
অটোরিকশা দুর্ঘটনায় চালকসহ নিহত ৩
ডিএনবি নিউজ ডেস্ক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার সকালে উপজেলার তুলশীখালী সেতুর সড়কের পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার শেকরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল করিম জানান।
নিহতরা হলেন- কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুরের মুগারচর গ্রামের ফকির চানের ছেলে অটোরিকশা চালক উজ্জ্বল মিয়া (৪৫) ও কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুরের মুগারচর গ্রামের ফকির চানের ছেলে ইলেক্ট্রেশিয়ান পাপ্পু হোসেন (৩৫)।বাকি একজন অজ্ঞাত পরিচয় যুবক (২৫)।
এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ঢাকাগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে পাপ্পু এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
তিনি বলেন, “অটোরিকশায় চালকসহ সাতজন ছিলেন।এ সময় বিকট শব্দে অরেটারিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় এক যাত্রী লাফিয়ে পড়ে রক্ষা পান। পরে ট্রাকসহ চালক পালিয়ে যান।”