হে দয়াময় প্রভু
হে দয়াময়-
তোমাকে খুঁজেছি পর্বত চূঁড়ায়
খুঁজেছি সমুদ্র গর্ভে,
খুঁজেছি তোমায় দিক-দিগন্তে
নিঃলীম নিলীমা নভে।
বিন্দু থেকে বিশালতায়
খুঁজেছি বারবার,
আঁথার খেকে আলোর মাঝে
দেখি তুমিই নিরাকার।
হে করুনাময়-
তুমি করেছো সৃজন এ নশ্বর ধরনী
প্রেরণ করেছো আমায় করতে তোমার গোলামী
তুমি ব্যতিত উপাস্য নাহি আর,
দু’নয়নে দেখেছি তোমার কুদরতি খেলা
শুধু দেখিনি তোমার অদৃশ্য কায়া
তুমিই এ গুলবাগের অনিন্দ্য রূপকার
প্রভু তুমি নিরাকার।
এইচ এম সাইদুল ইসলাম
সম্পাদক- ডিএনবি নিউজ টোয়েন্টিফোর ডটকম