২২ ফেব্রুয়ারির পর করোনা বিধিনিষেধ থাকছে না
ডিএনবি নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে থাকছে না।
আজ রোববার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, আগামী ১ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরের ক্লাস শুরু হবে। তবে বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি ডোজ টিকাদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।করোনা সংক্রমণের বিস্তার রোধে গত ১৩ জানুয়ারি সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করে। পরে ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ আরও পাঁচ দফা নির্দেশনা জারি করা হয়।