দুর্গাপুরে হোমিও চিকিৎসা সেবা বন্ধ
ডিএনবি নিউজ ডেস্ক:
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি রুপগঞ্জ উপজেলা সদর থেকে নামের পুর্বে ডাক্তার লিখার অপরাধে হোমিও ডাক্তার আজিজুর রহমান কে আটক করার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসুচী অনুযায়ী নেত্রকোনার দুর্গাপুরে সকল হোমিও চিকিৎসালয় সহ ডাক্তারদের চেম্বার অর্ধদিবস বন্ধ রেখেছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দোকানপাট বন্ধ রাখা হয়। হোমিও ডাক্তার এসোসিয়েশন দুর্গাপুর শাখার সাধারণ সম্পাদক ডা: কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ঢাকা কর্তৃক স্বীকৃত হোমিওতে সর্বোচ্চ ডিগ্রি ডিএইচএমএস পাশ করে ডাক্তার লিখলে অপরাধ হবে কেন? নিজেদের অধিকার বাস্তবায়নে এবং নামের পুর্বে ডাক্তার লেখার হয়রানি বন্ধের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক আমরা অর্ধদিবস সকল চিকিৎসালয় ও চেম্বার বন্ধ রেখেছি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ তাপস পন্ডিত, ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডাঃ বিজন কিশোর রায়, ডাঃ মুসতামিস বিল্লাহ মাহি, ডাঃ সাইদুর রহমান, ডাঃ সাইয়েম আহম্মেদ প্রমুখ।