দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্প স্তবক অর্পন করা হয়। বুধবার প্রত্যুষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি শেষে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা চত্ত¡রে ইউএনও এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভিন আক্তার, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা উত্তম চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, আওয়ালীলীগ নেতা আলী আসগর প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যপি বই মেলার সমাপনি উপলক্ষে স্থানীয় কবিদের কবিতা পাঠ, ভাষা দিবসের কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন্ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।