ইনস্টাগ্রামে আশা যেভাবে ধরা দেন
আজমেরি আশা অভিনয়ে যেমন পটিয়সী তেমনি সোশ্যাল মিডিয়াতেও ভক্তদের নজরকাড়তে জানেন। সোশ্যাল মিডিয়ায় তার ছবি মানেই হাজার হাজার লাইক। রূপসী এই অভিনেত্রীর কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার। ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
আজমেরী আশা ২০১২ সালের ভিট তারকাদের একজন। তিনি এই রিয়েলিটি শোতে প্রথম রানার্সআপ হয়েছিলেন। এরপর ‘ক্লোজআপ-কাছে আসার গল্প’র বিজ্ঞাপনচিত্রে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পান
২০১২ সালে তাহসানের বিপরীতে ‘তৃতীয় মাত্রা’ নামক একটি টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে আশার কাজের শুরু
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ালেখা করেছেন আশা
আশার পরিবারে আরো একজন আছেন মিডিয়ায়। তিনি হলেন আশার ছোট বোন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা
গড়পড়তা কাজ করায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না আশা। অভিনয়ে সংখ্যার আধিক্যের চেয়ে গুণগত মানে প্রাধান্য দেন তিনি। যে কারণে তার ঝুলিতে বিজ্ঞাপনের তুলনায় নাটকের সংখ্যা কম
সম্প্রতি ‘আমার ফিলিংস নেই’, ‘পাগল হমু ক্যামতে’ এবং ‘ছোট ভাইয়ের বউ’ শিরোনামে তিনটি নাটকের কাজ শেষ করেছেন আশা
ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও জনপ্রিয়তা রয়েছে আশার। ইনস্টাগ্রামে এ অভিনেত্রীর ফলোয়ার সংখ্যা প্রায় ৮ লাখ
ঢাকা/আলো