সুড়ঙ্গ থেকে বের হওয়া হামাসের পাঁচ যোদ্ধাকে হত্যা করল ইসরায়েল

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও রাফা এলাকায় হামাসের প্রায় ২০০ যোদ্ধা এখনো সুড়ঙ্গের ভেতরে আটকে রয়েছেন।

নিহত পাঁচ যোদ্ধা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পরই ইসরায়েল তাদের লক্ষ্য করে হামলা চালায়।—খবর টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাহাল ব্রিগেড এ অভিযান চালায়। আইডিএফ দাবি করে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল এবং এটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল। তাই বিমান হামলার মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে।

যুদ্ধবিরতির পরও রাফার বেশিরভাগ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে হামাসের যোদ্ধারা সেখানেই আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো তাদের নিরাপদে গাজার ভেতরে কিংবা অন্য দেশে পাঠানোর বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। এর মধ্যেই পাঁচ যোদ্ধা নিহত হলেন।

এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল—আটকে থাকা ২০০ হামাস যোদ্ধাকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে; এরপর তাদের মুক্তি দেওয়া হবে এবং কয়েকজনকে ইসরায়েলে নেওয়া হবে। তবে এ দাবি প্রত্যাখ্যান করে হামাস জানায়, তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না।