ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা

ডিএনবি নিউজ আন্তঃ ডেস্ক:

ইসরায়েলের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার পাল্টা জবাবে ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দেশটির হুতি বিদ্রোহীরা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

সোমবার (৭ জুলাই) ভোরে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, এগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। তবে সফলভাবে ভূপাতিত করা গেছে কিনা তা এখনও তদন্তাধীন।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জেরুজালেমের দক্ষিণে এটজিওন ব্লক ও হেবরনসহ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।

এর আগে ইসরায়েলি বাহিনী জানায়, ইয়েমেনের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে।

হুতি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হোদাইদায় একের পর এক হামলা চালাচ্ছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনের তিনটি বন্দর খালি করার জন্য স্থানীয়দের সতর্ক করেছিল।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় নতুন করে ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘোষণা দেয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী।

রোববার (৬ জুলাই) ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিওন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযান সম্পূর্ণ সফল হয়েছে এবং এর ফলে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়েমেন কয়েক দফায় ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।