশাদ আলম, স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরগণ সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।