দুর্গাপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ডিএনবি ‍  নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে  বজ্রপাতে ইকবাল হোসেন (২৪) নামে এক বালু  শ্রমিকের মৃত্যু হয়েছে।  সোমবার   দুপুরে উপজেলার কাকৈরগড়া  ইউনিয়নের গোরালী  নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি  গ্রামের ছাবেদ  আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ইকবাল হোসেন প্রতিদিনের মতো ট্রলারে করে সোমেশ্বরী নদীর বালু জারিয়া বিক্রি করতে গিয়েছিলো।  বিক্রয় শেষে বাড়ী ফেরার পথে ব্যপক বৃষ্টি শুরু হয়। ট্রলারটি গৌরালী নামক স্থানে এলে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। ইকবাল ট্রলারের ছইয়াতে সারেং এর কাজ করছিলো। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। ট্রলারে থাকা অন্যান্য মাঝিদের সহায়তায় ইকবালের মরদেহ বাড়ীতে আনা হয়।  এরপর খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ীতে গিয়ে সুরতহাল তৈরী করেন।

এদিকে খবর পেয়ে তাৎক্ষনিক নিহতের বাড়ীতে ছুটে যান ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবার ও স্থানীয় গন্যমান্যদের আবেদনের প্রেক্ষিতে লাশের সুরতহাল তৈরী শেষে দাফন করার অনুমতি দেয়া হয়।




শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ডিএনবি নিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ফাহাদ (২০) প্রতিবন্ধী একজনের মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বহেরাচালা এলাকার আফির উদ্দিন এর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ পৌর এলাকার বহেরারচালার মৃত সিরাজুল ইসলামের সন্তান।

স্থানীয়রা জানায়,আফির উদ্দিনের বাড়িতে অটোরিকশা বৈদ্যুতিক চার্জে ছিল। চার্জে দেওয়া অটোরিকশাটি খুলতে গেলে তারে জড়িয়ে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছেন,নিহতের পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপরে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।