বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

ডিএনবি নিউজ ডেস্ক:

জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে স্মৃতিচারন করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-হোহরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

স্মৃতিচারন শেষে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, শিল্পকলা একাডেমি অনুরুপ কর্মসুচীর মাধ্যমে ৯২তম জন্মবার্ষিকী পালন করেন।