করোনা নিয়ন্ত্রণে মাস্কের বিকল্প নেই
ডিএনবি নিউজ ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘মার্চের শুরুতেই করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। হাটে বাজারে, বিপণিবিতানে মাস্ক ছাড়া চলাফেরা করছে মানুষ। করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। আমি মনে করি যথাযথভাবে মাস্ক ব্যবহার করলে ৮০-৯০ ভাগ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রতিদিনই করোনা আক্রান্ত রেকর্ড ছাড়াচ্ছে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির দিকনির্দেশনা অবশ্যই আমাদের মানতে হবে। বিশেষ করে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। আমি মনে করি মাস্ক ব্যবহার করলেই করোনা নিয়ন্ত্রণ অনেকাংশেই সম্ভব। সরকারকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। সবাইকে বলব আপনারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। প্রয়োজনে বাইরে গেলে সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। করোনা সংক্রমণ কমে আসায় সামাজিক অনুষ্ঠান, পিকনিক, কনসার্টের হিড়িক পড়ে গিয়েছিল। ভিড়, গাদাগাদিতে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। এর ফলে সংক্রমণ হার বেপরোয়াভাবে বাড়তে শুরু করেছে।