কলমাকান্দায় প্রায় ২০ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক আটক

ডিএনবি নিউজ ডেস্ক:

জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্তে বাংলাদেশে পাচারকালে বিপুল সংখ্যক ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

শনিবার গণমাধ্যমের কাছে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ মে) আনুমানিক রাত ১০টায় উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপিতে কর্মরত সুবেদার মোঃ মনিরুল ইসলামের এর নেতৃত্বে ০৯ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৭০/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে এ মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে আঠারো লক্ষ একানব্বই হাজার পাচঁশত পঁচানব্বই টাকা। জব্দককৃত এসব কসমেটিক সামগ্রী নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।




দুর্গাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

ডিএনবি নিউজ ডেস্ক:

জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় শুরু হয়েছে অনুর্ধ্ব – ১৭ বছর পর্যায়ের ‘‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১। শনিবার দুপুরে এ খেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিরিশিরি ডনবস্কো কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর মেয়র মো. আলা উদ্দিন আলাল, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদ সদস্য রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিন আল আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রাংসা, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, ওসি শাহনুর এ আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, প্রমুখ। উদ্ধোধনী ম্যাচে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা সহ ৮টি দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হবে। বিরিশিরি ও গাঁওকান্দিয়া ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় বিরিশিরি ইউনিয়ন জয় লাভ করে।




দুর্গাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

ডিএনবি নিউজ ডেস্ক:

জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় শুরু হয়েছে অনুর্ধ্ব – ১৭ বছর পর্যায়ের ‘‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১। শনিবার দুপুরে এ খেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিরিশিরি ডনবস্কো কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর মেয়র মো. আলা উদ্দিন আলাল, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদ সদস্য রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিন আল আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রাংসা, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, ওসি শাহনুর এ আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, প্রমুখ। উদ্ধোধনী ম্যাচে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা সহ ৮টি দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হবে। বিরিশিরি ও গাঁওকান্দিয়া ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় বিরিশিরি ইউনিয়ন জয় লাভ করে।




দুর্গাপুরে খুনের হুমকিতে থানায় অভিযোগ

ডিএনবি নিউজ ডেস্ক:

দুর্গাপুরে খুনের হুমকি ও জান মালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান। শুক্রবার রাতে দুর্গাপুর থানায় এ অভিযোগ করা হয়।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক হাবিবুর রহমান গত বৃহস্পতিবার সকালে স্থানীয় কালা মার্কেট এলাকায় বাজার করতে এলে পুর্ব শত্রæতার জেরে ওই এলাকার মৃত আসন আলীর ছেলে আব্দুল হামিদের নেতৃত্বে আরো ৫/৬ জনের একটি দল তাঁহার উপর দেশীয় ধারালো অস্ত্র সহ অতর্কিত হামলা করে। এ সময় বাজারে অবস্থানকৃত ওই এলাকার তারা মিয়া, আঃ কালাম, আরশাদ মিয়া ও আঃ আজিজ, হাবিবুর রহমান কে হামলা কারিদের হাত থেকে রক্ষা করেন। হামলাকারিরা যাওয়ার সময় তার উদ্দেশ্যে হুমকি দিয়ে যায় যে, অন্যদিন সুযোগমত পেলে তাকে জানে মেরে ফেলবে। এরই প্রেক্ষিতে হাবিবুর রহমান ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন।